টুকরো খবর
|
নজরদারিতে কর্মীর অভাব |
নিজস্ব সংবাদদাতা • আলিপুর দুয়ার |
বনকর্মীদের একাংশের যোগসাজশে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে। দিনদুপুরেই ডুয়ার্স থেকে কাঠপাচার চলছে বলে অভিযোগ পরিবেশপ্রেমী সংগঠনগুলির। বন দফতরের যুক্তি, প্রয়োজনীয় রক্ষী না-থাকায় নজরদারি সমস্যা হচ্ছে। পরিবেশ প্রেমীদের অভিযোগ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রতিদিন সাইকেলে কাঠ পাচার হচ্ছে। জাতীয় সড়ক থেকে গ্রাম, রাজপথ থেকে রেল সব দিক দিয়েই পাচারকারীরা দিনদুপুরে পাচার করছে। নিমতি নেচার প্রোটেকশন অর্গানাইজেশন সম্পাদক দীপঙ্কর ঘোষ অভিযোগ করেন, “বনকর্মীদের একাংশ পাচারে যুক্ত। না-হলে এমন হতে পারে না।” আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত বলেন, “এক শ্রেণির অসাধু বনকর্মীদের সঙ্গে কাঠ মাফিয়াদের যোগাযোগ থাকায় পাচার হচ্ছে। এই ধরনের ঘটনা বন্ধ করতে গেলে রেঞ্জ ও বিট অফিসে কর্মীদের ৩ বছরের বেশি রাখা উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখে সব জানানো হয়েছে।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখরের বক্তব্য, “কাঠপাচার রুখতে বন কর্মীরা অভিযান চালাচ্ছেন। প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক বনকর্মী থাকায় সমস্যা হচ্ছে। বিট অফিসে ৫-৬ জন করে বনকর্মী রয়েছেন। তাঁদের জঙ্গল পাহারার পাশাপাশি হাতি তাড়ানো, কাঠ পাচার ধরতে অভিযানে যেতে হয়। সমস্যা সামাল দিতে রেঞ্জ অফিসের কর্মীদের বিটে পাহারার জন্য মোতায়েন করা হচ্ছে।” বক্সার জঙ্গলে এখন প্রতি ৪ বর্গকিমির দায়িত্বে এক জন বনকর্মী রয়েছেন। নজরদারি বাড়াতে গেলে অন্তত ২ বর্গকিমি পিছু এক জন মোতায়েন প্রয়োজন। বনকর্মীদের গড় বয়স ৪৫ বছরের উপরে থাকায় কাঠচোরদের সঙ্গে পাল্লা দিতে পারছেন না তাঁরা। রাজেন্দ্রবাবু বলেন, “কোনও বনকর্মী পাচারেসাহায্য করছেন এমন নালিশ নির্দিষ্ট ভাবে নেই। নির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে। বদলিও করা হচ্ছে।” ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সাভির্স এমপ্লয়িজ ফেডারেশনের উত্তরবঙ্গের চেয়ারম্যান নবেন্দু কর বলেন, “কাঠপাচারে অধিকাংশ ক্ষেত্রে প্রত্যন্ত এলাকায় থাকা বিটের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে চুপ থাকতে বাধ্য হন। পাচার রুখতে পর্যাপ্ত বনকর্মী নিয়োগ জরুরি।”
|
বানভাসির আশঙ্কা ডুয়ার্সে |
অনির্বাণ রায় • জলপাইগুড়ি |
এ বার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কম। সেচ দফতরের অভিজ্ঞতা অনুযায়ী, মরসুমের শেষে এ বার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ডুয়ার্সের ৪০টি নদী বাঁধ এবং লাগোয়া এলাকায় ভাঙন নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশন। বাঁধ মেরামতির জন্য অর্থ মেলেনি। ভাঙন ভয়াবহ চেহারা নিতে পারে বলে আশঙ্কা করছেন সেচ আধিকারিকেরা। সেচ আধিকারিকদের ওই উদ্বেগের বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কানে গিয়েছে। গৌতমবাবু বলেন, “উত্তরবঙ্গের বন্যা মোকাবিলা এবং বন্যা পরিস্থিতি নিয়ে দফায় দফায় সেচমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি বুঝতে ৫ অগস্ট মন্ত্রী জলপাইগুড়ি আসছেন। সে সময় উনি বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।” সেচ দফতর সুত্রে খবর, সেবকে চুমুকডাঙি এলাকায় ৭৫ মিটার লম্বা তিস্তা বাঁধের একটি স্পারের অর্ধেক ভেসে গিয়েছে। অন্য স্পারটিও ক্ষতিগ্রস্ত। তুরতুড়িবাড়িতে লিস নদীর বাঁধের সামনের অংশটা ভেঙে গিয়েছে। মালবাজার শহর রক্ষাকারী মাল নদী বাঁধেও ভাঙন চলছে। সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সুজিত বসু বলেন, “চেল, ঘিস, লিস ও কুমলাই নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এ ছাড়া তিস্তা, জলঢাকা, কালজানি নদী তো রয়েইছে। আমাদের রিপোর্ট অনুযায়ী ৪০টি নদী এলাকায় ভাঙনের তীব্রতা অনুযায়ী দ্রুত কাজ শুরু করতে হবে।” এরই পাশিপাশি সেচ দফতরের আশঙ্কা বাড়িয়েছে বৃষ্টিপাতের স্বল্পতা। সুজিতবাবু বলেন, “পরিসংখ্যান দেখে চিন্তা থেকে যাচ্ছে। দু’মাসে তেমন বৃষ্টি হয়নি। পরে প্রবল বৃষ্টি হলে পরিস্থিতির কোন দিকে গড়াবে উদ্বেগ তা নিয়েই।”
|
রাস্তা আটকে লুঠ ১২ লক্ষ টাকা |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাস্তা আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ী সংস্থার কর্মীদের কাছ থেকে ১২ লক্ষ টাকা ছিনতাই করে পালাল এক দল দুষ্কৃতী। শনিবার রাত সাড়ে ৭ টা নাগাদ রাজগঞ্জ থানার সারিয়াম এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। রবিবার রাত পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) হরিপদ শীল বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির হিলকার্ট রোডের সিমেন্ট ও রডের পাইকারি ব্যবসায়ী সংস্থার চার কর্মী জলপাইগুড়ি থেকে বকেয়া টাকা আদায় করে ছোট গাড়িতে করে শিলিগুড়ি ফিরছিলেন। ওই সময় সারিয়ামের চাউই সেতুর কাছে পিকআপ ভ্যান এবং দুটি মোটর বাইকে করে এসে দুষ্কৃতীরা রাস্তার উপরেই গাড়ি আটকায়। দুষ্কৃতীরা সংখ্যা ছিল ৫-৬ জন। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমেই সংস্থার কর্মী রাজু রায়, দেবাশিস দে, রাজীব সাহা ও গাড়ির চালক দীপক রায়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে দুটি ব্যাগে রাখা ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ। ৩-৪ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে পিকআপ ভ্যান নিয়ে শিলিগুড়ির দিকে ও মোটর বাইক নিয়ে জলপাইগুড়ির দিকে পালায়। পালানোর সময় দুষ্কৃতীরা সংস্থার গাড়িটির চাবিও কেড়ে নিয়ে পালায় বলে অভিযোগ। যেখানে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে, সেই এলাকাটি নির্জন। ওই সময় বৃষ্টিও পড়ছিল। সংস্থার কর্মীরা পুলিশকে জানায়, জলপাইগুড়ি থেকে ফেরায় সময় দুষ্কৃতীরা গাড়ির পিছনে আসছিল। ঘটনার পরে শিলিগুড়িতে ওই ব্যবসায়ী সংস্থায় খবর দেওয়া হয়। রাত ১১টায় রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে রাতেই জলপাইগুড়ি থেকে ডিএসপি হরিপদবাবু এবং জলপাইগুড়ি সদর সার্কেল ইন্সপেক্টর পিনাকী মজুমদার সেখানে যান।
|
ছাত্রমৃত্যুর তদন্ত চান রাজগঞ্জের বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্র ঋত্বিক চক্রবর্তীর (১১) মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবিতে বাসিন্দারা রবিবার রাজগঞ্জ থানায় বিক্ষোভ দেখালেন। শুক্রবার সন্ধ্যা থেকে ঋত্বিক নিখোঁজ থাকার শনিবার দুপুরে করতোয়া নদীর ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের দাবি, তাকে খুন করে নদীর ধারে ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনাটিকে জলে ডুবে মৃত্যু বলে জানিয়ে তদন্তের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে। তার আগে স্পষ্ট করে কিছু বলা যাবে না সম্প্রতি রাজগঞ্জের কালীনগর এলাকা থেকে প্রসেনজিৎ সরকার নামেও ১২ বছরের এক কিশোর নিখোঁজ হয়। ওই কিশোরের হদিস নেই। এ ছাড়া গোটা রাজগঞ্জে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধমূলক কাজ বৃদ্ধি পেয়েছে। চুরি-ছিনতাই লেগেই আছে। পুলিশ কিছু করছে না। পুলিশ অবশ্য বাসিন্দাদের এ সব অভিযোগ মানতে রাজি নয়।
|
পুলিশের তৎপরতায় উদ্ধার মোটর বাইক |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
একেবারে পুরানো দিনের হিন্দি ছবির মতো ইনফর্মারের সাহায্য নিয়ে এক চিকিৎসকের চুরি যাওয়া মোটর বাইক কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে জেল পালানো দুই বন্দিকেও। শনিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরে। রাত ১০টা নাগাদ থানা লাগোয়া এক নার্সিংহোমের সামনে থেকে চুরি হয়ে যায় ওই চিকিৎসকের মোটর বাইক। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি নিরঞ্জন সরকার খবর পাওয়ার পরে থানায় ডাকা হয় বৃদ্ধ ‘ইনফর্মার’কে। তাঁর থেকে কিছু সূত্র পেয়ে গ্রেফতার করা হয় এক অ্যাম্বুল্যান্স চালককে। সে চুরির কথা কবুল করতেই পুলিশ যায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ভোর রাতে সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হয় বাইক। গ্রেফতার হয় জেল পালানো দুই দুষ্কৃতীও। চিকিৎসক কুমার অতনু বলেন, “পুলিশ সক্রিয়তায় বাইকটি ফেরত পেয়েছি।”
|
তিন বিভাগে সেরা রাজীব |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জেলা টেবল টেনিস ফোরাম পরিচালিত স্টেজ-২ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ, যুব, জুনিয়র তিনটি বিভাগেই সেরা হলেন রাজীব সরকার। রবিবার শিল্প সমিতিপাড়ার মিনি ইন্ডোর স্টেডিয়ামে পুরুষ বিভাগে ফাইনালে তিনি অরিজিৎ নন্দীকে ৪-০ উড়িয়ে দিয়েছেন। যুব বিভাগে শুভম বসাককে, জুনিয়র বিভাগে প্রসেনজিৎ সরকারকে ৪-২ গেমে হারিয়েছেন। মহিলা বিভাগে ঐশ্বর্য দেব ঋতুজা দাসকে ৪-০ গোমে উড়িয়ে দিয়েছেন। ঐশ্বর্য জুনিয়র বিভাগেও চ্যাম্পিয়ন। ৪-০ গেমে হারিয়েছেন সাগরিকা মুখোপাধ্যায়কে। মেয়েদের যুব বিভাগে সাগরিকা সেরা ঐশ্বর্যকে ৪-৩ হারিয়ে। সাগরিকা সাব জুনিয়র বিভাগে ফাইনালে রক্তিমা পালকে হারিয়েছে। সাবজুনিয়র ছেলেদের বিভাগে চাণক্যমণি গগৈ ফাইনালে হারিয়েছে শুভদীপ ঘোষকে। ক্যাডেটে ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা আকাশ নাথ এবং আথেয়া ঘোষ। তারা হারিয়েছে সুমন বন্দ্যোপাধ্যায় ও মহিমা চৌধুরীকে। নার্সারি বিভাগে বিপ্লব সরকার হারিয়েছে সম্রাট চক্রবর্তীকে, ঋষিতা নন্দীর কাছে হেরেছে নিকিতা সরকার। হোপ বিভাগে অভীক সাহা হারিয়েছে শ্রেয়াংশু সেনকে।
|
তার পড়ে মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • বিধাননগর |
হাইটেনশন লাইনের ছিঁড়ে পড়া তারে তড়িদাহত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বিধাননগরের মুরালিগঞ্জে। শনিবার রাতে ঘটনাটি ঘটে। বিদ্যুৎ পর্ষদের গাফিলতিতে ওই ঘটনা ঘটেছে বলে বাসিন্দাদের অভিযোগ। পর্ষদের কর্মীরা লাইন মেরামতের জন্য এলাকায় গেলে ক্ষুব্ধ বাসিন্দারা বাধা দেওয়ার পাশাপাশি সরঞ্জাম আটক করে রাখেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরুণ দাস (২৫)। বাড়ি স্থানীয় বাদলাকাটা গ্রামে। মুরালিগঞ্জ হাইস্কুলের পাশেই রাস্তার মোড়ে তাঁর চায়ের দোকান। ওই এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী লাইন রয়েছে। বিধাননগর পাওয়ার হাউস থেকে বিধাননগর, সোনাপুর, চোপড়া, ইসলামপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ দিন রাত ৮টা নাগাদ বিকট শব্দ হয়ে লোডশেডিং হয়ে যায়। একটি তার ছিঁড়ে অরুণবাবুর দোকানের উপর ঝুলেছিল। আলো চলে যাওয়ায় দোকান বন্ধ করে দেন তিনি। কয়েক মিনিটের মধ্যে তা জ্বলে উঠলে অরুণবাবু দোকান খুলতে গিয়ে তড়িদাহত হন বলে অভিযোগ। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
|
আন্দোলনের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চা শ্রমিক মজুরি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ হওয়ায় মঙ্গলবার থেকে আন্দোলনের হুমকি দিল আদিবাসী বিকাশ পরিষদ। প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ও মজুরি বৃদ্ধি নিয়ে সাড়া না-পেলে মঙ্গলবার ডুয়ার্সের বাগান থেকে পাতা বার করতে দেওয়া হবে না। আজ উদীচী হলে বৈঠকে ২০০ বাগানের প্রতিনিধি থাকবেন।
|
শিলান্যাসে গুরুঙ্গ |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
আজ, সোমবার কালিম্পং মহকুমার গরুবাথানে কলেজের শিলান্যাস করবেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। পাহাড়ে স্বশাসন নিয়ে ত্রিপাক্ষিক চুক্তির পরে এই প্রথম গরুবাথানে আসছেন তিনি। মোর্চার তরফে তাই সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিন মালবাজারে শ্রমিক সংগঠনগুলি নিয়ে সভা ডেকেছে আদিবাসী বিকাশ পরিষদ। “সভা ঘিরে যাতে উত্তেজনা সৃষ্টি না-হয় সে দিকে লক্ষ রাখছে।”
|
সেতু চাই: ভরা বর্ষায় সমস্যায় পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পাকা রাস্তা থাকলেও ইসলামপুর মহকুমার গোয়ালপোখর-১ ব্লকের কিচোকটলা পঞ্চায়েত এলাকায় স্থানীয় সিরিয়ানি নদীর উপর সেতু না থাকায় সমস্যায় পড়ুয়ারা। সেতু ৬-৭টি গ্রামের পড়ুয়াদের কিচোকটোলা হাইস্কুলে যাওয়া-আসায় দুর্ভোগে পড়তে হয়। গোয়ালপোখর-১ বিডিও জুলফিকার হুসেন সবলেন, “সেতুর দাবি নিয়ে কোনও আবেদন পাইনি। আমি আসার আগে কোনও আবেদন জমা পড়েছে কি না, দেখছি।” মহকুমাশাসক পার্থ ঘোষ দাবি করেছেন, “ওই নদীতে সেতুর তৈরির ব্যাপারে একটি পরিকল্পনা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।” পড়ুয়া সৈকত, আলম, আনসারি বলেন “চরম দুর্ভোগের মধ্যে আমাদের স্কুলে যাতায়াত করতে হয়। আদৌ সেতু হবে কি না বুঝতে পারছি না।”
|
প্রতিবন্ধী, বয়স্ক ভাতা মিলছে না |
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা না পেয়ে অসন্তোষ দেখা দিয়েছে হলদিবাড়ি এলাকার বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে। গত বছরের ডিসেম্বর থেকে ভাতা বকেয়া রয়েছে। ব্লকে ভাতা প্রাপকদের সংখ্যা ২৬০০। মাসে ৪০০ টাকা পাওয়ার কথা। পঞ্চায়েত সমিতি বিডিওকে সবই জানিয়েছে। সভাপতি প্রাণেশ্বর মিত্র বলেন, “ভাতা প্রাপকেরা বঞ্চিত হচ্ছেন।” জয়েন্ট বিডিও পঙ্কজ দাস বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” ব্লক দফতর সূত্রের খবর, ৮০ জন দুঃস্থকে প্রতি মাসে ৭৫০ টাকা করে দেওয়া হয়। তাদের জুন মাস অবধি টাকা দেওয়া হয়েছে।
|
যৌথ মঞ্চের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বিধানসভা নির্বাচনের পরে শিক্ষক সমাজের ওপর তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস শুরু হয়েছে বলে অভিযোগ করল বামপন্থী শিক্ষকদের যৌথ মঞ্চ। রবিবার জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে বামপন্থী শিক্ষকদের যৌথ মঞ্চের আহ্বানে সভা অনুষ্ঠিত হয়। সভার লিখিত প্রস্তাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, যে দল ভোটের আগে দলতন্ত্রের বদলে গণতন্ত্র আনার কথা বলেছিল তাঁরাই গণতন্ত্রকে বিসর্জন দিয়ে শিক্ষা-সহ সরকারের সব কাজে দলতন্ত্র কায়েম করতে উদ্যোগী। জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে বামপন্থী যৌথ মঞ্চের সভায় বক্তব্য রাখেন কান্তি বিশ্বাস। যৌথ মঞ্চের আহ্বায়ক এবিপিটিএর জেলা সম্পাদক বীরেশ সিকদার বলেন, “রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ। সবচেয়ে বেশি মার খেতে হচ্ছে শিক্ষক সমাজকেই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”
|
সেপ্টেম্বরে সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সেপ্টেম্বর মাসে ফরওয়ার্ড ব্লকের উত্তরবঙ্গ কনভেনশন জলপাইগুড়িতে হবে। রবিবার রাজ্য সম্পাদকমন্ডলীর তিন সদস্য জলপাইগুড়িতে এসে দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন। কনভেনশনের প্রস্তুতি-সহ দলের জেলা কমিটির সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সকালে জলপাইগুড়ি সার্কিট হাউসে আসেন দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য উদয়ন গুহ, হাফিজ আলম সাইরানি এবং অক্ষয় ঠাকুর। দলের জেলা সভাপতি অঞ্জন বন্দোপাধ্যায়, জেলা সম্পাদক গোবিন্দ রায় ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রবাল রাহা বৈঠকে উপস্থিত ছিলেন।
|
বাম প্রধানের ইস্তফা |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জের সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের সিপিএম প্রধান ভাগ্যধর রায় ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, “স্কুলে চাকরি পাওয়ার পর থেকে ঠিকমতো অফিসে হাজির থাকতে পারছি না। বাসিন্দারা আমাকে না পেয়ে হয়রান হচ্ছেন। অন্য কোনও কারণ নেই।”
|
বৃদ্ধের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বেলকোবা |
এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাজগঞ্জে বেলকোবার স্টেশন কলোনিতে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুবোধচন্দ্র মণ্ডল (৬৯)। এ দিন বাড়ি থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
|
গাড়ি-চোর গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জে শিকারপুরের পয়াভিটা থেকে গাড়ির চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ। রবিবার রাজগঞ্জে এসে মংলু মহম্মদ নামে ওই দুষ্কৃতীকে ধরে পুলিশের একটি দল। দিন কয়েক আগে বানারহাট এলাকা থেকে একটি বোলোরো গাড়ি চুরি হয়। তদন্তে নেমে পুলিশ এলাকার কয়েক জনকে ধরার পরে মংলুর নাম জানতে পারে।
|
বনবিভাগে সংগঠন |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বন বিভাগে কর্মী সংগঠন তৈরী করল তৃণমূল। রবিবার হাসিমারার কাছে কোদাল বস্তি কমিনিউনিটি হলে প্রায় ৮০-৯০ জন বনকর্মী তৃণমূলের কর্মী সংগঠন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনে যোগ দেন।
|
শিক্ষা-সেলে ১৫০ |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
দু’সপ্তাহে ১৫০ বামপন্থী শিক্ষক তৃণমূল শিক্ষা সেলে যোগ দিয়েছেন বলে দাবি করলেন নেতারা। তৃণমূলের ওই সংগঠনের ধূপগুড়ি ব্লক সম্পাদক সুবীর চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে বহু শিক্ষক সংগঠন ছেড়ে শিক্ষা সেলে আসছেন।
|
ইউনিট কমিটি গঠন |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
সাহুডাঙ্গি পি কে রায় হাইস্কুলে তৃণমূলের শিক্ষা সেলের ইউনিট কমিটি গঠন করা হল। কমিটি সূত্রের খবর, শুক্রবার বিকালে ১৮ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
|
সংবর্ধনা |
শনিবার বিধাননগরের ভীমবারের অলিভিয়া স্কুলের তরফে ফাঁসিদেওয়ার বিধায়ক রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকিকে সংবর্ধনা দেওয়া হল। |
|