আগামী বছর থেকে মহানায়ক উত্তমকুমারের নামে চলচ্চিত্রে পুরস্কার দেবে রাজ্য সরকার। উত্তমকুমারের মৃত্যুদিবসেই ওই পুরস্কার দেওয়া হবে বলে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আজ, সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অমলাশঙ্কর-সহ বাংলার নয় প্রবীণ শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্য সরকারের তরফে ‘বঙ্গ’ পুরস্কারে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী। ‘বঙ্গ’ পুরস্কার প্রদানের ২৪ ঘণ্টা আগে উত্তমকুমারে মৃত্যুদিবস উপলক্ষ্যে এ দিন উত্তম মঞ্চে এক অনুষ্ঠানে মমতা বলেন, “চলচ্চিত্র শিল্পে উত্তমকুমার কালজয়ী কাজ করে গিয়েছেন। আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রবণতা তিনি শিখিয়ে গিয়েছেন। তাঁর সৃষ্টির প্রতি সম্মান জানাতেই রাজ্য সরকার উত্তমকুমারের নামে আগামী বছর থেকে পুরস্কার দেবে।”
|
উত্তমকুমারকে বামফ্রন্ট সরকার তাঁর প্রাপ্য সম্মান দেয়নি বলে এ দিন ফের ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, “উত্তমকুমারের মৃত্যুর পরে রবীন্দ্রসদনে তাঁর মরদেহ রাখতে দেওয়া হয়নি। সে দিন রাজ্যের সরকার তাঁকে সম্মান দেয়নি। কিন্তু তা বলে তাঁকে পরবর্তী সময়ে সম্মান জানানো হবে না, তা হয় না।” উত্তমকুমারের অভিনয় ও তাঁর শিল্প-সৃষ্টিকে বর্তমান সরকার যথাযোগ্য মর্যাদা দেবে বলে জানান মমতা। উত্তম মঞ্চের আধুনিকীকরণের জন্য এই অনুষ্ঠানেই কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগামী বছরের মধ্যে উত্তম মঞ্চকে কলকাতার একটি শ্রেষ্ঠ প্রেক্ষাগৃহ হিসাবে তৈরি করতে হবে। এখানে শুধু নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, চলচ্চিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করতে হবে।” এই কাজে কলকাতার সব চেয়ে বড় স্থপতিকে কাজে লাগানোর জন্য মেয়রকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তার আগে মেয়র বলেন, “উত্তমকুমারের নামাঙ্কিত এই মঞ্চকে সংস্কৃতির পীঠস্থান হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
প্রসঙ্গত, কলকাতা পুরসভা উত্তম মঞ্চকে ইতিমধ্যেই অধিগ্রহণ করেছে। উত্তম মঞ্চ অধিগ্রহণের জনা মেয়রকে ধন্যবাদ জানান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি ‘শুভেচ্ছা ও কৃতজ্ঞতা’ জানিয়ে মাধবী দেবী বলেন, “এর আগে আমাদের অনুষ্ঠানে অনেক মন্ত্রী এসেছেন। কিন্তু কোনও দিন কোনও মুখ্যমন্ত্রী আসেননি। মমতা এসেছেন এবং এই প্রেক্ষাগৃহ অধিগ্রহণের ব্যাপারে তিনি যে উদ্যোগী হয়েছিলেন, সেই জন্যও মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।” অনুষ্ঠানে সুপ্রিয়া চৌধুরী, জুন মাল্য, রত্না ঘোষাল, দেবিকা মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত প্রমুখ ছিলেন। |