টুকরো খবর |
খালে মিলল নিখোঁজের দেহ |
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
নিখোঁজ থাকা এক বৃদ্ধের দেহ খালের জলে ভেসে উঠল। রাইপুর-খাতড়া রাস্তায় রাইপুর থানার সুরগিখালে শনিবার সকালে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাদল মাঝি (৬৫)। স্থানীয় সিঁয়াড়বেদ্যা গ্রামে তাঁর বাড়ি। দেহটি ময়না-তদন্ত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ওই খালের পাড়ে শৌচকর্ম করতে গিয়েছিলেন বাদলবাবু। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি কোনও ভাবে খালের জলে পড়ে দিয়ে ভেসে গিয়েছিলেন। রাইপুর-খাতড়া রাস্তায় খালের উপরে নিচু কালভার্টে তাঁর দেহ আটকে ছিল।
|
মানবাজারে সভা |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য শুক্রবার মানবাজারে কংগ্রেসের একটি কর্মিসভা হয়েছে। দলের জেলা সভাপতি তথা বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো জানান, নিজস্ব কর্মসূচি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য জেলার সমস্ত ব্লকে কমিটিগুলি পুননির্বাচিত করা শুরু হয়েছে। দলের মানবাজার ব্লকের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি চণ্ডী চক্রবর্তী বলেন, “নির্বাচন পর্যন্ত তৃণমূলের সঙ্গে জোট কর্মসূচি ছিল। তৃণমূলের ব্লকস্তরের একাংশ কর্মী ইতিমধ্যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আলাদা ভাবে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে।”
|
পথ-নাটক |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
সচেতনভাবে রক্ষীবিহীন রেলওয়ে লেভেল ক্রসিং পার করা নিয়ে একটি সচেতনামূলক পথ-নাটক হয়েছে বাঁকুড়ায়। শনিবার বিকেলে বাঁকড়া স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীরা ছাড়াও, স্থানীয় বাসিন্দারা পথ-নাটিকা দেখেন। দক্ষিণ-পূর্ব রেলের চিফ সেফটি অফিসার শুভাশিস গঙ্গোপাধ্যায়, আদ্রার ডিআরএম অমিত হালদার-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রেল সূত্রে জানানো হয়, সচেনতামূলক এই ধরনের অনুষ্ঠান আরও করা হবে।
|
এনসিসি শিবির |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
এনসিসি’র ১০ দিনের শিবির শুরু হয়েছে বাঁকুড়ার ওয়েস্ট পয়েন্ট স্কুলে। ন্যাশানাল কমবাইণ্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলার ৪৭টি স্কুল ও কলেজের প্রায় ৭০০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছেন। ৫৬ বেঙ্গল ব্যাটেলিয়নের এই শিবিরের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল আর এস রানা। শনিবার থেকে শুরু হওয়া এই শিবির চলবে ১ অগস্ট পর্যন্ত।
|
কনভেনশন |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া জেলার বামবিরোধী প্রাথমিক শিক্ষকদের নিয়ে শনিবার জেলা তৃণমূল শিক্ষাসেলের উদ্যোগে একটি কনভেনশন হয়েছে। শিক্ষকদের অবসরকালীন নানা সমস্যা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক গৌতম মুখোপাধ্যায়।
|
রাস্তা বেহাল, বিপাকে স্কুল পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
রাস্তা বেহাল। যে জন্য প্রতি বছর বর্ষায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় মানবাজারের পিড়রগড়িয়া গ্রামের পড়ুয়াদের। দোলাডাঙ্গা পাকা রাস্তা দিয়ে ধানাড়া আশ্রমস্কুলে যেতে হয় পিড়রগড়িয়া গ্রামের বাসিন্দাদের। ওই রাস্তা থেকে এক কিলোমিটার দূরে গ্রামটি। আর ওই গ্রাম থেকে স্কুলের দূরত্ব আরও এক কিলোমিটার। বর্ষায় গ্রামের রাস্তায় কাদা জমে যায়। হাঁটু পর্যন্ত কাদা জমে যাওয়ায় মোটরবাইক বা সাইকেল নিয়ে তো যাওয়াই যায় না। হেঁটেও যেতে সমস্যা হয়। ওই স্কুলের প্রায় ৭০০ জন পড়ুয়ার মধ্যে ৫০০ জন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। পঞ্চায়েত প্রধানের কাছে এ ব্যাপারে জানানো হলে কোনও ব্যবস্থা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ধানাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সিপিএমের রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “রাস্তা অবস্থার কথা জানি। কিন্তু ঢালাই বা পিচ রাস্তা করার মতো আর্থিক ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের নেই। পঞ্চায়েত সমিতির কাছে আবেদন জানানো হয়েছে।”
|
ধান লাগিয়ে প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাস্তা সংস্কারের দাবিতে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড লাগোয়া বেহাল রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ জানাল কংগ্রেস। রবিবার শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তায় ধান লাগানোর সময়ে দলের কর্মীদের সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর বিভাসরঞ্জন দাস এবং প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। বিভাসবাবু বলেন, “শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অথচ পুরসভার কোনও হেলদোল নেই। তাই এভাবে প্রতিবাদ জানালাম।” চেষ্টা করেও পুরপ্রধান তৃণমূলের তারকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের পুরুলিয়া শাখার উদ্যোগে জেলার জঙ্গলমহলের ৮টি ব্লকের শিল্পদ্যোগীদের নিয়ে শনিবার একটি কর্মশালা হয়েছে বাঘমুণ্ডিতে। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রম প্রকল্পে ঋণ নিয়ে প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীরা কী ভাবে স্বনির্ভর হতে পারবেন তা নিয়ে আলোচনা হয়। |
|