একটি অপহৃতা কিশোরী (পরে যে খুন হবে), পুলিশের গোয়েন্দা, ভূতপূর্ব ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, রানি দ্বিতীয় এলিজাবেথ.....এঁদের প্রত্যেকের টেলিফোনে আড়ি পেতে ‘খবর’ জোগাড় করার চেষ্টা করেছিল ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ (ছবিটা এই পত্রিকার অধিকর্তা রুপার্ট মার্ডক-এর)।
খবর জোগাড় করার জন্য পুলিশ প্রশাসনকে হাত করে টেলিফোনে আড়ি পাতা সরাসরি বেআইনি, একেবারে ভয়ানক অপরাধ। কিন্তু প্রশাসন নিজেই যখন টেলিফোনে আড়ি পাতে? এ দেশেই গত বছর একটি জনসংযোগ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ী ও সাংবাদিক সহ নানা ব্যক্তির টেলিফোন-আলাপের গোপন রেকর্ড করা বিবরণ প্রকাশ পাওয়ার পরে তুমুল তর্ক শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল সন্ত্রাসবাদীদের সম্পর্কে নির্দিষ্ট প্রয়োজন ছাড়া এবং প্রশাসনের শীর্ষ স্তরের বিশেষ অনুমোদন না থাকলে কোনও অবস্থায় কারও টেলিফোনে আড়ি পাতা কি ব্যক্তি-স্বাধীনতায় অন্যায় হস্তক্ষেপ নয়? ব্রিটেনের মতোই, ভারতেও কারণে অকারণে বিস্তর মানুষের টেলিফোনে আড়ি পাতা হয় এমন
অভিযোগ বহুশ্রুত।
তর্ক উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রেও। ৯/১১-র সন্ত্রাসী হানার পরে, ২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সন্ত্রাসের মোকাবিলায় প্রয়োজন মনে করলে কোনও পরোয়ানা ছাড়াই টেলিফোন বা ই-মেল জাতীয় সংযোগসূত্রগুলিতে গোয়েন্দারা আড়ি পাততে পারবেন। প্রেসিডেন্ট বুশের এই নির্দেশের বিরুদ্ধে তাঁর দেশেই গণতন্ত্রকামী বহু মানুষ তীব্র প্রতিবাদে মুখর হন। মূল প্রশ্ন ছিল একটাই সন্ত্রাস দমনের নামে নাগরিকদের ব্যক্তিগত জীবন যাপনের স্বাধীনতা হরণের নৈতিক অধিকার কোনও গণতান্ত্রিক রাষ্ট্রের থাকতে পারে কি? এই তর্ক আজও অমীমাংসিত। |
সালবা জুড়ুম-এর কাছ থেকে সব আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে এই আদিবাসী মিলিশিয়া ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে আদিবাসীদের মধ্য থেকেই মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে ছত্তীসগঢ়ের পুলিশ এই বাহিনী গড়ে তোলে। রাজ্য এবং কেন্দ্র, দুই সরকারেরই যৌথ তহবিল থেকে আদিবাসী যুবকদের প্রশিক্ষণ দিয়ে ‘এস পি ও’ বা স্পেশাল পুলিশ অফিসার রূপে নিয়োগ করা হয় মাসিক তিন হাজার টাকা বেতনে। কিন্তু সালবা জুড়ুম-এর বিরুদ্ধেও আদিবাসীদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, গৃহদাহ ও লুঠতরাজের অভিযোগ ওঠে। অতীতে কাশ্মীর ও অসমে আত্মসমর্পণকারী জঙ্গিদের দিয়ে যুদ্ধরত জঙ্গিদের শায়েস্তা করার নীতি সফল হয়নি। বরং তাদের বিরুদ্ধেও অত্যাচারী হয়ে ওঠার অভিযোগ ওঠে। সালবা জুড়ুমের ক্ষেত্রেও একই ঘটনা। এখন সুপ্রিম কোর্ট এই বাহিনী ভেঙে দিতে বলায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিপাকে। তিনি এই রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। অন্য দিকে মাওবাদীরা জানিয়েছে, এস পি ও-রা যদি নিজের সব অপরাধ কবুল করে স্থানীয় মানুষদের কাছে ক্ষমা চায়, তবে তাদের পুনর্বাসন দেওয়া হবে। সালবা জুড়ুমের তাই ঘোর দুর্দিন। |
৮ জুলাই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এর কেনেডি স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে শেষ বারের মতো যাত্রা করল নাসার মহাকাশযান ‘আটলান্টিস’।
|
৯ জুলাই পৃথিবীর মানচিত্রে জন্ম নিল নতুন রাষ্ট্র, দ্য রিপাবলিক অব সাউথ সুদান। রাষ্ট্রপুঞ্জের হিসেবে এটি বিশ্বের ১৯৩তম দেশ। রাজধানীর নাম জুমা।
|
গত মার্চে কেন্দ্রের দ্বারা পি জে টমাসের সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদে নিয়োগকে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এ বার সেই পদে নিযুক্ত হলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব প্রদীপ কুমার। অন্য দিকে, ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হলেন শশিকান্ত শর্মা।
|
ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজ ১-০য় জিতে নিল ভারত। এই সিরিজেই অফ স্পিনার হরভজন সিংহ টেস্ট ম্যাচে চারশো উইকেটের রেকর্ড অতিক্রম করলেন।
|
৯৩ বছর বয়সে পড়লেন নেলসন ম্যান্ডেলা।
• গত ১২ জুলাই কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী দিনেশ ত্রিবেদি নতুন রেলমন্ত্রী হলেন।
• গত ১৩ জুলাই ধারাবাহিক ভাবে তিনটি বিস্ফোরণ হল মুম্বইয়ের জাভেরি বাজার, অপেরা হাউস এবং দাদর এলাকায়। |