|
|
|
|
|
|
|
ট্র্যাভেলার্স চেক সঙ্গে রাখতে হবে |
পড়াশোনা করতে যারা ব্রিটেন যাচ্ছে, দেশের বাইরে পা রাখার আগে কতগুলি বিষয় খেয়াল রাখলে তাদের শেষ মুহূর্তের হয়রানি অনেক কমবে। ব্রিটিশ কাউন্সিলে এ বিষয়েই সম্প্রতি একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হল।
স্টুডেন্ট ভিসা পাওয়ার পদ্ধতি এখন পয়েন্ট-ভিত্তিক। তোমার দরকার ৪০ পয়েন্ট। আবেদনপত্র ও সহায়ক তথ্য-প্রমাণ পর পর সাজিয়ে জমা দাও। এতটুকু ভুল হলে পুরো নম্বরটাই কাটা যাবে। কারণ এখানে হয় পুরো ৩০ পয়েন্ট পাওয়া যায়, নয়তো একেবারে শূন্য। বাকি ১০ পয়েন্ট থাকে ফান্ডের ওপর। অর্থাৎ কলেজের টিউশন ফি ও থাকার খরচ মেটানোর সামর্থ্য তোমার আছে কিনা। এর জন্য দরকার তোমার নিজের অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট-এর ব্যাঙ্ক স্টেটমেন্ট বা স্পনসর-এর অনুমতিপত্র।
এখন এয়ারপোর্টগুলোয় নিরাপত্তার খুব কড়াকড়ি। তাই কোনও ছুরি-কাঁচি হ্যান্ডব্যাগে রেখো না। পাসপোর্ট ও অন্যান্য দরকারি কাগজপত্রের আসল কপিগুলো হ্যান্ডব্যাগে রাখো। লাগেজে রেখো কয়েকটা ফোটো কপি। খুব দামী কিছু সঙ্গে থাকলে অবশ্যই তার রশিদ কাছে রেখো। ওষুধ থাকলে তার প্রেসক্রিপশন থাকাটাও জরুরি। অযথা মোটা জামায় ব্যাগ ভারী কোরো না, বরং ওখানকার ডিপার্টমেন্টাল শপ থেকে কম খরচে কিনে নিও। দু’শো পাউন্ডের বেশি সঙ্গে রেখো না। ট্র্যাভেলার্স চেক রাখাই ভাল।
|
|
যাওয়ার আগে যদি ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করে নিতে পারো, ঝক্কি কম হবে। ভর্তি বিষয়ে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ করো, থাকার ব্যবস্থার তথ্য পাঠিয়ে দিতে। না হলে, প্রথম দুই সপ্তাহ কোনও বাজেট হোটেল, ইয়ুথ হোস্টেল বা পরিচিত কারও বাড়িতে থাকার ব্যবস্থা করে নিতে পারো। এর পর প্রতিটি কলেজ অ্যাকোমোডেশন লিস্ট বার করবে। তখন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থাকার জায়গাটা ঠিক করে নাও। চেষ্টা করো, ক্যাম্পাসের কাছাকাছি থাকার। তবে মনে রেখো, লন্ডন বা তার সংলগ্ন এলাকায় থাকার খরচ বেশি।
ওখানে পৌঁছেই ট্রেন বা বাসের মান্থলি স্টুডেন্ট পাস জোগাড় করে ফেলো। এতে টিকিটে প্রায় ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। কলেজের পরিচয়পত্র দেখালে মিউজিয়ম, এমন কী সিনেমার টিকিটেও ছাড় পাওয়া যাবে।
যদি তোমার কোর্স ৬ মাসের বেশি হয়, তা হলে ও দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস-এ নাম নথিভুক্ত করিয়ে ফেলাটা আবশ্যক। নিরাপত্তা জনিত সমস্যায় পড়লে আগে ক্যাম্পাস সিকিউরিটির দ্বারস্থ হও, প্রয়োজন পড়লে তবেই পুলিশের কাছে যাবে। ব্রিটিশ কাউন্সিলের এডুকেশনস বিভাগের ম্যানেজার ইন্দ্রনীল ঘোষ পরামর্শ দিলেন, আপৎকালীন অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন করতে। তা হলেই সাহায্য নিমেষে পৌঁছে যাবে তোমার কাছে। বিশদে জানতে এই ওয়েবসাইটটি দেখতে পারো: kolkata.educationuk@in.britishcouncil.org। ফোন নম্বর: ২২৮২-৫৩৭০। |
|
|
|
|
|