বেহাল রাস্তায় উল্টে গেল লরি, অবরোধ
ভাঙাচোরা রাস্তা দ্রুত মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করলেন বহরমপুর শহরের মধুপুর বাজারের ব্যবসায়ীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাবুলবোনা রোড (৩৪ নম্বর জাতীয় সড়কের দু’টি প্রান্ত যুক্ত রয়েছে ওই সড়কপথ দিয়ে) অবরোধ করার ফলে কলকাতাগামী ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার যানবাহন-সহ সব ধরনের গাড়ি আটকে থাকে দীর্ঘক্ষণ। ওই অবরোধ কোনও পূর্ব পরিকল্পনা মফিক নয়। এ দিন সকালে আলু বোঝাই একটি লরির গোল্লা ভেঙে ওই রাস্তার উপর মধুপুর বাজারের সামনে লরিটি বিকল হয়ে পড়ে। ক্রেন দিয়ে সরাতে গেলে ওই লরিটি ওই রাস্তার উপর উল্টে যায়। তারপরই স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করেন। অবশেষে পুলিশ ও পুরসভার পক্ষ থেকে সপ্তাহ দুয়েকের মধ্যে রাস্তার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
রাস্তা ‘বন্ধ’। কোনও মতে পথ চলা। নিজস্ব চিত্র।
বহরমপুর শহর লাগোয়া পঞ্চননতলা রেলগেট থেকে বহরমপুর বাস টার্মিনাস পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার গোটাটাই ২-৩ ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। গোদের উপর বিষফোঁড়ার মতো আরও দু’টি বিষয় নরক যন্ত্রণা বহু গুন বাড়িয়ে দিয়েছে।
প্রথমত, ‘ওয়ান ওয়ে’ করার জন্য মাস দুয়েক ধরে ওই অপরিসর সড়কপথটির মাঝ বরাবর ‘ডিভাইডার’ দেওয়ার কাজ চলছে।
দ্বিতীয়ত, ওই রাস্তার গর্ত বোজানোর জন্য সপ্তাহ দুয়েক ধরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে আধলা ও ঝামা ইট। ফলে মরণ ফাঁদে ভরা ওই রাস্তা আরও সরু হয়ে গিয়েছে। তার উপরে এ দিন সকালে গোল্লা ভেঙে যাওয়া আলু বোঝাই লরি ক্রেন দিয়ে সরাতে গিয়ে উল্টে যায় ওই রাস্তাতেই। ফলে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা রাস্তা অবরোধ করেন।
বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্য অবশ্য বেহাল রাস্তার কারণে ওই লরির গোল্লা ভেঙে রাস্তায় আটকে পড়ার কথা মানতে নারাজ। তিনি বলেন, “নিয়ম অনুসারে ৯ টন মাল বহন করার কথা। সে ক্ষেত্রে ওই লরিতে রয়েছে ২৪ টন আলু। ফলে লরির গোল্লা তো ভাঙবেই।” অবরোধের বিষয়ে নীলরতন আঢ্যের বক্তেব্য, “ওই রাস্তা যানজট মুক্ত করতে ডিভাইডার দেওয়ার কাজ চলছে। সেই সঙ্গে ওই রাস্তার সৌন্দর্যায়নেরও কাজ চলছে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে কাজ থমকে যাচ্ছে। ওই বিষয়টিকে সামনে এনে অবরোধ করা হয়েছে অন্য কারণে।” এই বিষয়ে পুরপ্রধান বলেন, “মধুপুর ও বাবুলবোনার ওই রাস্তার দু’পাশে জবরদখল করে দোকানঘর করা হয়েছে। ওই জবরদখল মুক্ত করে রাস্তা চওড়া করার পরিকল্পনা রয়েছে। তা ভেস্তে দিতেই ওই অবরোধ করা হয়েছে।”
First Page Murshidabad Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.