টুকরো খবর
|
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার বিনপুরের গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • বিনপুর |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বিনপুরে। শনিবার রাতে কুই গ্রামে বল্লভ কর (২৪) নামে এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ির অদূরে একটি বট গাছের ডালে বল্লভের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। পরিজনেরাই দেহ উদ্ধার করে বিনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই বল্লভের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর জন্য স্থানীয় তৃণমূল নেতা জলধর পাণ্ডাকে দায়ী করে বিনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বল্লভের বাবা অশোক কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রথমে জলধর পাণ্ডার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন অশোকবাবু। রবিবার অবশ্য অশোকবাবু সরাসরি জলধরবাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। বল্লভের পরিজনদের অভিযোগ, শাসক দলের নেতা হওয়ার কারণে জলধর পাণ্ডাকে গ্রেফতার করা হয়নি। পুলিশের বক্তব্য, যেহেতু হাসপাতাল থেকে পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নেয়, ফলে প্রাথমিক ভাবে এটি খুন, নাকি আত্ম্যহত্যা তা বোঝার উপায় ছিল না। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ করা হবে। কুই গ্রামের জলধর পাণ্ডা আগে ঝাড়খণ্ড পার্টি করতেন। এখন তিনি তৃণমূলের স্থানীয় নেতা। জলধরবাবুর বাড়িতে গত চার বছর যাবৎ ফাই-ফরমাশ খাটতেন বল্লভ। বল্লভের বাবা অশোক করের অভিযোগ, “শনিবার রাতে কোনও কারণে বল্লভের উপর রেগে যান জলধরবাবু। রাত ৯টা নাগাদ বল্লভকে বাড়িতে পৌঁছে দিয়ে যান তিনি। এরপর পথ চলতি লোকজন পুকুর পাড়ে বটগাছে বল্লভের ঝুলন্ত দেহ দেখতে পান।” অভিযোগ অস্বীকার করে জলধরবাবুর পাল্টা দাবি, “বল্লভের মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যেই আত্মহত্যার চেষ্টা করত। এই জন্যই বকাঝকা করে শনিবার রাতে জলধরকে বাড়িতে দিয়ে আসি।” জলধরবাবুর পাল্টা অভিযোগ, “বল্লভের বাড়ির লোকজনকে দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে সিপিএম।” যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
সভাপতির পদত্যাগকে ঘিরে চাপানউতোর |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি বরের পদত্যাগপত্রকে ঘিরে কাজিয়া শুরু হয়েছে সিপিএম-তৃণমূলে। গত শুক্রবার দীপ্তিদেবী কাঁথি মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠান। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কাঁথির প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধানের অভিযোগ, “তৃণমূলের লোকেরা দীপ্তিদেবীকে ভয় দেখিয়ে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য করেছে।” তাঁর আরও অভিযোগ, “তৃণমূল কর্মীরা নানা ভাবে দলীয় কর্মী-সমথর্কদের উপরে অত্যাচার চালাচ্ছে। শনিবার অস্ত্র মজুত আছে অভিযোগে ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া জোনাল কমিটির সম্পাদক বিষ্ণুহরি মান্নার বাড়িতে তালা দেয় তৃণমূলের লোকেরা.পরে পুলিশ এসে তল্লাশি চালিয়েও কিছু পায়নি।” দু’টি অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ভগবানপুর ২ ব্লক সভাপতি প্রদীপ কয়াল বলেন, “ দীর্ঘ দিন ধরেই পঞ্চায়েত সমিতিতে আসছেন না দীপ্তিদেবী-সহ বাকি সদস্যরা। ফলে উন্নয়নমূলক কাজকর্ম শিকেয় উঠেছে। তা ছাড়া, আগে পঞ্চায়েত সমিতির ৯টি পঞ্চায়েতের মধ্যে ৫টি সিপিএম ও ৪টি তৃণমূলের দখলে ছিল। কিন্তু পরে ৫টির মধ্যে ৩টি পঞ্চায়েত হাতছাড়া হয়ে গিয়েছে সিপিএমের। নৈতিক কারণেই তাই পদত্যাগ করেছেন দীপ্তিদেবী।” বিষ্ণুহরিবাবুর বাড়িতেও সিপিএমের লোকজনই তালা লাগিয়েছিল বলে প্রদীপবাবু দাবি।
|
দোকানে তালা, মারধরের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের কার্খদা পঞ্চায়েতের ডুমরা গ্রামে। স্থানীয় বাসিন্দা শঙ্কর ঘড়ার সঙ্গে পারিবারিক সম্পত্তির দখল নিয়ে অনেক দিন ধরেই গণ্ডগোল চলছে বাকি তিন ভাইয়ের। মাস চারেক আগে তিন ভাই গিয়ে শঙ্করবাবুর সাইকেলের দোকানে তালা ঝুলিয়ে দিলে গণ্ডগোল আরও বাড়ে। তিন ভাই ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শঙ্করবাবুর স্ত্রী। সেই ঝামেলা মেটাতে শনিবার গ্রামে সালিশি সভা বসেছিল। কিন্তু শঙ্করবাবু সেই সভায় যাননি। এ দিকে, ভাইদের অনুপস্থিতির সুযোগে শনিবার বন্ধ সাইকেলের দোকান খোলেন শঙ্করবাবু। সেই খবর পেয়ে এ দিন গ্রামবাসী ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অর্ধেন্দু মাইতিকে সঙ্গে নিয়ে তিন ভাই দোকানে যান। সেখানে উভয়পক্ষের মধ্যে বচসা হয়। এরপরে জোর করে তিন ভাই মিলে শঙ্করবাবুর দোকানে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। তিন ভাই, পঞ্চায়েত সদস্য-সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন শঙ্করবাবু। অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অর্ধেন্দুবাবু বলেন, “মিথ্যা অভিযোগ। পারিবারিক বিবাদে অহেতুক রং চড়ানো হচ্ছে।”
|
তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে সরব কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘সন্ত্রাস বিরোধী’ সভা করল কংগ্রেস। রবিবার বিকেলে নারায়ণগড় বাজারের এই সভায় সন্ত্রাস সৃষ্টির জন্য জোটসঙ্গী তৃণমূলের দিকেই আঙুল তুললেন কংগ্রেস নেতৃত্ব। কয়েকদিন ধরেই নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকায় সংঘর্ষে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তুলে জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবের বক্তব্য, “উভয়কেই জোট-ধর্ম পালনে অগ্রণী ভূমিকা নিতে হবে। কিন্তু তা হচ্ছে না। শুধু নারায়ণগড় কেন, জেলার বিভিন্ন প্রান্তেই কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন। দুর্ভাগ্য হলেও সত্যি, এর পিছনে রয়েছে আমাদেরই জোট সঙ্গী তৃণমূল।” ক’দিন আগেই এ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়কে চিঠি দিয়েছিলেন স্বপনবাবু। সন্ত্রাস বন্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন। সভার আগে এলাকায় মিছিল করে কংগ্রেস। হাজির ছিলেন দলের জেলা নেতৃত্ব।
|
চিল্কিগড়ে মন্দিরে চুরির ঘটনায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জামবনির চিল্কিগড়ে কনকদুর্গার বিগ্রহ চুরির ঘটনায় জড়িত সন্দেহে শঙ্কু সিংহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহিতে। পুলিশ জানিয়েছে রবিবার ভোরে বাড়ি থেকেই শঙ্কুকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য শঙ্কুকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, তদন্তে জানা যায়, চুরির ঘটনার কয়েক দিন আগে শঙ্কু-সহ কয়েক জন যুবককে চিল্কিগড় মন্দির চত্বরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। স্থানীয় দোকানিদের সঙ্গে কথা প্রসঙ্গে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছিল শঙ্কু-বাহিনী।
|
অত্যাচারের নালিশ, ধৃত ছেলে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বৃদ্ধা বাবা-মা’র উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চালানোর অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত উদয় বেজকে শনিবার রাতে এগরা থানা এলাকার আড়িয়াপোতা গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। ধৃতের বাবা অশীতিপর বঙ্কিম বেজের অভিযোগ, তিন ছেলের মধ্যে দু’জন কর্মসূত্রে বাইরে থাকায় মেজ ছেলে উদয়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন তিনি। কিন্তু ছেলে ও বৌমার নির্যাতনে তিতবিরক্ত হয়ে গত কয়েক বছর ধরে স্ত্রীকে নিয়ে পৃথক ভাবেই ছিলেন। তাতেও অত্যাচারের মাত্রা কমেনি। ছেলের বিরুদ্ধে মারধর করে টাকা কেড়ে নেওয়া, এমনকী চাষের ফসলের ভাগ না দেওয়ারও অভিযোগ জানিয়েছেন বঙ্কিমবাবু। ১৪ জুলাই ছেলেও বৌমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বাধ্য হন তিনি।
|
বধূ নির্যাতনের অভিযোগে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রমেশ মণ্ডলের বাড়ি পটাশপুর থানা এলাকার চন্দনপুর গ্রামে। বছর সাতেকের বিবাহিত জীবনে রমেশের অত্যাচার ক্রমেই বেড়ে চলছে বলে স্ত্রী কৃষ্ণাদেবীর অভিযোগ। দম্পতির দুই সন্তান রয়েছে। রমেশ নিয়মিত সন্তানদেরও মারধর করে বলে কৃষ্ণাদেবীর অভিযোগ। শনিবার রাতে রমেশকে গ্রেফতার করে রবিবার কাঁথি এসিজেএম আদালতে তোলে পুলিশ। বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন।
|
শ্রাবণী মেলা |
|
ছবি তুলেছেন দেবরাজ ঘোষ। |
ঝাড়গ্রামের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শুরু হল ‘শ্রাবণী মেলা’। রবিবার সন্ধ্যায় নবম বর্ষের এই মেলার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। মেলা কমিটির যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম ত্রিপাঠী জানান, পনেরো দিনের এই মেলা চলবে ৭ অগস্ট পর্যন্ত। নানা ধরনের জিনিসপত্রের স্টল ও মনোরঞ্জনের উপকরণ রয়েছে মেলায়। রয়েছে জিভে জল আনা খাবারের স্টল। প্রতি দিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা ঘিরে কড়া নিরপত্তার আয়োজন করেছে প্রশাসন।
|
স্কুলে জয় তৃণমূলের |
রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি পঞ্চায়েতের পূর্ব শুকুতিয়া গার্লস হাইস্কুল ও পুরসভা এলাকার সুরা মহামায়া বালিকা বিদ্যালয় এবং চণ্ডীপুরের কুলবাড়ি এলাকার আবাসবাড়ি গার্লস হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। তিনটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। দীর্ঘ দিন ধরে এই তিনটি স্কুলের পরিচালন সমিতি বামেদের দখলে ছিল। |
|