টুকরো খবর
|
বালি তোলা বন্ধের দাবিতে ফের অবরোধ মেদিনীপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নিজস্ব চিত্র। |
কাঁসাইয়ের নদীখাত থেকে অবৈধ ভাবে বালি তোলা বন্ধের দাবিতে ফের পথ অবরোধ করা হল। প্রথমে তৃণমূল সমর্থকরা অবরোধ করেন, পরে কংগ্রেস সমর্থকরা। রবিবার সকালে মেদিনীপুর শহরের পাথরঘাটায় চলে দু’দলের অবরোধ।
বালি তোলা নিয়ে ক’দিন ধরেই চাপানউতোর চলছে। কারও দাবি, বৈধ ভাবে বালি তোলা হোক। তবে বড় লরিতে তা নিয়ে যাওয়া যাবে না। পিক-আপ ভ্যান বা ছোট লরি ব্যবহার করতে হবে। আবার কারও মত, যদি ছোট লরিতেই বালি বহন করা যায়, তা হলে বড় লরিতে আপত্তি কোথায়? দরকার অবৈধ ভাবে যাতে বালি তোলা না হয়, সে দিকে নজর রাখা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃণাল চৌধুরী বলেন, “নদী থেকে অবৈধ ভাবে বালি তোলা যাবে না। যন্ত্রের মাধ্যমে বালি তোলায় বড় গর্ত হচ্ছে। লরি সংক্রান্ত সমস্যা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই সমাধান করা হবে।” অন্য দিকে, স্থানীয় কংগ্রেস নেতা কৌস্তভ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমরা অবৈধ ভাবে বালি তোলার বিরুদ্ধে। এলাকাবাসী সমস্যার সুষ্ঠু সমাধান চাইছেন।” কাঁসাই থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘ দিনের। যথেচ্ছ বালি তোলায় অ্যানিকেত ভাঙে বলে অভিযোগ। যন্ত্র দিয়ে বালি তোলার ফলে নদীর বুকে বড় বড় গর্তও তৈরি হয়েছে। সেই গর্তে পড়ে মাঝেমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটে।
|
বিএসএনএল পরিষেবায় বিঘ্ন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রবিবার দুপুর থেকেই মেদিনীপুর শহরে বিঘ্নিত হল বিএসএনএল পরিষেবা। মোবাইল ও ল্যান্ডলাইনের ফোনগুলি বিকল হয়ে যায়। জেরবার হন আমজনতা। বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, মাটির নীচ দিয়ে তার নিয়ে যাওয়ার জন্য দু’টি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার লোকজন যন্ত্র দিয়ে গর্ত খুঁড়ছিল। তখনই বিএসএনএলের ফাইবার অপটিক্যাল নষ্ট হয়ে গিয়েছে। বিএসএনএলের খড়্গপুর ডিভিসনের ডিজিএম প্রদীপকুমার সামন্ত বলেন, “ঠিক কোন জায়গায় ফাইবার অপটিক্যাল নষ্ট হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এতে কিছুটা সময় লাগায় মানুষকে সমস্যা পড়তে হচ্ছে।” তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
|
দাবি ক্রীড়া সংস্থার সদস্যদের ইস্তফার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার সব সদস্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করল জেলা স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশন। এই দাবিতে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে একগুচ্ছ পোস্টার লাগানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভও দেখান। তাঁদের অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থা অবৈধ ভাবে চলছে। দীর্ঘ দিন কোনও সাধারণ সভা হয়নি। ক্রীড়ার মানোন্নয়নে অর্থ এসেছে। কিন্তু সেই অর্থ তছরুপ করা হয়েছে। আন্দোলনের এই কর্মসূচি ঘিরে ক্রীড়া- মহলে সাড়া পড়েছে। শনিবার সকালে স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা হঠাৎই মেদিনীপুর শহরে অরবিন্দ স্টেডিয়ামের সামনে হাজির হন। এখানেই রয়েছে জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার কার্যালয়। দুই সংস্থার সদস্যদের পদত্যাগের দাবিতে স্টেডিয়ামের প্রধান ফটকের দু’দিকে পোস্টার লাগানো হয়। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বসু বলেন, “দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা হয়নি। সদস্যরা জোর করেই পদে রয়েছে। ওঁদের উচিত অবিলম্বে পদ থেকে সরে দাঁড়ানো।” এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন পদাধিকারীরা। মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুধাময় সরকারের বক্তব্য, “বৈধ ভাবেই সংস্থা চলছে। সাধারণ সভাও হয়েছে। অভিযোগ ভিত্তিহীন।” আর ক’দিন পরই মহকুমা ফুটবল লিগ শুরু হবে। তবে এই টানাপোড়েন লিগে প্রভাব ফেলবে না বলে দু’পক্ষই জানিয়েছে।
|
রাস্তার কাজ দেখতে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এ বার রাস্তা তৈরির কাজ খতিয়ে দেখলেন মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের (এমকেডিএ) আধিকারিকেরা। পর্ষদের অর্থ সাহায্যে মেদিনীপুরের দেশবন্ধুনগরে রাস্তার তৈরির কাজ চলছে। অভিযোগ ছিল, কাজ ঠিক মতো হচ্ছে না। অযথা গড়িমসি হচ্ছে। অভিযোগ পেয়েই আধিকারিকেরা এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। সেই মতো শনিবার দুপুরে দেশবন্ধুনগরে আসেন এমকেডিএ’র চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। সঙ্গে ছিলেন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রামকৃষ্ণ মাইতি সহ পর্ষদের অন্য আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। শোনেন অভাব-অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস দেন। পর্ষদের চেয়ারম্যান বলেন, “যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে বলা হয়েছে।”
|
প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জন্ম সার্ধশতবার্ষিকী কমিটির উদ্যোগে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছিল রবিবার। পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মহকুমাতেই এই প্রতিযোগিতার আয়োজন ছিল। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে মেদিনীপুর মহকুমার প্রতিযোগিতাটি হয়। প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক ক্যুইজ-সহ নানা ধরনের প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্রছাত্রী যোগ দেয়। সফল প্রতিযোগীদের হাতে এ দিনই পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির জেলা সম্পাদক কুমারেশ দে জানান, কয়েক দিনের মধ্যেই জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|
কৃতী-সংবর্ধনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অ্যাথলিট মিট্সে সফল ইতি বর্মন ও বিমল মাহাতোকে সংবর্ধনা দিল মেদিনীপুরের তরুণ সঙ্ঘ ব্যায়ামাগার। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের যুগ্ম সম্পাদক নন্দলাল ভকত, জ্যোতি দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতি ও বিমল তরুণ সঙ্ঘেরই সদস্য। সম্প্রতি ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলিট মিট্সে দু’জনেই সাফল্য অর্জন করেছেন। তাঁদের সম্মান জানাতেই এ দিনের অনুষ্ঠান। নন্দলালবাবু বলেন, “কৃতীদের আরও উৎসাহিত করতেই
আমাদের এই উদ্যোগ।”
|
সংবর্ধিত নেতা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রবিবার কেশপুর ব্লক তৃণমূল সভাপতি চিত্ত গড়াইকে সংবর্ধনা দিল দল। বিধানসভা ভোটের আগে সিপিএমের হাতে চিত্তবাবু আক্রান্ত হন বলে অভিযোগ। প্রথমে মেদিনীপুর মেডিক্যালে ও পরে কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। নির্বাচনের সময়ও এলাকায় ছিলেন না। সুস্থ হয়ে হয়ে ফিরেছে সম্প্রতি। এ দিন কেশপুর বাসস্ট্যান্ডের তাঁর সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, কেশপুর বিধানসভায় জয়ী হয়েছে সিপিএম।
|
সম্মেলন |
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মেদিনীপুর শহর সম্মেলন হল রবিবার। ফেডারেশন হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক অনুকূল ভদ্র, জগবন্ধু অধিকারী, শ্যামল দাস। সমিতির অভিযোগ, বিদ্যুৎ কোম্পানিগুলি নিত্যনতুন কৌশলে মুনাফা বৃদ্ধির ‘চক্রান্ত’ করছে। তাই গ্রাহক স্বার্থ বিরোধী কোনও পদক্ষেপ হলেই আন্দোলন আরও জোরদার হবে।
|
কোথায় কী
|
সোমবার |
স্কুলের অনুষ্ঠান: অল সেন্ট
চার্চ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান: খড়্গপুর আরপিএফ ট্রেনিং স্কুল। সময়: সন্ধ্যা ৬টা। |
শুক্রবার |
বিদ্যাসাগর স্মরণ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে স্মরণানুষ্ঠান। হবে বনমহোৎসবও। আয়োজক কস্তুরবা ট্রাস্ট শিশু বিদ্যাপীঠ। খড়্গপুরের বলরামপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান সকাল ৮টায়। |
|