সেসাকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান সেল অ্যাকাডেমি
গোয়া-বাংলার লড়াইয়ে জয়ী হল বাংলা। রবিবার বিকেলে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত সুপার সকার ক্লাবের ফাইনালে বাংলার মোহনবাগান সেল অ্যাকাডেমি ১-০ গোলে হারাল গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমিকে।
১৯ জুলাই থেকে দেশের বিভিন্ন প্রান্তের ৮টি নামী অ্যাকাডেমিকে নিয়ে এই চুর্নামেন্টের আসর বসে। প্রথম দিকের খেলাগুলি বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়। ফাইনালের দিন অবশ্য আবহাওয়া ভাল থাকায় মাঠ ভরান দর্শকেরা। বিকেল পৌনে ৪টে নাগাদ খেলা শুরু হয়। খেলার পাঁচ মিনিটে একটি ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মোহনবাগান সেল অ্যাকাডেমির প্রিয়াকুল সিংহ। পিছিয়ে পড়ে খেলা থেকে আরও হারিয়ে যেতে থাকে সেসা। এই সময়ে মোহনবাগান সেল অ্যাকাডেমির খেলা দর্শকদের আনন্দ দেয়। ডান দিক থেকে সৌভিক দাসের তবে আর কোনও গোল হয়নি। তবে দর্শকদের প্রশংসা আদায় করে নেয় ডান প্রান্ত থেকে সৌভিক দাসের খেলা।
অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে চলছে ফাইনাল। ছবি: কেদারনাথ ভট্টাচার্য।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোয়ার দলটি কিছুটা ভাল খেলার চেষ্টা করে। তবে তারা মোহনবাগান সেল অ্যাকাডেমির রক্ষণ ভাঙতে পারেনি। পরে বাংলার দলটিও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে খারাপ আচরণের জন্য সেসার কোচকে গ্যালারিতে পাঠান রেফারি। দর্শকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। মাঠে জলের বোতলও পড়ে। তবে উদ্যোক্তাদের তৎপরতায় ঝামেলা বেশি দূর গড়ায়নি। খেলার সেরা হন জয়ী দলের সন্দীপ দে। টুর্নামেন্টের সেরা সেসা গোয়ার সোমেন বর্জেস।
এ দিন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ অবনী রায়, ‘দ্রোণাচার্য’ কোচ তথা প্রাক্তন ফুটবলার নইমুদ্দিন, কালনা ও পূর্বস্থলী দক্ষিণের দুই বিধায়ক যথাক্রমে বিশ্বজিৎ কুণ্ডু ও স্বপন দেবনাথ প্রমুখ। ক্রীড়ামন্ত্রী এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন। তাঁর আশ্বাস, “পরের বছর এই টুর্নামেন্ট আরও ভাল ভাবে আয়োজন করলে ক্রীড়া দফতর পাশে থাকবে।” পাশাপাশি, নিজের তহবিল থেকে উদ্যোক্তাদের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন।
এ দিন উত্তেজনা সামলে সুষ্ঠুভাবে খেলা শেষ করার জন্য মাঠে উপস্থিত দর্শকদেরও সাধুবাদ জানান মন্ত্রী।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.