টুকরো খবর |
|
ফাঁস করলেন অ্যান্ডারসন |
ক্রিকেটার ধরতে বুকিদের নতুন অস্ত্র ফেসবুক
সংবাদসংস্থা • লন্ডন |
ক্রিকেটারদের সঙ্গে বুকিদের যোগাযোগের নতুন রাস্তার খোঁজ মিলল। সেটা ফেসবুক। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের অভিযোগ, বুকিরা এখন ফেসবুক মারফত ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে। আইসিসিও এই ব্যাপারটার দিকে কড়া নজর রাখছে। অ্যান্ডারসন বলেছেন, “ইন্টারনেটে অনেকেই প্লেয়ারদের বন্ধু হতে চায়। যোগাযোগ করে। তার পরই যোগাযোগটা ঘনিষ্ঠতার পর্যায়ে যায় এবং সংশ্লিষ্ট প্লেয়াররা ফাঁদে পড়ে যায়।” অ্যান্ডারসন অবশ্য জানিয়েছেন, তাঁকে কোনও বুকি কোনও দিন ফেসবুক বা অন্য কোনও সোশাল সাইট মারফত কোনও প্রস্তাব দেয়নি। “আমার এ রকম কোনও অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমাদের বলা হয়েছে বেশ কয়েক জন প্লেয়ারকে এই ভাবে প্রস্তাব দিয়েছে বুকিরা,” বলেছেন ইংল্যান্ড পেসার।
|
মেসি ম্যাচের টিকিট মহমেডান মাঠে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যুবভারতীতে ২ সেপ্টেম্বরের মেসি ম্যাচের টিকিট নগদ টাকা দিয়ে মহমেডান মাঠ থেকে কেনা যাবে। ১ অগস্ট থেকে। এ খবর জানান ম্যাচের উদ্যোক্তা সিএমজি-র কর্তা ভাস্বর গোস্বামী। তার আগে ২৮ জুলাই থেকে অন লাইন বুকিং শুরু হচ্ছে। প্রথমে ঠিক ছিল সর্বনিম্ন টিকিটের দাম হবে এক হাজার টাকা। সর্বোচ্চ পাঁচ হাজার। কিন্তু রাজ্য ক্রীড়া দফতরের অনুরোধে সাড়ে চার হাজারের মতো টিকিট সাতশো টাকায় বিক্রি করার ভাবনা চিন্তা চলছে। আইএফএ নথিভুক্ত প্রতি ক্লাবের ১৫ ফুটবলার টিকিট পাবেন সামান্য দামে। ২৫০, ৩৫০ ও ৪৫০ টাকায়। এ দিকে, ২৯ জুলাই মোহনবাগান দিবসে সবুজ-মেরুনের জীবিত ৩৯ জন প্রাক্তন অধিনায়ককে সংবর্ধনা দেবে ক্লাব। সে দিন নেতাজি ইন্ডোরে মোহন-অনুষ্ঠানে সম্মানিত করা হবে শৈলেন মান্না থেকে ভাইচুং ভুটিয়াকে।
|
সুটিলের আট পয়েন্ট
নিজস্ব প্রতিবেদন |
নিজের দেশের রেসে শুরু থেকে ভাল চালিয়ে ফোর্স ইন্ডিয়াকে আট পয়েন্ট এনে দিলেন আদ্রিয়ান সুটিল। ভারতীয় দলের জার্মান চালক গতকাল আট নম্বরে কোয়ালিফাই করে পয়েন্টের আশা জাগিয়েছিলেন। আজ শুরুতেই ম্যাকলারেনের জেনসন বাটনকে পিছনে ফেলে উঠে আসেন সাতে। তার পর নিখুঁত ড্রাইভিং ও নিটোল রেস স্ট্র্যাটেজির দৌলতে শেষ করলেন ছয়ে। অন্য দিকে, এই মরসুমে নিজের প্রথম রেস কুড়ি নম্বরে শেষ করলেন করুণ চন্দোক।
|
কোপায় পেরু তিনে
সংবাদসংস্থা • বুয়েনস আইরেস |
পাওলো গেরেরো হ্যাটট্রিকে পেরু ৪-১ হারাল ভেনেজুয়েলাকে। পেরু তৃতীয় হল। পাঁচ গোল করে গেরেরো এখন সর্বোচ্চ গোলদাতা। সুয়ারেজের গোল তিনটি। পেরুর অন্য গোলটি চিরোকের।
|
হকি বাঁচাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ময়দানে হকির দর্শক টানতে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিংকে ফের হকি মাঠে ফেরাতেই হবে। এ রকমটাই মনে করছেন অমিত দাশগুপ্ত, বারিন্দর সিংহের মতো প্রাক্তন হকি খেলোয়াড়রা। হকি লাভার্স অ্যাসোসিয়েশন রবিবার টাউন হলে আয়োজন করেছিল আলোচনা সভা। বিষয় ছিল, বাংলার হকির দুরবস্থা এবং তার প্রতিকার। |
|