|
|
|
|
ছাড় পেল সংস্কৃতি, বিনোদন |
নিষিদ্ধ হবে বাণিজ্যিক পোস্টার |
সঞ্জয় চক্রবর্তী • কলকাতা |
এ বার শহরে বাণিজ্যিক পোস্টার নিষিদ্ধ করতে চলেছে পুরসভা। এই বারের বাজেটেও সুনির্দিষ্ট ভাবে ওই ঘোষণা করা হয়েছে। শহরের দেওয়ালে কোনও রকম বিজ্ঞাপনের ছবি আঁকাও পুরসভা আর বরদাস্ত করবে না। পুর-নির্দেশ অগ্রাহ্য করে বিজ্ঞাপনের ছবি আঁকা হলে ছবির প্রতি বর্গ ফুটের জন্য ৪০০ টাকা করে জরিমানা আদায় করবে পুরসভা। তবে বাণিজ্যিক পোস্টারের তালিকা থেকে ছাড় পাচ্ছে নাটক, যাত্রা, সিনেমা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই ব্যাপারে রবিবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, সাংস্কৃতিক পোস্টার লাগাতে কয়েকটি জায়গা নির্দিষ্ট করবে পুরসভা। দৃশ্যদূষণ রোধেই শহরে বাণিজ্যিক পোস্টার নিষিদ্ধ করা হচ্ছে। এ ছাড়াও হেরিটেজ এলাকায় বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার পর শহরের অন্যত্র পুরসভার বিজ্ঞাপন ব্যবস্থার পুনর্গঠন করা হবে।
বাণিজ্যিক পোস্টার নিষিদ্ধ ঘোষণার কারণ ব্যাখ্যা করে মেয়র জানান, শহরের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টার থেকে শুরু করে হস্তরেখা, কোষ্ঠী বিচার-সহ নানা রকমের বড় বড় বাণিজ্যিক পোস্টার ঝুলছে। এই ভাবে অনেক ব্যক্তি এবং সংগঠনের বাণিজ্যিক পোস্টার শহরে লাগানো চলছে দীর্ঘকাল ধরে, যা থেকে পুরসভার এক পয়সাও আয় হয় না। উল্টে ওই সব বাণিজ্যিক পোস্টার শহরের দৃশ্যদূষণ করছে।
শহরের হেরিটেজ এলাকায় বিজ্ঞাপন বন্ধ করায় পুর-রাজস্বের ক্ষতির পরিমাণ কমাতে বাণিজ্যিক বিজ্ঞাপন ব্যবস্থার পুনর্গঠন করছে পুরসভা। প্রসঙ্গত মেয়র জানান, এখন থেকে নাটক, সিনেমা, যাত্রাপালা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের পোস্টার লাগানোর জন্য শহরের কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি, মেয়র জানান শহরের বেশ কিছু জায়গায় ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে কলকাতা তথা রাজ্যের ইতিহাস, সাংস্কৃতিক জগতের বিভিন্ন দিক তুলে ধরা হবে। ওই ডিজিটাল বোর্ডে চলবে নির্দিষ্ট কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনও।
পুর-বিজ্ঞাপন দফতরের পরিসংখ্যান অনুযায়ী ২০০৯-’১০ সালে বিজ্ঞাপন বাবদ আয় হয় ২৬ কোটি ৬১ লক্ষ টাকা। গত অর্থ বছরে বিজ্ঞাপন বাবদ আয়ের পরিমাণ ২৮ কোটি ৭৪ লক্ষ। চলতি অর্থ বছরে যাতে কোনও অবস্থাতেই আয় না-কমে তার জন্য বিজ্ঞাপন দফতরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। |
|
|
|
|
|