|
|
|
|
বেঙ্গালুরুতে ফিরে ইয়েদুরাপ্পা আজ আক্রমণের জবাব দেবেন |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পা ও কর্নাটকের চার মন্ত্রীর দুর্নীতি নিয়ে ফাঁস হওয়া রিপোর্টটি বুধবারের মধ্যে রাজ্য সরকারের কাছে পেশ করতে চান লোকায়ুক্ত বিচারপতি এন সন্তোষ হেগড়ে। এ জন্য কাজ চলছে জোর কদমে। কালকের মধ্যে ছাপার কাজ শেষ করতে রবিবারও কাজ হয়েছে লোকায়ুক্তের দফতরে। মরিশাস থেকে কাল বেঙ্গালুরু ফিরছেন ইয়েদুরাপ্পা। মরিশাসেই তিনি জানিয়েছেন, তাঁর ইস্তফা দেওয়ার কোনও প্রশ্ন নেই। তবে বেঙ্গালুরুতে ফিরে সাংবাদিক বৈঠকে কাল তিনি কী ভাবে যাবতীয় অভিযোগ ও আক্রমণ সামলান, তা দেখার অপেক্ষায় রয়েছে কংগ্রেস শিবির। তাদের একটি প্রতিনিধি দল আজ রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজের সঙ্গে দেখা করে, রিপোর্ট ফাঁস নিয়ে তদন্তের দাবি জানিয়েছে। এর মধ্যে আজ ফের কিছু মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন রাজ্যপাল। লোকায়ুক্তের রিপোর্টটি সরাসরি তাঁর কাছে রিপোর্টটি পেশ হওয়ার কথা না থাকলেও রাজ্যপাল বলেছেন, “বিচারপতি হেগড়ে চাইলে রিপোর্টটি আমাকে দিতেই পারেন। এই ক্ষেত্রে রাজ্যপালই উপযুক্ত কর্তৃপক্ষ।” হেগড়ে অবশ্য তেমন কোনও ইচ্ছা প্রকাশ করেননি। রাজ্যপাল তবু বলেছেন, “রিপোর্টটি হাতে পেলেই রাষ্ট্রপতিকে আমার বক্তব্য জানাব।” |
|
কর্নাটকের রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছেন কংগ্রেস নেতারা। পিটিআই |
ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে, বেআইনি খননের রাস্তা করে দিয়ে ইয়েদুরাপ্পা ও রাজ্যের চার মন্ত্রী ২০০৯ সাল থেকে ১৪ মাসে মোট ১৮০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি ঘটিয়েছেন। রিপোর্টটি পেশ হওয়ার পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে বিজেপি-কংগ্রেস দুই শিবিরেই এখন জোর জল্পনা ও তৎপরতা। ইয়েদুরাপ্পা-বিরোধী বলে পরিচিত মন্ত্রীরা আজ এখানে এক বৈঠকে মিলিত হওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে।
লোকায়ুক্তের রিপোর্ট ফাঁস হওয়ায় রাজনৈতিক ভাবে কংগ্রেস লাভবান হলেও, এর মধ্যে তারা ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছে। তাদের দাবি, লোকায়ুক্তের অবমাননা করতেই রিপোর্ট ফাঁস করা হয়েছে। কংগ্রেসের একটি প্রতিনিধি দল আজ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিচারপতি হেগড়ের ফোনে
আড়ি পাতার অভিযোগ ও রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে তদন্তের দাবিও জানায় রাজ্যপালের কাছে। রাজ্যপাল জানিয়েছেন, বিচারপতি হেগড়ে চাইলে আড়ি পাতার অভিযোগ নিয়ে তিনি যথাসাধ্য এগোতে প্রস্তুত। কংগ্রেসের এ-ও অভিযোগ, কর্নাটকের এক মন্ত্রী ও দুই আমলা সম্প্রতি লোকায়ুক্তের সঙ্গে দেখা করে তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, যাতে চূড়ান্ত রিপোর্টে মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত না করা হয়। |
|
|
|
|
|