|
|
|
|
জখম ৯ জন |
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাথে, মৃত প্রৌঢ় |
নিজস্ব সংবাদদাতা |
বাসের ধাক্কায় মারা গেলেন এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়। আহত পাঁচ মহিলা-সহ ন’জন। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন বাগবাজার ‘বাটা’র সামনে। মৃতের পকেট থেকে কল্যাণী-দমদম জংশনের একটি ট্রেনের টিকিট মিলেছে। আটক করা হয়েছে বাসটিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঘুরছিল আইসি-২১ নম্বরের গড়িয়া-বাগবাজার রুটের একটি বাস। বাগবাজার স্ট্রিটে না-ঢুকে একটি সাইকেল ভ্যানকে ধাক্কা দিয়ে সেটি সোজা এগিয়ে যায় ‘বাটা’র দিকে। সজোরে ধাক্কা মারে ফুটপাথে। এর জেরে ফুটপাথের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। জখম হন পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা ১০ জন। আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত ঘোষণা করা হয় এক জনকে। বাকিদের কয়েক জনের চোট গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। |
|
এই ফুটপাথেই ঘটে দুর্ঘটনা। রবিবার। নিজস্ব চিত্র |
রাজেশ সাউ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “শ্যামবাজার মোড়ের কাছে তখন ভালই ভিড় ছিল। মোড় ঘোরার সঙ্গে সঙ্গেই বাসটা একটি চলন্ত সাইকেল ভ্যানকে ধাক্কা মারে। তার পরেই ‘বাটা’র দিকে আসতে থাকে।”
বাসের ধাক্কায় ভেঙে যাওয়া ফুটপাথের দোকানগুলির একটির মালিক সুরেন্দ্রপ্রসাদ সাউয়ের কথায়, “আমি দোকান থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে ছিলাম। আমার স্ত্রী দোকানে ছিল। বাসটা ভ্যানে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওদের সতর্ক করি।” চিৎকার শুনে আশপাশের মানুষ ও দোকানিরা পালাতে থাকেন। এর মধ্যে বাসটি ধাক্কা মারে কয়েক জন পথচারীকে। হাসপাতালে বিকাশ সরকার নামে এক আহত ব্যক্তি বলেন, “বাস ধরব বলেই ওখানে দাঁড়িয়েছিলাম। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা এদিকে এসে ধাক্কা মারে আমাদের।”
কিন্তু বাগবাজার স্ট্রিটে না-ঢুকে মুখ ঘুরিয়ে ‘বাটা’র দিকে কেন গিয়েছিল বাসটি? রাজেশবাবু পুলিশকে জানিয়েছেন, ভ্যানে ধাক্কা মারার আগে বাসচালককে জানলার দিকে মাথা হেলানো অবস্থায় দেখেছিলেন তিনি। বাসচালক বিকাশ মণ্ডল সে সময়ে অসুস্থ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
|
|
|
|
|