টুকরো খবর |
|
দু’টি স্কুল কমিটির ভোটে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা |
বেহালার দু’টি স্কুলে পরিচালন কমিটির নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার সাবিত্রী বালিকা বিদ্যালয় ও জগৎপুর রুক্মিণী বিদ্যাপীঠে পরিচালন কমিটির নির্বাচন ছিল। এর মধ্যে সাবিত্রী বালিকা বিদ্যাপীঠের কমিটি গত ৩৪ বছর ধরে বামেদের দখলে ছিল। এ বার মোট ছ’টি আসনের মধ্যে সব ক’টিতেই জিতেছে তৃণমূল। অন্য স্কুলটি তাদের দখলেই ছিল এবং এ বারেও সেখানে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে তারা।
|
মহাকরণে অন্ধকার |
বিদ্যুৎ বিভ্রাটে রবিবার দুপুরে অন্ধকার থাকল মহকরণের দোতলা। পুলিশ জানায়, ১ নম্বর ফটকের পাশে মিটার বক্সে ত্রুটি ধরা পড়ে। মেরামতি শুরু হলে মহাকরণের দোতলায় ১ ও ২ নম্বর ব্লকে লোডশেডিং হয়। ৪টে ২০ মিনিট নাগাদ প্রেস কর্নার-সহ করিডরের একাংশেও লোডশেডিং হয়। ছুটির দিন বলে কোনও অসুবিধা হয়নি। এক ঘণ্টা পরে মেরামতি শেষ হলে বিদ্যুৎ আসে।
|
ভাঙচুরের ঘটনায় ধৃত |
দমদম পার্কে গাড়ির শোরুমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার, দমদমের লালকুঠি থেকে। পুলিশ জানায়, ধৃত কমল রাজবংশী স্থানীয় বাসিন্দা। অভিযোগ, শনিবার যশোহর রোডের মোড়ের কাছে ওই শোরুমে ভাঙচুর চালিয়ে দু’লক্ষ টাকা ছিনতাই করে একদল দুষ্কৃতী। শোরুমের মালিক পীযূষ কানোরিয়াকে ভয় দেখিয়ে শূন্যে গুলি চালাতে চালাতে পালায় তারা। এলাকার দাগি দুষ্কৃতী শান্তনু বড়াল ওরফে গেদুর নেতৃত্বেই এই হামলা হয় বলে অভিযোগ। ওই দুষ্কৃতীদের দলে ছিল গেদুর শাগরেদ কমল রাজবংশীও।
|
ভর্তির নামে টাকা আত্মসাৎ, ধৃত যুবক |
ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ জানায়, ধৃতের নাম আমন হ্যারিস। শনিবার রাতে কুষ্টিয়া রোডের ওই বাসিন্দাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। অভিযোগ, শিয়ালদহ আদালতের এক জেলা জজের ছেলেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমন। ওই ছাত্রের এক বন্ধু আমনের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। ছাত্রটির কাছ থেকে দু’দফায় দেড় লক্ষ টাকা নিয়েছিল আমন। কিন্তু ছাত্রটিকে সে ভর্তি করিয়ে দিতে পারেনি। উল্টে শনিবারেই আরও দু’লক্ষ টাকা দিতে হবে বলে জানায় সে। বিচারকের ছেলে শুক্রবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। |
|