|
|
|
|
অত্যধিক চড়া সুদের প্রলোভন এড়াতে পরামর্শ কেন্দ্রের |
সাময়িক স্বস্তি ফিরেছে বাজারে
অমিতাভ গুহ সরকার |
|
‘শেষ ভাল যার সব ভাল তার,’ এই কথা এখনই বলা যাচ্ছে না ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে।
সপ্তাহের শেষ দিনে সেনসেক্স ২৮৬ পয়েন্ট উঠলেও গোটা সপ্তাহের চিত্রটা কিন্তু একই রকম ছিল না। শুক্রবারের শক্তি যে আগামী দিনেও ধরে রাখা সম্ভব হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গ্রিসের ঋণজনিত সমস্যার সমাধানের আশায় শুক্রবার তেতে ওঠে গোটা বিশ্ব বাজার। এরই আঁচ লাগে দালাল স্ট্রিটে। এ ছাড়া চলতি সপ্তাহে যে কটি ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে, তা মোটের উপর ভাল। বর্ষাও হচ্ছে স্বাভাবিকের আশেপাশে। খবর এসেছে খাদ্যপণ্যের দাম কমার। এই সবের প্রভাবে সাময়িক স্বস্তি এসেছে বাজারে।
উইপ্রো বাদ দিলে গত সপ্তাহে প্রকাশিত কোম্পানি ফলাফল বেশ ভাল। শিল্পে কিছুটা মন্থরতা দেখা দেওয়া সত্ত্বেও হিরো হোন্ডার বিক্রি বেড়েছে ৩২ শতাংশ। ১৩ শতাংশ বেড়েছে নিট মুনাফা। ডা. রেড্ডিজ ল্যাবের আয় ও মুনাফা বেড়েছে যথাক্রমে ১৮ শতাংশ এবং ২০ শতাংশ হারে। এল আই সি হাউসিং ফিনান্স-এর নিট মুনাফা বেড়েছে ২১ শতাংশ। সুদের হার ক্রমাগত বাড়া সত্ত্বেও বিভিন্ন ব্যাঙ্কের ফলাফল এখনও পর্যন্ত ভালই হয়েছে। এইচ ডি এফ সি ব্যাঙ্কের নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে স্পর্শ করেছে ১০৮৫ কোটি টাকা। বছরের প্রথম তিন মাসে ইয়েস ব্যাঙ্কের নিট লাভ বেড়েছে ৩৮ শতাংশ। অ্যাক্সিস ব্যাঙ্কের নিট মুনাফা ২৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৪২ কোটি টাকায়। ২০.৪৫ শতাংশ লাভ বেড়েছে রাষ্ট্রায়ত্ত ইলাহাবাদ ব্যাঙ্কের।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ কোম্পানি বিপি পিএলসি-র চুক্তি মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় শুক্রবার তেতে ওঠে বাজারের হেভিওয়েট রিলায়্যান্স শেয়ার। এই অনুমোদন অনুযায়ী রিলায়্যান্স-এর ২১টি তেল ব্লকের ৩০ শতাংশ মালিকানা ৭০০ কোটি ডলারে কিনে নেবে বি পি। এর ফলে এক দিকে যেমন রিলায়্যান্স-এর নগদ তহবিল ফুলে ফেঁপে উঠবে, অন্য দিকে তেমন আধুনিক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে বি পি থেকে। রিলায়্যান্স শেয়ার কিছুটা শক্তি ফিরে পেলে তা শক্তি জোগাবে সেনসেক্স ও নিফ্টিকেও।
এক নাগাড়ে কমার পর এ বার মোবাইল ফোনে কথা বলার মাসুল বাড়ানোর পথে হাঁটল ভারতী এয়ারটেল। শুক্রবার থেকে এস এম এস এবং প্রি-পেড গ্রাহকদের ক্ষেত্রে কয়েকটি সার্কেল-এ কল চার্জ বাড়ানো হয়েছে ২০ শতাংশ হারে। এই খবরে ভর করে ভারতী শেয়ার দ্রুত উঠে আসে ৪১১ টাকায়। দাম বাড়ে অন্যান্য টেলিকম শেয়ারেরও।
২৭ জুলাই খুলছে এল অ্যান্ড টি ফিনান্স হোল্ডিংস-এর নতুন ইস্যু। প্রতিটি ১০ টাকার শেয়ারের দামের সীমা রাখা হয়েছে ৫১ থেকে ৫৯ টাকার মধ্যে। ইস্যুটির মোট আকার ১৫৭৫ কোটি টাকা। খোলা থাকবে ২৯ জুলাই পর্যন্ত।
সবার জন্য সুখবর, ২০১০-’১১ শস্য বছরে (জুলাই থেকে জুন) ভারতে উৎপাদিত হয়েছে রেকর্ড ফসল। ২৪.২ কোটি টন শস্য উৎপাদন একটি সর্বকালীন রেকর্ড। গম, ভুট্টা, সোয়াবিন, বাদাম, ডাল এবং চাল-সহ উৎপাদন বেড়েছে প্রায় সব পণ্যের।
উঁচু সুদের প্রলোভন দেখিয়ে কিছু সংস্থা বিভিন্ন জায়গায় বিশেষ করে ছোট ও মাঝারি শহরে এবং গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করছে বলে খবর আসছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই সব সংস্থায় টাকা রাখার আগে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অতীতে এই ধরনের কিছু সংস্থায় অতি চড়া সুদে টাকা রাখার প্রলোভনকে জয় করতে না -পেরে ঠকেছেন বহু সাধারণ মানুষ। সরকারের তরফে যে- সব পরামর্শ দেওয়া হয়েছে, তা সংক্ষেপে এই রকম:
১) জমা প্রকল্পগুলি সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখুন। লোভের শিকার হবেন না।
২) দেখে নিন সংশ্লিষ্ট সংস্থা অথবা কোম্পানি যথাযথ ভাবে নথিবদ্ধ হয়েছে কি না।
৩) জেনে নিন জমা প্রকল্পের নিয়ন্ত্রকের নাম।
৪) সংশ্লিষ্ট সংস্থার উদ্যোক্তাদের পরিচয় এবং অতীত কাজকর্ম সম্পর্কে খোঁজ-খবর করুন।
৫) যদি লাভের পরিমাণ অস্বাভাবিক হয়, তবে টাকা রাখার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
|
|
|
|
|
|