|
|
|
|
দু’দিন ধরে নিখোঁজ চার স্কুল-পড়ুয়া |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
বই, খাতা কিনতে গিয়ে আর বাড়ি ফেরেনি চার স্কুল পড়ুয়া। অনেক খোঁজাখুঁজির পরে তাদের কোনও সন্ধান না পাওয়ায় রবিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই চার ছাত্রের পরিবারের লোকেরা। ঘটনাটি মহম্মদবাজার থানার চন্দ্রপুর গ্রামের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থানার চন্দ্রপুর গ্রামের দশম শ্রেণির ছাত্র বাপ্পাদিত্য মণ্ডল, নবম শ্রেণির সুরজিৎ মাল, সূর্যকান্ত লোহার ও অষ্টম শ্রেণির সন্ন্যাসী মালদের শুক্রবার সকাল থেকে খোঁজ মিলছে না। বাপ্পাদিত্যর বাবা চঞ্চল মণ্ডল বলেন, “বই ও নোট কেনার নাম করে ওই দিন সকাল ৬টা নাগাদ সিউড়ি যাচ্ছি বলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে আমি ৭০০ টাকা দিই। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় গ্রামে ছেলের বন্ধুদের বাড়ি বাড়ি খোঁজ করি। তখন জানতে পারি শুধু আমার ছেলে নয় তার আরও তিন বন্ধু বই, খাতা কেনার নাম করে ওই একই সময়ে সিউড়ি গিয়েছে।” সুরজিতের বাবা জহরলাল মাল, সূর্যকান্তর বাবা সদানন্দ লোহার এবং সন্ন্যাসীর বাবা সুনীল মালরা বলেন, “প্রথমে আমরা কোনও অভিভাবকেই জানতাম না। ওরা চার জনই বই, খাতা কেনার নাম করে ওই দিন বাড়ি থেকে বেরিয়েছে। দু’দিন ধরে তাদের আত্মীয়, বন্ধুদের বাড়িতে খোঁজ করি। কোথাও না পেয়ে রবিবার মহম্মদবাজার থানায় নিখোঁজ ডায়েরি করি।”
ওই চার ছাত্রের অভিভাবকরা বলেন, “এরা কেউই পড়াশোনায় ভাল নয়। বাড়ির চাপে পড়াশোনা করত। ওদের ইচ্ছে কোথাও কাজ করে টাকা রোজগার করা। তাই ভয় হয়, যদি কোনও দুষ্টচক্রের খপ্পরে পড়ে যায়। চিন্তায় শুক্রবার সন্ধ্যা থেকে আমাদের খাওয়া, ঘুম উড়ে গিয়েছে।” মহম্মদবাজার থানার ওসি কল্যাণ মিত্র বলেন, “ওই চার ছাত্রের অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। এ ক্ষেত্রে যা করা দরকার পুলিশ করছে।” |
|
|
|
|
|