টুকরো খবর

এসএসডিএ’র নতুন সভাপতি শতাব্দী রায়
রাজ্যপাল এম কে নারায়ণন শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের (এসএসডিএ) নতুন সভাপতি রূপে নিযুক্ত করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। এ কথা জানান, পর্ষদের নির্বাহী আধিকারিক সুব্রতকুমার হাজরা। রবিবার তিনি বলেন, “শনিবার নগরোন্নয়ন দফতরের সচিব দেবাশিস সেনের চিঠি এসেছে। চিঠিতে মুখ্যসচিব জানিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে এসএসডিএ’র চেয়ারম্যান নিযুক্ত করেছেন রাজ্যপাল।” গত ১৬ মে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন বোলপুরের সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। দিন কুড়ি আগে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ওই পদে নিযুক্ত করেন রাজ্যপাল। কিন্তু তিনি লিখিত ভাবে জানান, নিজের দফতরের কাজের জন্য তিনি ওই পদে যোগ দিতে পারবেন না। শতাব্দী রায় বলেন, “দফতরে চিঠি এসেছে। আগামী ৮ অগস্ট দায়িত্বভার গ্রহণ করব।”

পাইপে জখম ঠিকাকর্মী
বক্রেশ্বর তাবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে উপর থেকে পাইপ পড়ে জখম হলে এক ঠিকা কর্মী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম দীপু রায় নামে ওই কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের দু’টি কর্মী সংগঠন সিটু ও আইএনটিটিইউসির পক্ষ থেকে জানানো হয়েছে, দিন কয়েক আগে এক নম্বর ইউনিট বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন একটি ঠিকাদার সংস্থার কিছু কর্মী। সেই সময় অসতর্কতায় একটি লোহার পাইপ ওই কর্মীর উপরে পড়ে। প্রায় একই সময়ে সিড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে জখম হয়েছিলেন আরও এক কর্মী। তবে তিনি এখন ভাল আছেন।

চাষি বিদ্যুৎস্পৃষ্ট
হাল ও গরু নিয়ে মাঠে যাওয়ার সময়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক চাষি। শনিবার সকালে ঘটনাটি ঘটে কাঁকরতলা থানা এলাকার শিরা গ্রামে। বিপদতারণ মণ্ডল নামে ওই চাষিকে চিকিৎসার জন্য বর্ধমানের হরিপুরে পাঠানো হয়েছে। তিনি বেঁচে গেলেও তাঁর গরুর মৃত্যু হয়েছে। কী কারণে তার ছিড়ে পড়েছিল তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুৎ বণ্টন বিভাগের কর্মীরা যান।

বাইক থেকে পড়ে মৃত্যু
মোটরবাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায়, মৃতার নাম নীলু রক্ষিত (৪৫)। কলকাতার রিজেন্টপার্ক এলাকায় তাঁর বাড়ি। রবিবার সকালে ভাইপোর সঙ্গে তিনি মুর্শিদাবাদের বড়ঞা থেকে বীরভূমের ময়ূরেশ্বর থানার বড়তুড়ি গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বড়তুড়ি গ্রামে ঢোকার আগে হঠাৎ বাইক থেকে তিনি পড়ে যান। রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বোমাবাজি

সিউড়ি তিলপাড়া জলাধার লাগোয়া সেচ দফতরের অফিসের কাছে শনিবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.