টুকরো খবর
|
দুই তৃণমূল কর্মী ‘প্রহৃত’ রানিগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলের সামনে। জখম ওই দুই তৃণমূল কর্মী তাপস দে ও মহম্মদ রাজুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রানিগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে তাপসবাবুরা জানান, পেপার মিলে তাঁরা শ্রমিক সংগঠন গড়ায় উদ্যোগী হয়েছেন। তারই জেরে আজাদি প্রসাদ-সহ স্থানীয় পাঁচ সিপিএম নেতা-কর্মী শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁদের দু’জনকে বেধড়ক মারধর করেন। আজাদি প্রসাদ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “বেশ কিছু দিন ধরে ওই দুই তৃণমূল কর্মী স্থানীয় বাসিন্দাদের গালাগালি করছেন। এলাকার মানুষজন তার প্রতিবাদ করেছেন। মারামারির কোনও ঘটনা জানা নেই।” পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
দুই স্কুলে হার সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
২৮ বছর পরে পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতি হাতছাড়া হল সিপিএমের। ১৯৮৩ সাল থেকে এই বিদ্যালয়ে কোনও নির্বাচন হয়নি। এ বার মনোনয়ন দাখিল করার শেষ দিন ছিল শুক্রবার। কিন্তু ৬টি আসনের কোনওটিতেই সিপিএম সমর্থিত কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেননি। এ দিকে, অন্ডাল গ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৭ বছর পরে ক্ষমতা হারাল সিপিএম। রবিবার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সব ক’টিই দখল করেছেন তৃণমূল ও কংগ্রেস জোট। অন্ডাল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুধীন পাণ্ডে জানান, ১৯৮৪ সালের পরে তাঁরা এখানে ক্ষমতা দখল করলেন।
|
বস্তায় জিলেটিন স্টিক |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ঝোপের মধ্যে থেকে উদ্ধার হওয়া একটি বস্তা থেকে মিলল কয়েকটি জিলেটিন স্টিক ও ডিটোনেটর। রবিবার সন্ধ্যায় অন্ডালের পরাশকোল গ্রামের ঘটনা। গ্রামবাসীর থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করে। গ্রামবাসীর অভিযোগ, অবৈধ কয়লা খননের জন্য চোরেরা ওই জিলেটিন স্টিকগুলি জড়ো করেছিল। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
স্কুলভোটে জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
স্কুলের পরিচালন সমিতির নির্বাচনের সব ক’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। দীর্ঘ দিন ধরে কাঁকসার পানাগড়ের রেল কলোনি হাইস্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সিপিএম। তৃণমূলের অভিযোগ, সিপিএম তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিত। সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এ বার তৃণমূল সমর্থিত ৬ জন প্রার্থীই জয়ী হন।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার সভাগৃৃহে শনিবার একটি সংস্থার পক্ষ থেকে রবীন্দ্রনাথের গান ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। সংস্থার অধ্যক্ষ বুদ্ধদেব সেনগুপ্ত জানান, এই অনুষ্ঠানে মোট ৩০ জন শিল্পী যোগ দেন। সারা বছর ধরেই তাঁরা স্থানীয় শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠান করেন বলে জানান বুদ্ধদেববাবু।
|
কার্যালয়ে আগুন |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শনিবার গভীর রাতে সিটি সেন্টারের পুরসভা কর্মী আবাসন সংলগ্ন একটি তৃণমূলের দলীয় কার্যালয় পুড়ে গিয়েছে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ধোবিঘাট সংলগ্ন নেতাজি সুভাষ রোডের ধারে দেহটি উদ্ধার হয়। বয়স আনুমানিক ৩৫। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র খুন করে ওই ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি কালি মন্দিরে চুরির ঘটনা ঘটল। কুলটি থানার রামনগর এলাকায় ঘটনাটি ঘটে। এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি কালি মন্দিরে চুরির ঘটনা ঘটল। কুলটি থানার রামনগর এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার সকালে মন্দিরের পূজারি নিলাদ্রি চট্টোপাধ্যায় মন্দিরের গেট খোলার সময় দেখেন তালা ভাঙা, প্রণামি বাক্স ভাঙা, বাসন খোয়া গিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।
|
বাইকের ধাক্কায় মৃত্যু |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সাধনা বাউরি (৬৬)। বাড়ি অন্ডালের ছোড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন দুপুরে তিনি একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করিয়ে বাস ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। |
|