খেলার টুকরো খবর


জয়ী আমরা ক’জন
চ্যাম্পিয়ন আমরা ক’জন বয়েজ ক্লাব। প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের আমরা ক’জন বয়েজ ক্লাব। আসানসোল স্টেডিয়ামে তারা পূর্ব রেল ডিএসএ -কে - গোলে হারায়। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের সুকান্ত দাস। দিন খেলার সেরা সালাউদ্দিন মির্ধা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন আসানসোল রামকৃষ্ণ আশ্রমের স্বামী সুখানন্দ প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, চিন্ময় চট্টোপাধ্যায়। খেলা পরিচালনা করেন জগবন্ধু দাস, অরুণ রায়, সুখেন বন্দ্যোপাধ্যায় রূপেন্দু বন্দ্যোপাধ্যায়।

হিরাপুরে ফুটবল
মানিকচাঁদ ঠাকুর সম্মিলনী আয়োজিত অজন্তা বাউরি মঙ্গল বাউরি স্মৃতি এবং এক দিনের ফুটবলে চ্যাম্পিয়ন হল নেতাজি ফ্রেন্ডস ক্লাব। সম্মিলনী মাঠে রবিবার ফাইনালে তারা কাকরডাঙা এসি -কে - গোলে হারায়। আয়োজকেরা জানান, তৃতীয় বর্ষের এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দেয়।

প্রথম ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে রবিবার এমএএমসি মাঠে সি জোন স্পোর্টিং ক্লাব দুর্গাপুর অগ্রণী সঙ্ঘের মধ্যে প্রথম খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়। এএসপি মাঠে দ্বিতীয় খেলায় নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি - গোলে এএসপিএসএকে হারায়।

নক আউট ফুটবল
৩৮ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজিত লিগ কাম নকআউট ফুটবলে রবিবার প্রথম খেলায় জিতল জুনিয়র স্পোর্টস। রহমতনগর মাঠে তারা বেকহ্যাম ক্লাবকে টাইব্রেকারে - গোলে হারায়। দ্বিতীয় খেলায় মুনস্টার - গোলে সেভেন স্টারকে হারায়।

স্মৃতি ফুটবল
নিত্যানন্দ দাস কৃষ্ণপ্রসাদ স্মৃতি ফুটবলে প্রথম দিন জিতল দুর্গাপুর ইস্পাত কারখানা স্পোর্টস অ্যাসোসিয়েশন। রবিবার আসানসোল রেল স্টেডিয়ামে তারা দোমহানি একাদশকে - গোলে হারায়। উদ্বোধন করেন আইনমন্ত্রী মলয় ঘটক।

জয়ী কালিপাহাড়ি
বাহিনী সঙ্ঘের উদ্যোগে সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালিত ফুটবলে রবিবার কালিপাহাড়ি এসি সিহারশোল লায়কা মাঠে টাইব্রেকারে সিঁদুলি হোন্ডা ক্লাবকে - গোলে হারায়।

কৃষক সঙ্ঘের হার
পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব আয়োজিত ফুটবলে রবিবার জিতল দুমদুমি পল্লিমঙ্গল সমিতি। আয়োজক সংস্থার মাঠে তারা নিয়ামতপুর কৃষক সঙ্ঘকে - গোলে হারায়।

শিবাজির সংবর্ধনা
শিবাজি সঙ্ঘের তরফে রবিবার সংবর্ধনা দেওয়া হল বাংলা রঞ্জি দল ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী এবং প্রাক্তন রঞ্জি ক্রিকেটার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। রবিবার একটি অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। সভায় যোগ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং সিএবির যুগ্ম সচিব বিশ্বরূপ দে। বিশ্বরূপবাবু প্রস্তাব দেন, “শুধু একটি সাই প্রশিক্ষণ শিবির নিয়ে কাজ হবে না। জেলায় জেলায় স্পোর্টস স্কুল অ্যাকাডেমি গড়ে তুলুক রাজ্য সরকার।” ক্রীড়ামন্ত্রী বলেন, “এই প্রস্তাব আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব।” বর্ধমানের ভাণ্ডারডিহিতেও একটি সভায় অংশ নেন ক্রীড়ামন্ত্রী।

ফাইনালে ইয়ং সোসাইটি
সুবোধ কাপের ফাইনালে উঠল সেন্টার অফ ইয়ং সোসাইটি। রবিবার তারা সেমিফাইনালে সাই প্রশিক্ষণ কেন্দ্রকে ১-০ গোলে হারায়। গোল করেন বাপি মুর্মু। সোমবারের সেমিফাইনালে জাতীয় সঙ্ঘ মুখোমুখি হচ্ছে পুলিশ এসি-র। শনিবার কোয়ার্টার ফাইনালে জাতীয় সঙ্ঘ ১-০ গোলে হারায় কালীতলা অ্যাথলেটিক ক্লাবকে। গোল করেন আমির আলি দফাদার।

জয়ী নেতাজি সঙ্ঘ
দ্বিতীয় ডিভিশন লিগে পারবীরহাটা নেতাজী সঙ্ঘ ৩-০ গোলে হারিয়েছে আমরা সবাই ক্লাবকে। শনিবার বিবেকানন্দ সংঘ ৩-০ গোলে হারায় বাম অ্যাপালো সঙ্ঘকে। গোল করেন সূর্য দে ২টি ও গৌতম সরেন।

ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে রবিবার সি জোন স্পোর্টিং ক্লাব ও দুর্গাপুর অগ্রণী সঙ্ঘের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়।
Previous Story Bardhaman Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.