|
|
|
|
|
আমি ছুঁয়ে দিলে সোনা বা ছারখার, মুড যেমন |
অনেক পুরুষই দেবতার কাছে অন্ধ হওয়ার আগে শেষ বার এই মুখটাই হয়তো দেখতে
চেয়েছে। কিন্তু প্লিজ ভাববেন না, এ মুখে হুল নেই। ইটপাটকেল-এ গার্গী রায়চৌধুরী |
ট্রেন যদি আপনাকে ফেলে চলে যায়?
তা যাক না, আমি কি একটা অপেক্ষমাণ ফ্লাইট-ও পাব না?
আপনি ছুঁয়ে দিলে কী?
সোনা বা ছারখার। মুড যেমন...
উড়ে এসে জুড়ে বসতে চাইবেন কোনখানে?
আমি সাঁ সাঁ ওড়ায় নেই। বড্ড হাওয়া গো! আমি জুড়ব তো অলক্ষ্যে,
এক পা দু’পা করে। ঠিক যেখানে কেউ এক্সপেক্ট করে না।
পনি আর দেড়আঙুলে এক সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলে?
ওকে টেবিলে বসাব আর খেয়াল রাখব, যেন স্যুপের বাটি’টা ওর ঘাড়েই না চাপিয়ে দেয়।
আপনার দু’চোখ ভরে কবিতা, কিন্তু কিছুতেই কান্না আসে না। এ বার?
গ্লিসারিন সহায়, নয়তো আর এক খণ্ড অপ্রকাশিত কবিতাগুচ্ছ যে!
আগামী এক মাস যদি প্রতি দিন আপনার নাক ১ ইঞ্চি করে বাড়তে থাকে?
রোজ স্কেল দিয়ে মাপব আর এক মাস পর প্লাস্টিক সার্জেনের কাছে নিজের নাক কাটাতে যাব।
আপনার মনের জোনাকি আপনাকে কী বলে?
আমার এখন ঘুম পাচ্ছে না, তুমি ঘুমোও। |
সাক্ষাৎকার: অনির্বাণ ভট্টাচার্য
অলংকরণ: দেবাশীষ দেব |
|
|
|
|
|