জীবন-আসান বটিকারা
বার-বি-কিউ মেশিনা
বাইরে বৃষ্টি? তো কী! এটি অনায়াসেই কাজ করবে। পোর্টেবল, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে। গ্রিলে বিভিন্ন খাবার বানানো যাবে, এমন কী ডিজার্টও। দাম ৫৯৯০ টাকা।

ব্লেড হীন টেবল ফ্যান
দেখতে দারুণ। সার্কাস রিঙের মতো। আর ব্লেড থেকে হাত কেটে যাওয়া বা অন্য দুর্ঘটনার ভয়ও নেই। দাম ৪৯৯০ টাকা।
রিস্টওয়াচ উইথ ক্যামেরা অ্যান্ড এম পি থ্রি
আসলে এটা ঘড়িই। শুধু ডায়ালে রয়েছে পুঁচকে একটা ক্যামেরা। অডিয়ো, ভিডিয়ো দুই-ই রেকর্ড হয় এতে। দাম ৩,৫০০ টাকা।
লিন্ট রিমুভার
ধোয়ার পর শুকনো কাপড়ের ওপর ইস্ত্রি-র মতো এক বার চালিয়ে দিন। কাচা কাপড়ে যে রোঁয়া উঠে থাকে, সমস্ত পরিষ্কার হয়ে যাবে। দাম ৫৫০ টাকা।
ভ্যাকুয়াম বটল
২৪ ঘন্টা যে কোনও তরল ঠান্ডা অথবা গরম থাকবে।
৪৫০ টাকা থেকে দাম শুরু।
পকেট প্রোজেক্টর
যে কোনও জায়গায় নিয়ে গিয়ে, একটা স্ক্রিন জোগাড় করে ফেলুন। যখন তখন যেখানে সেখানে আপনি প্রেজেন্টেশন-এর জন্য প্রস্তুত। দাম ৪০০০০ টাকা।
পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার
পর্দা, কার্পেট বা ভারী বেড কভার পরিষ্কারের জন্য পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার। জল থাকলে জল শুষে নেবে।
পাশাপাশি পরিষ্কার করে দেবে। পর্দা ঝোলানো অবস্থাতেই পরিষ্কার করা যাবে। দাম ১৩৯৯ টাকা।
পেন স্ক্যানার
পকেটে পেন-এর মতো দেখতে এই স্ক্যানার নিয়ে ঘুরুন, যেখানে সেখানে। প্রয়োজন হলেই এক বার বুলিয়ে দিন। ব্যস। মেমরিতে সব ঢুকে যাবে। দাম ২৯৫০০ টাকা।
ইয়ার ক্লিনার
বাচ্চাদের কান পরিষ্কার করতে লাগে এটি। সামনে আলো জ্বালার ব্যবস্থাও রয়েছে। দাম ৩৭৫ টাকা।
ইয়ার থার্মোমিটার
নতুন এই থার্মোমিটার বাচ্চার কানে বা কপালে ধরলেই ঠিক তাপমাত্রা বলে দেবে। দাম ৩১৫০ টাকা।
পকেট কি-বোর্ড
ব্লু-টুথ’এর সাহায্যে এই কি-বোর্ডকে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল-এর সঙ্গে কানেক্ট করে ব্যবহার করা যাবে। অন্য কেউ হয়তো একটি কম্পিউটারে কাজ করছে, নো প্রবলেম, এইটে দিয়ে ওই কম্পিউটারেই আপনিও কাজ করতে পারেন। দাম ১৪৯৯ টাকা, টাচস্ক্রিন হলে পড়বে ৩৯৯৯ টাকা।
গ্যাস গিজার
ইলেকট্রিসিটি বাঁচায়। এল পি জি গ্যাস দিয়ে চটজলদি জল গরম করে। দাম ৫৯৯০ টাকা।
টাওয়ার ফ্যান
লম্বাটে গড়নের এই ফ্যান অনেকটা এয়ার কুলারের মতো দেখতে। ঘরের এক কোণে রেখে দিলে ঠান্ডা হাওয়া গোটা ঘরে ছড়িয়ে পড়বে। দাম ২৪০০ টাকা।
হেয়ার ড্রায়ার
ফোল্ড করা যায়। এল ই ডি যুক্ত এই ড্রায়ার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় চুল শুকনো করে। প্রয়োজন মতো গরম হাওয়াও
ব্যবহার করতে পারেন। আর অন্যান্য ড্রায়ারের মতো চুলের কোনও ক্ষতি করে না। বরং চুল আরও ঝলমলে হয়। দাম ১৮৯৫ টাকা।
স্ট্যান্ডিং আয়রন
ঝোলানো অবস্থায় পর্দা, জামা কাপড় ইস্ত্রি করে। দাম ৫৪৯০ টাকা।
হেয়ার ব্রাশ
ব্রাশে জল ঢুকিয়ে স্প্রে করার ব্যবস্থা আছে। স্প্রে করে নিলে বাচ্চার চুল আঁচড়াতে সুবিধে হবে। দাম ২৯৫ টাকা।
ডেকো স্টিকার
অনেকটা ওয়াল পেপারের মতো। কিন্তু তার তুলনায় দাম অনেক কম। কিনে এনে নিজেই লাগাতে পারবেন।
\ দেওয়াল ছাড়াও কাঠ বা কাচের ওপর এটি সেঁটে দেওয়া যায়। ধুলেও কোনও ক্ষতি নেই। দাম ৪৭ টাকা প্রতি স্কোয়ার ফিট।
First Page Utsav Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.