টুকরো খবর
কোপা ফাইনালে গ্যালারিতে বসতে হবে প্যারাগুয়ে কোচকে
প্যারাগুয়ে ৩২ বছর পর কোপা আমেরিকা ফাইনালে উঠলেও সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে পারছেন না তাদের কোচ জেরার্দো মার্টিনো। আগামী দু’টি ম্যাচের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী কোপা ফাইনালে মার্টিনোর সঙ্গে গ্যালারিতে বসতে হবে প্যারগুয়ের সহকারী কোচ পাওতাসো-কেও। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলা কোচ সেজার ফারিয়াসকে গালাগাল করা ছাড়াও রেফারির সঙ্গে কথা কাটাকাটি করেন মার্টিনো। তখনই তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল গ্যালারিতে। কিছুক্ষণ পর সহকারী কোচকেও রিজার্ভ বেঞ্চ থেকে তুলে দেওয়া হয়। ফাইনালে দল গড়া নিয়েও হিমশিম প্যারাগুয়ে। লালকার্ড দেখায় নেই মিডফিল্ডার হোনাথান সান্তানাকে। চোটের জন্য অনিশ্চিত স্ট্রাইকার রকি সান্তা ক্রুজ এবং লেফট ব্যাক অরেলিয়ানো লোপেজ।

রাজীব খেলরত্ন গগন
এ বছর রাজীব খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দিল্লি কমনওয়েলথ গেমসে চারটি সোনাজয়ী শুটার গগন নারাং। অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় আছেন জাহির খান, সুনীল ছেত্রী, সোমদেব দেববর্মন, রাহুল বন্দোপাধ্যায়, রাজপাল সিংহ এবং জ্বালা গাট্টা। প্রতিবন্ধী বিভাগে অর্জুন পাচ্ছেন ২০১০ কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালি সাঁতারু প্রশান্ত কর্মকার।

বেটিং চক্র এখনও সক্রিয়, বলছেন স্টিভ
শুধু গত বছরেই ৫৬ জন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বুকিরা। এ কথা জানিয়ে স্টিভ ওয় বলেছেন, “এক বছরে এত জনের সঙ্গে যোগাযোগ করে বুকিরা! এর ভাল দিক, ক্রিকেটাররা আইসিসি-র উপর আস্থা রাখছে। সে জন্যই সংখ্যাটা জানা গিয়েছে। আর খারাপ, বুকিরা যথেষ্ট সক্রিয়।”

এ বার বোর্ডকে শো-কজ
আইপিএলের সময় ৯০ কোটি টাকা ব্রিটেনে পাঠানোর জন্য ভারতীয় বোর্ড এবং ললিত মোদীকে শো-কজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিজার্ভ ব্যাঙ্কের বিধি না মেনে এই টাকা পাঠানো হয়। এমনিতেই মোদীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে এক বছর আগে তদন্ত শুরু করে ইডি। এই প্রথম শো কজ নোটিশ গেল। এ দিকে, হরভজন সিংহের ডুপ্লিকেটকে দিয়ে করানো মদ্যপানীয়ের বিজ্ঞাপন তুলে নিল বিজয় মাল্যর ইউবি গ্রুপ। ধোনি অভিনীত ওই বিজ্ঞাপন নিয়ে ইউবি গ্রুপকে আইনি নোটিশ পাঠান হরভজন।

সিদ্ধান্ত বদল মোহনবাগানের
সিএবি-র বার্ষিক অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল মোহনবাগান। আজ শনিবার সিএবি-র অনুষ্ঠানে শতাব্দীপ্রাচীন ক্লাব আসছে। নক আউট ফাইনাল নিয়ে ঝামেলার জেরে মোহনাবাগান জানিয়েছিল ক্লাবের পক্ষ থেকে কেউ সিএবি-র অনুষ্ঠানে হাজির থাকবে না। কিন্তু সিএবি-র উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর সিদ্ধান্ত বদল হল। মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াও স্বয়ং মোহনবাগানকে অনুরোধ করেন অনুষ্ঠানে থাকতে। “সিএবি-র সঙ্গে সংঘাত চাইনি। চেয়েছিলাম সিএবি বুঝুক যে নক আউট ফাইনাল চেন্নাইতেও হতে পারত। সিএবি সেটা স্বীকার করে নিয়েছে। বার্ষিক অনুষ্ঠানে তাই মোহনবাগান হাজির থাকবে,” বললেন ক্লাবের সহ সচিব সৃঞ্জয় বসু।

ধোনিকে একহাত কপিলের
লর্ডসে শুধু কলিন ক্রফট নন। ভারতীয় নিউজ চ্যানেলে কপিল দেবও প্রচণ্ড উত্তেজিত, টেস্ট ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে সিরিয়াস বল করতে দেখে। “নিজে বল করে টেস্ট ক্রিকেটকে হাস্যাস্পদ করে দিল ধোনি। এটা কোনও ভাবেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মেনে নেওয়া যায় না। এটা করাই যায় না,” বলে কপিল যোগ করেছেন, “এর জন্য জাহির দায়ী। ও-ই দলকে সমস্যায় ফেলেছে। জাহিরের উচিত ছিল নিজের ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল থাকা। টেস্ট ক্রিকেটে ফেরার আগে নিজের ফিটনেস পরীক্ষা করে নেওয়া।”
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.