পুজোর আগেই মেদিনীপুর শহরের ‘প্রদ্যোৎ স্মৃতিসদন’কে দেখা যাবে নতুন চেহারায়। সংস্কারের কাজ প্রায় শেষের মুখে। জেলা পরিষদ চত্বরে শহিদের পূর্ণাবয়ব মূর্তির সংস্কার কাজও শুরু হয়েছে। মূর্তিটি অনাদরে পড়েছিল। জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “মূর্তি সংস্কারের কাজ শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ হবে। প্রদ্যোৎ স্মৃতিসদন সংস্কারের কাজও দু’মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।” তাঁর আশা, পুজোর আগেই শহরবাসী নতুন চেহারায় এই সদনকে দেখতে পাবেন। সেই মতো উদ্যোগও নেওয়া হচ্ছে। আগে মেদিনীপুরের অধিকাংশ সাংস্কৃতিক অনুষ্ঠানই হত জেলা পরিষদ চত্বরের এই স্মৃতিসদনে। প্রায় দেড় হাজার আসন রয়েছে এখানে। শহরে আরও কয়েকটি সভাগৃহ রয়েছে। তবে সেখানে আসন সংখ্যা কম। পরে অবশ্য মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমির উদ্যোগে শহরে আরও একটি বড় সভাগৃহ তৈরি হয়েছে। এখানে ইন্ডোর গেমসের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ১৯৩০ সালে ফাঁসি হয় জেলাশাসক ডগলাস হত্যায় জড়িত বছর কুড়ির প্রদ্যোৎ ভট্টাচার্যের। তাঁর সম্মানেই জেলা পরিষদ চত্বরে তৈরি হয় শহিদ প্রদ্যোৎ স্মৃতিসদন। ভবনের সামনে শহিদের পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই সভাগৃহটি সংস্কারের অভাবে ধুঁকছিল। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ত। পরিস্থিতি দেখে বছর খানেক আগে এই সভাগৃহ সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। গত বছর থেকে সেই কাজ শুরুও হয়েছে। পুরো ভবনই বাতানুকূল করা হচ্ছে। বসানো হচ্ছে নতুন চেয়ার। নতুন চেহারায় উজ্জ্বল হচ্ছে এই ভবন।
|
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অনুমোদনের দাবিতে প্রতীকী অনশন করলেন মেদিনীপুর আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের সামনে ত্রিপলের ছাউনি বানিয়ে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা চলে অনশন। যত দ্রুত সম্ভব কলেজ কর্তৃপক্ষ সমস্যা সমাধানে উদ্যোগী না হলে সোমবার থেকে দু’দিন রিলে অনশন ও তার পর আমরণ অনশনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে অর্ণব মুখোপাধ্যায় বলেন, “এ ছাড়া আর বিকল্প রাস্তা নেই। সমস্যা নিয়ে বহু বার দরবার করেছি। কাজের কাজ কিছুই হয়নি।” স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এ দিনই শহরে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তাঁকেও সমস্যা জানান। মন্ত্রী অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এক সপ্তাহ আগেই অধ্যক্ষ-সহ শিক্ষকদের ঘেরাও করেছিলেন আর্ট কলেজের পড়ুয়ারা। অভিযোগ, কলেজ উন্নয়নের অর্থ ‘শিল্পীচক্রে’র উন্নয়নে ব্যয় হয়েছে। ছাত্রছাত্রীদের থেকে ভর্তির সময় কলেজ উন্নয়ন বাবদ নেওয়া টাকারও সদ্ব্যবহার হয় না। কর্তৃপক্ষ অভিযোগ মানেননি।
|
আনন্দপুরের হাড়গোড়-কাণ্ডে এক জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম শেখ অমাইল। বাড়ি কেশপুরের চড়কা গ্রামে। শুক্রবার মেদিনীপুর শহরের হাঁসপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। গত ১২ জুন আনন্দপুরের পাওনা গ্রাম সংলগ্ন এলাকা থেকে হাড়গোড় উদ্ধার হয়। মাটি খুঁড়ে খুলির অংশও মেলে। এর পরই ঘটনার তদন্ত শুরু হয়। তৃণমূলের অভিযোগ, ২০০০ সালে দলীয় কর্মী মওদুদ হোসনকে অপহরণ করে খুন করে সিপিএমের লোকজন। মওদুদের বাড়ি জগন্নাথপুরে। সেই সময়ে কেশপুর সদরে এসে অপহৃত হন ওই তৃণমূল কর্মী। হত্যা করে তাঁর দেহ মাটিতে পোঁতা হয় বলে অভিযোগ। হাড়গোড় শনাক্তকরণে ডিএনএ টেস্টের জন্য ইতিমধ্যেই মওদুদের পরিজনদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, হাঁসপুকুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন অমাইল। কাঠের ব্যবসা করতেন। শুক্রবার দুপুরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি।
|
বাড়ি থেকে পড়তে বেরিয়ে নিখোঁজ হল এক কিশোর। নাম চন্দ্রজ্যোতি ঘোষ (১৭)। বাড়ি মেদিনীপুর শহরের মানিকপুরে। রাঙামাটি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এই ছাত্র গত বুধবার বিকেলে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এর পর থেকেই তার কোনও খোঁজ পাচ্ছেন না বাড়ির লোক। পুলিশের কাছেও বিষয়টি জানানো হয়েছে।
মেদিনীপুর স্টেশনের কাছ থেকে অবশ্য চন্দ্রজ্যোতি-র সাইকেল পাওয়া গিয়েছে।
|
জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা নিয়ে সম্প্রতি র্যালি ও পথনাটিকার আয়োজন করেছিল খড়্গপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল গেট থেকে পুরসভা পর্যন্ত র্যালি হয়। তাতে যোগ দেন হাসপাতালের কর্মীরাই। র্যালি শেষে খড়্গপুর পুরসভা ভবনের সামনে আয়োজন করা হয় পথনাটিকার। |