টুকরো খবর |
তড়িদাহত হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
সার্চ লাইট চার্জ করতে গিয়ে এক এসএসবি জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটান সীমান্তের জয়ন্তী ৩৪ নম্বর ব্যাটেলিয়ন এসএসবি ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত জওয়ানের নাম কৃষ্ণধন দাস (৪১)। বাড়ি ত্রিপুরার উদয়পর এলাকায়। শামুকতলার ওসি প্রবীন প্রধান জানান, সার্চ লাইট চার্জ করার সময় কৃষ্ণধন দাস নামে ওই জওয়ান তড়িদাহত হন। সঙ্গে সঙ্গে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃত জওয়ানের পরিবারেও খবর পাঠানো হয়েছে। |
সর্পদষ্ট হয়ে বালিকার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক বালিকার। বৃহস্পতিবার রাতে আরামবাগের কানপুর গ্রামের বাসিন্দা টগরি পণ্ডিত (১১) নামে ওই বালিকা ঘুমোচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময়েই একটি সাপ তাকে ছোবল মারে। আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার তার মৃত্যু হয়। |
যুবকের অপমৃত্যু |
সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আনারুল শেখ (৩৫)। বাড়ি রামপুরহাট থানার বালিয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। |
|