|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রকৃতির দৃশ্যতায় নৈঃশব্দ্যের কথকতা |
মৃণাল ঘোষ |
নাজমা আখতার বাংলাদেশের এক জন প্রতিষ্ঠিত শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতকোত্তর করেছিলেন ১৯৯৭ সালে। এখন সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। সম্প্রতি অ্যাকাডেমিতে প্রদর্শনী করলেন তিনি। প্রদর্শনীর শিরোনাম ‘নৈঃশব্দ্যের কথকতা’। প্রকৃতির দৃশ্যতার অন্তরালে যে স্তব্ধতা বা নৈঃশব্দ্য লুকিয়ে থাকে-তাকেই ধরার চেষ্টা করেছেন অ্যাক্রিলিকে আঁকা প্রায় ২২টি ছবিতে। নিসর্গের বিশদকে সংহত করে তার অন্তর্লীন ব্যঞ্জনাকে রূপায়িত করতে চেয়েছেন। মূর্ত ও বিমূর্তের এই মেলবন্ধনে তাঁর প্রয়াস অনেকটাই সার্থক। |
|
প্রদর্শনী চলছে
অ্যাকাডেমি: স্বপন মল্লিক, দিবাকর কর্মকার, সুজাতা পণ্ডিত প্রমুখ ২৭ জুলাই পর্যন্ত।
চঞ্চল খান, সুপ্রিয়া পোল্লে প্রমুখ ২৭ জুলাই পর্যন্ত।
চিত্রকূট: ‘দ্য মনসুন ম্যাজিক’ ৩১ জুলাই পর্যন্ত।
দেবেশ চক্রবর্তী ও দীপিকা পাল ২৭ জুলাই পর্যন্ত।
কেমোল্ড: পবন রায়, মুক্তা গুপ্ত প্রমুখ আজ শেষ।
ইমামি চিজেল: বিমানবিহারী দাস, শ্যামল রায় প্রমুখ ৩০ জুলাই পর্যন্ত।
গ্যালারি গোল্ড: ঈশান ২৭ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: প্রতিভা কাল শেষ। |
|
|
|
|
|