|
|
|
|
আড়ি পাতা কাণ্ড |
জেমস মার্ডকের বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা• লন্ডন |
রুপার্ট মার্ডকের ‘সংবাদ সাম্রাজ্য’ থেকে ইস্তফার ঘটনা ঘটলেও মার্ডকদের বিরুদ্ধে সাম্রাজ্যের কেউই মুখ খোলেননি এত দিন। এ বার সেই ঘটনাও ঘটল। যার জেরে ফেঁসে গেলেন রুপার্টের ছেলে জেমস। অভিযোগ, তিনি তদন্ত কমিটির সামনে মিথ্যে কথা বলেছেন।
অভিযোগ তুলেছেন দু’জন। কলিন মিলার এবং টম ক্রোন। প্রথম জন মার্ডকের ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ (এনওডব্লিউ)-এর প্রাক্তন সম্পাদক, আর দ্বিতীয় জন ওই কাগজেরই আইন বিভাগের প্রাক্তন প্রধান। দু’জনেই দাবি করেছেন, গত মঙ্গলবার রুপার্ট মার্ডকের ছেলে জেমস পার্লামেন্টের তদন্ত কমিটির সামনে বেমালুম মিথ্যে কথা বলেছেন। কী সেই মিথ্যে কথা? অভিযোগ, ২০০৮ সালে এনওডব্লিউ-এর সাংবাদিকরা ‘প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন’-এর সিইও গর্ডন টেলরের মোবাইল ফোনে আড়ি পেতেছিলেন। জানাজানি হতেই বিষয়টি ধামাচাপা দিতে গর্ডনকে বিশাল অঙ্কের টাকা দিয়েছিল মার্ডকের ‘নিউজ ইন্টারন্যাশনাল’। সেই টাকা দেওয়ার কাগজে সইও করেছিলেন জেমস। মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেমস জানিয়েছিলেন, তিনি বিশদে কিছুই জানতেন না। তিনি জানিয়েছিলেন, পুরো বিষয়টিই মিলার এবং ক্রোন তাঁর থেকে লুকিয়ে রেখেছিলেন।
কিন্তু গত কাল মিলার এবং ক্রোন দু’জনেই দাবি করেছেন, ফোনে আড়ি পাতার বিষয়টি বিশদেই জানতেন জেমস এবং পার্লামেন্টে মিথ্যে কথা বলেছিলেন। তবে জেমস এখনও দাবি করছেন, তিনি পার্লামেন্টে কোনও মিথ্যে বলেননি। জেমসের এই স্বীকারোক্তির সত্যাসত্য নিয়ে তদন্ত করার জন্য লেবার পার্টির এমপি টম ওয়াটসন আজ লন্ডন পুলিশকে একটি চিঠি দিয়েছেন।
মার্ডকদের জন্য আরও একটি খারাপ খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। সেখানকার চ্যানেল ‘অস্টার’কে কিনে নিতে চেয়েছিল মার্ডকের ‘টেলিফক্স’। কিন্তু প্রতিযোগিতা নিয়ন্ত্রণ কমিশন এই বিষয়ে আপত্তি তুলেছে এবং এই অধিগ্রহণের সিদ্ধান্ত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। |
|
|
|
|
|