প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল দুর্গাপুরের আমরা ক’জন বয়েজ ক্লাব। আসানসোল স্টেডিয়ামে বোলপুরের ইয়ং টাউন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল তারা। একটি করে গোল করেন অনিত টুডু ও সুরজিৎ বাউরি। আয়োজক সংস্থার পক্ষে সুবব্রত ভট্টাচার্য জানান, ২৪ জুলাই এডিএসএ-র বিরুদ্ধে ফাইনালে খেলবে আমরা ক’জন।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হল তানসেন এসি। তারা লিগের শেষ খেলায় বৃহস্পতিবার ৭২-৪৭ পয়েন্টে হারায় ডিএসপিএসএকে। রার্নাস হয় নেতাজি ভবন। তারা শান্তি স্পোর্টিং ক্লাবকে ৫৪-১৬ পয়েন্টে হারায়। নেতাজি ভবনের রাহুল মণ্ডল, রাহুল মিশ্র ও সুভাষচন্দ্র যাদব জাতীয় পর্যায়ে বাংলার হয়ে খেলেছেন।
|
সুবোধ কাপের খেলায় শুক্রবার পুলিশ এসি গতবারের সুপার ডিভিশন ফুটবল লিগের খেতাব জয়ী আরএইউসিকে ১-০ গোলে হারায়। গোল করেন পুলিশের রাজু সোরেন। সোমবার পুলিশ সেমিফাইনাল খেলবে শনিবারের খেলার বিজয়ী দলের সঙ্গে। বৃহস্পতিবার আরাধনা সঙ্ঘ মাঠে না আসায় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছে সেন্টার অফ ইয়ং সোসাইটি। রবিবার তারা সাই প্রশিক্ষন কেন্দ্রের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।
|
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল দুর্গাপুরের আমরা ক’জন বয়েজ ক্লাব। আসানসোল স্টেডিয়ামে বোলপুরের ইয়ং টাউন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল তারা। একটি করে গোল করেন অনিত টুডু ও সুরজিৎ বাউরি। আয়োজক সংস্থার পক্ষে সুবব্রত ভট্টাচার্য জানান, ২৪ জুলাই এডিএসএ-র বিরুদ্ধে ফাইনালে খেলবে আমরা ক’জন।
|
দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের খেলা শুক্রবার শুরু হয়েছে বর্ধমানের মোহনবাগান মাঠে। প্রথম ম্যাচে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ৮-০ গোলে হারিয়েছে ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। চারটি গোল করেন বাপন মাঝি। দু’টি গোল করেন অর্চন যাশ। ১টি করে গোল করেন হেমন্ত দাস ও সোমনাথ ঘোষ। |