প্রাথমিক শিক্ষকদের ফের প্রশিক্ষণ হবে দূরশিক্ষায়
ক বছরের প্রশিক্ষণ নেওয়া আছে তাঁদের। কিন্তু ৭৫ হাজার প্রাথমিক শিক্ষককে তার উপরে আরও এক বছরের প্রশিক্ষণ নিতেই হবে। ওই শিক্ষকদের সেই আবশ্যিক বাড়তি প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। দূরশিক্ষার মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
২০১০ সালেই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই প্রাথমিক শিক্ষকদের জন্য দু’বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল। এক বছরের প্রশিক্ষণ নিয়ে যে-সব প্রাথমিক শিক্ষক ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পরে কাজে যোগ দিয়েছিলেন, এনসিটিই-র শর্ত অনুযায়ী তাঁদের সকলকেই আরও এক বছরের প্রশিক্ষণ নিতে হবে। সেই জন্য পাঁচ বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩১ মার্চ। তার আগেই দ্বিতীয় দফার প্রশিক্ষণের পর্ব চুকিয়ে না-ফেললে ওই শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে।
রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে এক বছরের একটি ব্রিজ কোর্সের কথা ভাবা হয়েছিল। কিন্তু এত বিপুল সংখ্যক শিক্ষককে এত অল্প সময়ে ব্রিজ কোর্স করানোর পরিকাঠামো না-থাকায় দূরশিক্ষার কথা ভাবতে হয়েছে। এনসিটিই-র বেঁধে দেওয়া সময়সীমার এক বছর ইতিমধ্যে কেটেও গিয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই স্কুলশিক্ষা দফতর উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। রাজ্যের স্কুলশিক্ষা দফতরের সচিব ছাড়াও ওই বৈঠকে ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনউ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুল বা এনআইওএসের কর্তৃপক্ষ এবং কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্না উপস্থিত ছিলেন।
স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন জানান, এক বছরের এই প্রশিক্ষণের জন্য ইগনউ, এনআইওএস এবং রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি তিনটি পৃথক প্রশিক্ষণ পাঠ্যক্রম অনুমোদন করেছে এনসিটিই। তিনি বলেন, “রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সেপ্টেম্বর থেকেই এই পাঠ্যক্রম চালু করে দিতে পারবে বলে জানিয়েছে। অন্য দু’টি সংস্থা জানিয়েছে, তারা আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই পাঠ্যক্রম চালু করতে পারবে।”
রাজ্যের স্কুলশিক্ষা দফতরে ডাকা এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যে এনসিটিই অনুমোদিত ৮৪টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, ১৫টি জেলা শিক্ষা প্রশিক্ষণ কলেজ (ডিআইইটিসি) এবং ৫১টি বিএড কলেজকে এই প্রশিক্ষণের কাজে লাগানো হবে। মোট ১৫০টি কেন্দ্রের প্রতিটিতে ১০০ জন করে প্রতি শিক্ষাবর্ষে মোট ১৫০০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর পর পাঁচটি শিক্ষাবর্ষ কাজে লাগাতে পারলেই এই প্রশিক্ষণের কাজ সেরে ফেলা সম্ভব হবে।
দূরশিক্ষার এই পরিকাঠামো আছে ইগনউ এবং এনআইওএসের। ওই দু’টি সংস্থারই দূরশিক্ষার বিভিন্ন চালু পাঠ্যক্রমও রয়েছে। তবে একই সঙ্গে বাড়তি পড়ুয়ার প্রশিক্ষণের দায়িত্ব সামাল দিতে পরিকাঠামো সম্প্রসারণ করতে হবে তাদেরও। তারা এই প্রশিক্ষণের জন্য মোট ছ’হাজার টাকা ফি নেবে বলে জানিয়েছে।
আর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে পুরো পরিকাঠামো তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক ভাবে পর্ষদের কোর্স ফি আট হাজার টাকা ধরা হয়েছে।
Previous Story Rajya Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.