টুকরো খবর |
নির্বাচনের দাবিতে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০০৮ সালে। কিন্তু বিষ্ণুপুরের কালীতলার ‘বিষ্ণুপুর বালুচরী ও রেশমজাত বস্ত্র শিল্পী সমবায় সমিতি’র পরিচালন কমিটির নির্বাচন হয়নি এই তিন বছরে। এরই প্রতিবাদে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় সমিতির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শেয়ার হোল্ডাররা। বিক্ষোভকারীদের অভিযোগ, “সিপিএম পরিচালিত বর্তমান সমিতি মেয়াদ উত্তীর্ণের পরেও ইচ্ছা করে নির্বাচন করছে না। বালুচরী শিল্পীদের স্বার্থের কথা না ভেবে মাঝেমাঝে বন্ধ রাখা হয় সমিতি। বালুচরী শিল্পীদের উন্নয়নের কথা না ভেবে সমিতির অফিস কার্যত হয়ে উঠেছে সিপিএমের পার্টি অফিস।” দ্রুত সমিতির কাজকর্ম ফের সচল করার দাবি জানিয়ে দিব্যেন্দুবাবু বলেন, “ক্ষমতা ধরে রাখতে তিন বছরের বেশি নির্বাচন করেনি পরিচালকমণ্ডলী। সমিতির উন্নয়নের বদলে এখন হাল খারাপ। শেয়ার হোল্ডারদের লাভ-লোকসানের কোনও হিসাবও দেওয়া হয় না।” ওই সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত কাইতি বলেন, “লাভের বদলে সমিতি বেশ কয়েক বছর ধরে লোকসানে চলছে। যার পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। ফলে একটা অনিয়ম শুরু হয়েছে। নিয়মিত সমিতির অফিসও খোলা হয় না। নির্বাচনও হয়নি। নতুন করে ভাবনা চিন্তা শুরু করা হবে।” |
কমিটির অনশন
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
অবাধ রাজনৈতিক কার্যকলাপ এবং ধৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে অনশন ও বিক্ষোভ অবস্থান করল আদিবাসী মূলবাসী জনগণের কমিটি। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত বলরামপুরের উরমা হাটতলাতে এই কর্মসূচিতে যোগ দেন কমিটির শতাধিক সদস্য। কমিটির মুখপাত্র বসন্তকুমার মাঝি বলেন, “আগে আমাদের রাজনৈতিক কার্যকলাপের উপর প্রতিবন্ধকতা ও বিধিনিষেধ আরোপ করেছিল বামফ্রন্ট সরকার। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এলাকার উন্নয়নের দাবিতে আন্দোলন করলেও পুলিশ তা করতে দিতো না। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি ওই দমনমূলক মানসিকতার পরিবর্তন হোক।” কমিটির অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার সময়ে পুলিশ তাদের বহু নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। বসন্তবাবুর দাবি, “মিথ্যা মামলা প্রত্যাহার-সহ আমাদের জেলে বন্দী থাকা নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে।” বলরামপুরের বিডিও গোবিন্দ ভট্টার্চায বলেন, “আদিবাসী মূলবাসী জনগণের কমিটি আন্দোলনে বসেছিল বলে শুনেছি। তবে ওঁরা আমাদের কাছে আসেননি।” |
রাস্তা তৈরিতে দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিডিওকে চিঠি দিলেন গ্রামবাসী। পুঞ্চার রাধানগর গ্রামের বংশী মাহাতো, পশুপতি মাহাতো, দিলীপ মাহাতো’রা পুঞ্চার বিডিওকে লেখা অভিযোগপত্রে জানান, রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে। বংশীবাবু বলেন, “আমরা মাস্টার রোলের জেরক্স কপি বার করে দেখেছি ওই রাস্তায় ষোল হাজার টাকা শ্রমিকদের মজুরি হিসেবে দেওয়া থাকলেও নথিতে কারচুপি করে এক লক্ষ ষাট হাজার টাকা পেমেন্ট দেখানো হয়েছে।” বাসিন্দাদের একাংশের অভিযোগ, “যে পরিমাণ মোরাম দেওয়ার কথা তা দেওয়া হয়নি। পাঁচদিন রোলার ব্যবহার করে ২৪ দিন দেখানো হয়েছে। গ্রামের ভিতরে জলনিকাশি ব্যবস্থা করা হয়নি। দু’বার অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” পুঞ্চার বিডিও বিল্বদল রায় বলেন, “ওই রাস্তা নিয়ে দু’বার অভিযোগ জমা পড়েছে। নথিপত্র না দেখে বিশদ তথ্য জানানো সম্ভব নয়।” |
সিটুর স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
ঝালদা ১ ব্লক এলাকায় ২ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকা নিরপেক্ষ ভাবে তৈরি করা-সহ কয়েক দফা দাবিতে সংশ্লিষ্ট বিডিও-কে স্মারকলিপি দিল সিটু। সংগঠনের পক্ষে উজ্জ্বল চট্টরাজ বলেন, “২ টাকা কেজি দরে চাল দেওয়ার তালিকা তৈরি হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। ওই তালিকায় কোনও দলবাজি করা চলবে না বলে বিডিও-র কাছে আমরা দাবি জানিয়েছি।” পাশাপাশি প্রতি হাজার বিড়ি বাঁধার জন্য বিড়ি শ্রমিকদের মজুরি ৬০ থেকে বাড়িয়ে ১০০ টাকা করার দাবি করা হয়। বিডিও সৌমিত্র হোড় জানান, দাবিগুলি দেখা হবে। |
স্কুলভোট
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
হুড়া ও পুরুলিয়া ২ ব্লকের দু’টি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল ও কংগ্রেস জোট। রবিবার নির্বাচন হয়। হুড়ার কেশরগড় কৃষ্ণানন্দ বিদ্যাপীঠে ৬টি আসনে জয়ী হয়েছে বিরোধী জোট। এখানে পরিচালন সমিতির সিপিএমের দখলে ছিল। আর পুরুলিয়া ২ ব্লকের চয়নপুর উচ্চ বিদ্যালয়ে ৬টি আসনের মধ্যে চারটি তৃণমূল ও ২টি কংগ্রেস পেয়েছে। গত নির্বাচনে ৪টি পেয়েছিল সিপিএম এবং কংগ্রেস ২টি আসন পেয়েছিল। |
শিশির সান্যাল প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়ার গাঁধী বিচার পরিষদের প্রতিষ্ঠাতা শিশির সান্যাল প্রয়াত হয়েছেন। অসুস্থ হওয়ায় কয়েক দিন একটি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সওয়া দশটায় সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৭। তিনি পরিষদের সম্পাদক পদে ছিলেন। এই সমাজসেবীর জন্ম তৎকালীন পূর্ববঙ্গে। অকৃতদার গাঁধীবাদী শিশিরবাবু গাঁধী বিচার পরিষদ গঠন করে মূলত বাঁকুড়ার গ্রামগুলির অর্থনৈতিক বিকাশের কাজ করেছেন। বিভিন্ন সময়ে দুঃস্থ মানুষজনের পাশাপাশি ছাত্রছাত্রীদের পাশেও তিনি দাঁড়িয়েছেন। তিনি যমুনালাল বাজাজ সম্মান পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে সমাজের বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়। |
|