দাঁতালের হানায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার গভীর রাতে নাগরাকাটার খাসবস্তি এলাকায় হাতির হামলার ঘটনাটি ঘটেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি দাঁতাল গত সোমবার রাত ১টা নাগাদ চাপরামাড়ির জঙ্গল থেকে বার হয়ে জলঢাকা নদী পার হয়ে খাসবস্তিতে বেশ কিছুক্ষণ ধরে হামলা চালায়। বাড়িঘর নষ্ট হলেও দাঁতালটির হানায় কেউ আহত হননি। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে বন দফতরের তরফে এই দিন জানানো হয়েছে। উল্লেখ্য, বন দফতর ও স্থানীয় সূত্রেই জানা গিয়েছে। গত ১ মাসে খাসবস্তিতে প্রায় ২০টি বাড়ি বুনো দাঁতালের হানায় ক্ষতিগ্রস্ত হয়।
|
অরণ্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান হল নিতুড়িয়ার জনার্দন্ডি হাইস্কুলে। মঙ্গলবার অরণ্য সপ্তাহ উদযাপন কমিটি ও নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এ দিন .জনার্দন্ডি হাইস্কুলে ‘অরণ্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভাতে যোগ দেয় স্কুলের পড়ুয়া ও শিক্ষকেরা। এ ছাড়া বন দফতরের উদ্যোগে স্কুলে ফলের গাছ লাগানো হয়েছে। দফতর সূত্রে জানানো হয়েছে, ওই স্কুলের একটি ফলের বাগান করার জন্যই এ দিন প্রচুর ফলের গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতি ও বন দফতরের আধিকারিকরা।
|
বৃক্ষরোপণ উৎসব পালিত হল বাদুড়িয়ার এলএমএস গার্লস হাইস্কুলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিধায়ক কাজি আবদুল গফ্ফর। হাজির ছিলেন প্রধান শিক্ষিকা লক্ষ্মী দত্ত বণিক, স্কুল পরিচালন কমিটির সম্পাদক শান্তিদুলাল বন্দ্যোপাধ্যায়-সহ অন্য শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রীরা। স্কুলের ছাত্রীরা গান ও কবিতার মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্বের কথা তুলে ধরে। এই উপলক্ষে স্কুলকে ঘিরে দেবদারু, মেহগনি, আমলকি, অর্জুন প্রভৃতি গাছের চারা লাগানো হয়।
|
অরণ্য সপ্তাহ উপলক্ষে আরামবাগ মহকুমার খানাকুল ১ ব্লক চত্বরে মঙ্গলবার এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ করলেন আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী, বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায়। ব্লক ও পঞ্চায়েত সমিতির আধিকারিকেরাও চারা পোঁতেন।
|
অরণ্যসপ্তাহে ৬ হাজার গাছ লাগাল লাটাগুড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। ধূপঝোরা, লাটাগুড়ি, বড়দিঘি, কুমলাইয়ে তা লাগানো হয়। |