এক নাবালিকাকে পরিচারিকা হিসেবে কাজে রাখা এবং তার উপরে শারীরিক নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকেগ্রেফতার করা হয়। মঙ্গলবার, বেহালা থানার বুড়োশিবতলা থেকে। ধৃত পুলিশ জানায়, অমিত রাথিয়া প্রোমোটারির ব্যবসা করেন।
পুলিশ জানায়, মিঠু বর্মণ (১২) নামে মালদহের কালিয়াগঞ্জের বাসিন্দা ওই কিশোরী ৭ মাস অমিতবাবুর বাড়িতে কাজ করছে। সোমবার রাতে তাকে বাসি রুটি খেতে দেওয়া হলে তা ফেলে হাঁড়ি থেকে ভাত নিয়ে খায় সে। অভিযোগ, এই অপরাধে অমিতবাবু চামড়ার বেল্ট দিয়ে মিঠুকে মারেন।
ওই রাতেই বেরিয়ে স্থানীয়দের ঘটনাটি জানায় মিঠু। মঙ্গলবার স্থানীয় রবীন মণ্ডল পুলিশে অভিযোগ দায়ের করেন। খবর যায় মিঠুর বাড়িতেও। তবে বেল্ট দিয়ে মারার ঘটনা অস্বীকার করেন ওই প্রোমোটার। মিঠুকে কয়েকটি চড় মেরেছেন বলে জেরায় স্বীকার করেন তিনি। পুলিশ জানায়, নাবালিকাকে কাজ করানোর অপরাধে শিশুশ্রম নিরোধক আইনে অমিতবাবু গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান। মিঠুকে তার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মুরলীধর শর্মা।
|
অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার, উত্তর কলকাতার বি কে পাল অ্যাভিনিউ থেকে। ধৃতের নাম পঞ্চম সাউ (৩৮)। বাড়ি কাশীপুর রোডে। তার কাছ থেকে একটি দেশি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক এর আগেও ডাকাতি ও খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল।
|
৮০০ কেজি নিষিদ্ধ বাজি-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, গড়িয়াহাট থানা এলাকা থেকে। ধৃতদের নাম রাজু নস্কর (২০) এবং সোনু সাউ (২৫)। রাজুর বাড়ি চম্পাহাটিতে। সোনু পটলডাঙার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে রাজু ও সোনু একটি ট্রাকে করে চম্পাহাটি থেকে ওই বাজি নিয়ে যাচ্ছিল। গড়িয়াহাটের কাছে এলে তাদের গ্রেফতার করে পুলিশ। ট্রাকে ত্রিপল চাপা দিয়ে ওই বাজি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।
|
কটি বাড়ি থেকে প্রায় ১০ ভরি সোনার গয়না চুরি গিয়েছে বলে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ফুলবাগান থানা এলাকার উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডের ওই বাড়িতে অবশ্য কেউ থাকেন না। পুলিশ জানায়, ওই বাড়িটির একটি ঘরে দেবব্রত দাস নামে এক ব্যক্তি থাকতেন। বর্তমানে তিনি সপরিবার রায়চকে থাকেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। কলকাতার এই বাড়িতে তালা দেওয়া থাকত। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে দেবব্রতবাবুর প্রতিবেশীরা লক্ষ করেন, ওই বাড়ির দরজার তালা ভাঙা। ভিতরে আলমারি লণ্ডভণ্ড হয়ে রয়েছে।
এর পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গয়নার আর্থিক মূল্য অন্তত দু’লক্ষ টাকা। |