|
|
|
|
নয়া পারমিট মেলেনি, ক্ষুব্ধ অটো মালিকেরা |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্থায়ী অনুমোদনের সময়সীমা পার হওয়ার পরে অটো চালানোর জন্য নতুন করে পারমিট দেওয়া হচ্ছে না, এই অভিযোগে দুর্গাপুর বর্ধমানে এসে বিক্ষোভ দেখালেন কয়েক জন অটো মালিক। মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পূর্ণচন্দ্র সীটের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষুব্ধ অটো মালিকেরা জানান, জেলা পরিবহণ দফতর থেকে দুর্গাপুর পুর এলাকায় চলাচলের জন্য ৩৪টি গ্যাস-চালিত বা সিএনজি অটোকে ‘অফার লেটার’ দেওয়া হয়। অস্থায়ী পারমিটও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরে আর নতুন করে পারমিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
দুর্গাপুর সিটিসেন্টারের বর্ধমান ডিস্ট্রিক্ট অটো অপারেটর্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক অমলকুমার মণ্ডল বলেন, “পরিবহণ দফতরের ওই অফার লেটার দেখিয়ে ওই ৩৪টি অটোর মালিক দুর্গাপুরের একটি সমবায় ব্যাঙ্ক থেকে ঋণও নিয়েছেন। কিন্তু নতুন করে পারমিট না মেলায় তাঁরা অটো নিয়ে রাস্তায় বেরোতে পারছেন না। তাই ঋণ শোধ করতেও সমস্যায় পড়তে হচ্ছে।” তিনি অভিযোগ করেন, জেলা পরিবহণ আধিকারিককে বারবার সমাধানের জন্য আবেদন করা হলেও তিনি জানিয়েছেন, পরিবহণ বোর্ডের বৈঠক না হলে কিছু করা যাবে না। |
|
বিক্ষোভ অতিরিক্ত জেলাশাসকের দফতরে। নিজস্ব চিত্র। |
দুর্গাপুর পুর এলাকায় বর্তমানে প্রায় ৮০টি অটো চলছে। তাদের পারমিট পেতেও সমস্যা হয়নি। কিন্তু কেন এই ৩৪টি অটোকে পারমিট দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে, এ দিন সেই প্রশ্ন তুলেছেন অটো মালিকেরা।
জেলা পরিবহণ আধিকারিক অনির্বান কোলেকে এ দিন তাঁর দফতরে পাওয়া যায়নি। কেন এই ৩৪টি অটোর মালিকদের নতুন করে পারমিট মঞ্জুর করা হচ্ছে না, সে ব্যাপারে তাঁর দফতর সূত্রেও কিছু জানা যায়নি। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পূর্ণচন্দ্র সীট বলেন, “কেন এখনও ওই ৩৪টি অটো পারমিট পায়নি, তা খতিয়ে দেখা হবে।” |
|
|
|
|
|