বৃষ্টিতে বন্ধ হয়ে গেল কালনা সুপার সকার কাপের উদ্বোধনী অনুষ্ঠান। কালনা সুপার সকার ক্লাবের উদ্যোগে দেশের নামী অ্যাকাডেমির খেলোয়াড়দের নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বিকেল ৮টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা শুরু করা যায়নি। ৫টার পরে অনুষ্ঠান শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি শুরু হয়। তড়িঘড়ি শেষ করে দেওয়া হয় অনুষ্ঠান। উদ্বোধক প্রাক্তন ফুটবল তারকা বদরু বন্দ্যোপাধ্যায় বলেন, “অ্যাকাডেমিগুলিকে নিয়ে এই ধরনের উদ্যোগ এই প্রথম। তবে এই ধরনের টুর্নামেন্টে আইএফএ-র রাশে দাঁড়ানো উচিত ছিল।” উদ্যোক্তাদের তরফে সুবীর ঘোষ বলেন, “টুর্নামেন্টটিতে ৮টি দল যোগ দিচ্ছে।”
|
সুবোধ মেমোরিয়াল ফুটবল থেকে বিদায় নিল কল্যাণ স্মৃতি সঙ্ঘ। মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে সাই প্রশিক্ষণ কেন্দ্র ৩-০ গোলে হারিয়ে দিয়েছে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। দু’টি গোল করেন বাপি বিশ্বাস। অপরটি দিনু দাস। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ, বুধবার আরাধনা সঙ্ঘ খেলবে সেন্টার অব ইয়ং সোসাইটির বিরুদ্ধে।
|
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবার জয়ী হল দুর্গাপুরের আমরা ক’জন বয়েজ ক্লাব। এ দিন তারা সেইল আইএসপি-কে আসানসোল স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। দু’টি দলই কোনও গোল করতে পারেনি। |