চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত জেলা হাসপাতাল চত্বর। রবিবার দুপুরে মংলু বর্মন (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়। তার পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত সুপার, চিকিৎসক এবং নার্সদের প্রায় দু’ঘণ্টা ঘেরাও করে রাখেন পরিবারের লোকেরা। বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকেরাও। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারপ্রাপ্ত সুপার প্রদীপ মণ্ডল বলেন, “চিকিৎসায় গাফিলতির অভিযোগে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের সুপার, নার্স কিংবা কোনও স্বাস্থ্যকর্মী দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি রায়গঞ্জ থানার রামপুর লহন্ডা এলাকায়। শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। তখনই রোগীকে অক্সিজেন দেওয়া হয়। বার বার খবর দেওয়া হলেও চিকিৎসকরা ওই রোগীরা দেখতে আসেননি। কর্তব্যরত নার্সরা রোগীর পরিবারের লোকেদের বাইরে থেকে ওষুধ এবং ইনজেকশন কিনে আনার নির্দেশ দেন বলেও অভিযোগ। দুপুর ১২টা নাগাদ সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে গেলে স্বাস্থ্যকর্মীরা থেকে নল খুলে দেন। তার পরেই ওই রোগীর মৃত্যু হয়। মৃতের ছেলে লববাবু বলেন, “চিকিৎসায় গাফিলতির জন্যই বাবার মৃত্যু হল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।” ব্লক তৃণমূল সভাপতি রজত ঘোষ বলেন, “হাসপাতালে ওষুধ ও অক্সিজেনের অভাব রয়েছে। চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিসে। এক সপ্তাহের মধ্যে অনিয়ম বন্ধ না-হলে হাসপাতাল সুপারের দফতর বন্ধ করা হবে।” |
হিন্দমোটরের বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এবং উত্তরপাড়া-কোতরং পুরসভার সহযোগিতায় রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। কোতরং ভূপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে শিবির হয়। সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর কুণ্ডু জানান, এলাকার ১৪০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিদ্যাসাগর কলেজের প্রাক্তন শিক্ষক বুদ্ধদেব চক্রবর্তী, পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী ধামালি, উত্তরপাড়া থানার আইসি অসিত সাউ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। |
চিকিৎসক শূন্য বেহাল স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে শনিবার কাঁথি ৩ ব্লকের দেউলবাড় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের তালাবন্দি করে রাখল এক দল গ্রামবাসী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে তালাবন্দি হন কাঁথি ৩ ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুব্রত পাত্র নিজেও। বিক্ষোভকারীদের তরফে শ্যামলী বেরা, গীতা বারিক, সুমন বেরারা জানান, বেশ কিছু দিন ধরেই দেউলবাড় স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক নেই। ‘ডেপুটেশন ভ্যাকেন্সি’তে এক জনের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। মাত্র এক জন নার্স আর দু’জন চতুর্থ শ্রেণির কর্মীই যাবতীয় কাজ সামলাচ্ছেন। চিকিৎসক ও নার্সদের জন্য তৈরি কোয়ার্টারে কেউ না থাকায় গরু-ছাগল চরে বেড়ায়। অথচ, অবহেলিত এই স্বাস্থ্যকেন্দ্রের উপরে নির্ভরশীল কাঁথি ২ ও ৩ ব্লকের হাজার খানেক বাসিন্দা। এ দিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ ওঠে। পরে কাঁথি ৩ ব্লক কংগ্রেস সভাপতি রাজদুলাল নন্দ বিডিও ও বিএমওএইচকে স্মারকলিপি দেওয়া হবে বলা জানান। |
ওজন কমানোর অস্ত্রোপচার চালু হল ই এম বাইপাসে বেলেঘাটার কাছে এক বেসরকারি হাসপাতালে। ‘ইন্ট্রা-গ্যাসট্রিক বেলুন ইমপ্ল্যান্টেশন’ নামে এই অস্ত্রোপচারে পাকস্থলীতে জলীয় পদার্থের পরিমাণ বাড়ানো হয়। ফলে খিদে কমে ও কয়েক মাসের মধ্যেই ওজন অনেক কমে। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট মহেশ গোয়েঙ্কা বলেন, “পাশ্চাত্যের অনেক দেশে এই অস্ত্রোপচার চালু হয়েছে। এটি নিরাপদ, সময়ও কম লাগে।” |
প্রসূতি মা ও শিশউদের স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত কর্মীদের সংগঠন ‘আশা কর্মী ফেডারেশন’ এর জেলা সম্মেলন রবিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হল। সম্মেলনের উদ্বোধন করেন আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। আশা প্রকল্পের কর্মীদের ভাতা বৃ্দ্ধির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। |