গত ৯ই জুলাই হরিপালের জামাইবাটি স্কুলে ‘বিবেকানন্দের ভাবধারা’ বিষয়ক এক কর্মশালা হয়। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সিংহ জানান, দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে বিবেকানন্দ পাঠচক্র চলে। মূলত ওই পড়ুয়াদের উদ্যোগেই কর্মশালাটি আয়োজিত হয়। প্রায় আড়াইশো ছাত্রছাত্রী তাতে যোগ দেয়। ‘স্বামীজির আদর্শ নিজের জীবনে প্রয়োগ’ নিয়ে আলোচনা করে ৬ জন পড়ুয়া। এ ছাড়াও, স্বামীজির উপরে আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশিত হয়। বক্তব্য রাখেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানলোকানন্দ। তিনি ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। ১০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে বই কেনার জন্য আড়াই হাজার টাকা দেন। স্কুলে স্বামীজির একটি আবক্ষ মূর্তি উন্মোচনও করেন জ্ঞানলোকানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর কলেজের শিক্ষক প্রণব বন্দ্যোপাধ্যায়, লিলুয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক অরিজিৎ সরকার প্রমুখ।
|
শ্রীরামপুরের সঙ্গীত বিষয়ক সংগঠন সুরাঙ্গন অভিজ্ঞানের উদ্যোগে গত ৩০ জুন পালিত হল আন্তর্জাতিক রবীন্দ্রকাব্য পাঠ দিবস। প্রতিষ্ঠানের জগবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠান হয়। সংগঠকেরা জানান, মূলত টেগোর রিসার্চ ইন্সটিটিউটের কর্ণধার প্রয়াত সৌমেন্দ্রনাথ বসুর উদ্যোগে ১৯৮৫ সাল থেকে এই দিনটি পালন করা হয়। সেই সময় তাঁর সহযোগীরা ছিলেন বিদেশের কিছু রবীন্দ্র নামাঙ্কিত প্রতিষ্ঠানের প্রাণপুরুষ। সুরাঙ্গন অভিজ্ঞান সেই ’৮৫ সাল থেকেই দিনটি পালন করে আসছে। অনুষ্ঠানে বিশেষ এই দিনটির তাৎপর্য তথ্য সহকারে ব্যাখা করেন সংগঠনের পরিচালক হারাধন রক্ষত। রবীন্দ্রকাব্য পাঠ করেন প্রভাত দে, বেচারাম রক্ষিত, অসিত দত্ত, রীনা ভট্টাচার্য, লেখা পাল, সুনীল দাস পাল, স্নেহা চট্টোপাধ্যায়, সোহম চৌধুরী, সম্প্রীতি চক্রবর্তী, সুপর্ণা চৌধুরী, বুলবুলি সাহা প্রমুখ। সঞ্চালনা করেন শঙ্কর মিত্র।
|
রিষড়া নেতাজি জন্মোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির হয়ে গেল। গত ১০ জুলাই রিষড়া রবীন্দ্র ভবনে ওই শিবির হয়। উদ্যোক্তারা জানান, ১৪৭ জন সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের এসডিপিও কঙ্করপ্রসাদ বারুই, রিষড়ার পুরপ্রধান শঙ্করপ্রসাদ সাউ প্রমুখ।
|
১০ জুলাই ধনেখালির বোসো রবীন্দ্রস্মৃতি পাঠাগারে কাজি নজরুল ইসলামের ১১২ তম জন্মজয়ন্তী পালিত হল। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি গোপীনাথ সাধু। নজরুলগীতি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
|
রবিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে সাফাই-অভিযান চালানো হল। সংস্থার সদস্যেরা আগাছা কাটেন। নিকাশি নালা পরিষ্কার করা হয়। তা ছাড়াও, চিকিৎসাধীন শিশুদের বেলুন ও খেলনা উপহার দেওয়া হয়।
|
অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছের চারা বিতরণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শ্রীরামপুর শাখা। রবিবার শ্রীরামপুরের মাহেশে এই অনুষ্ঠানে শ’চারেক চারা বিলি হয়েছে। |