টুকরো খবর

জঙ্গলমহলে পুলিশ এখন নিরপেক্ষ, দাবি মন্ত্রীর
জঙ্গলমহলে পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে এমনই জানালেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। রবিবার খড়্গপুর গ্রামীণ থানা চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন। সেখানেই সুকুমারবাবু বলেন, “আগের সরকারের আমলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমান সরকারের আমলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি।” পুলিশকর্মীদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে মানবিক ভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। ১৮ তম বর্ষের এই রক্তদান শিবিরে পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুশান্ত কবিরাজ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু উপস্থিত ছিলেন। শিবিরে ৫৩৫ জন রক্ত দেন। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেও শনিবার মেদিনীপুর শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মোট ৫৬ জন রক্ত দেন। সংগঠনের জেলা চেয়ারম্যান রমা গিরি বলেন, “এই সময় হাসপাতালে রক্তের চাহিদা দেখা দেয়। সেই সংকট মেটাতেই এই উদ্যোগ।”

রাস্তার ধারে কার্যালয়, বিতর্ক তৃণমূলে
রাজ্যে ক্ষমতায় আসার পরও দাঁড়ি পড়ছে না তৃণমূলের গোষ্ঠী কোন্দলে। এ বার তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় তৈরি ঘিরে সেই কোন্দল প্রকাশ্যে এল। ঘটনাটি চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ার। এখানে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু’র একটি কার্যালয় রয়েছে। পাশেই আইএনটিটিইউসি’র কার্যালয় তৈরি করতে উদ্যোগী হয় তৃণমূলের একাংশ। অস্থায়ী কার্যালয় তৈরিও করা হয়। কিন্তু রাস্তার পাশে শ্রমিক সংগঠনের কার্যালয় তৈরিতে বাধা দেয় তৃণমূলেরই অন্য একটি গোষ্ঠী। তাদের বক্তব্য, রাস্তার পাশে কার্যালয় তৈরি করলে সমস্যা দেখা দেবে। এখানে সিটু’র কার্যালয় থাকতে পারে। কিন্তু সেই পথে রাস্তা দখল করে তৃণমূলের কোনও কার্যালয় তৈরি করা যাবে না। শেষমেশ শনিবার রাতে তৃণমূলের ওই গোষ্ঠীর লোকজন দলের শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয় ভেঙে ফেলে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল নেতৃত্ব অবশ্য গোষ্ঠী কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়েছেন। দলের গড়বেতা ৩ নম্বর ব্লক সভাপতি নিমাই বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তা দখল করে দলীয় কার্যালয় করা যাবে না। এ ক্ষেত্রে দলই কড়া ব্যবস্থা নেবে।” পাশাপাশি তাঁর মন্তব্য, “আইএনটিটিইউসি’র কার্যালয় তৈরি ঘিরে সাতবাঁকুড়ায় একটা সমস্যা হয়েছিল। তবে তা মিটে গিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

সবংয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
কংগ্রেস নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ের সারতায় শনিবার সংঘর্ষে জড়াল জোটশরিক তৃণমূলের দুই গোষ্ঠী। তাতে মোট ৭ জন জখম হয়েছেন। এমনকী পরিস্থিতি সামাল দিতে যেতে হয় সবং থানার পুলিশকেও। তৃণমূলের একটি গোষ্ঠীর অভিযোগ, বিধানসভা ভোটের আগে পর্যন্ত সিপিএমে থাকা নানা দুষ্কর্মে জড়িত লোকজনকে দলে নিচ্ছেন ব্লক নেতৃত্ব। তার প্রতিবাদ করা ঘিরেই সংঘর্ষ বাধে। তবে ব্লক তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, তৃণমূলের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে ‘শঙ্কিত’ কংগ্রেস গোলমালই পাকাচ্ছে। সবংয়ে কংগ্রেস-তৃণমূল বিরোধ দীর্ঘ দিনের। বিধানসভা ভোটের পরেও সম্পর্ক জোড়া লাগেনি।

জন্মশতবর্ষ পালন
বিভূতিভূষণ বসু ও বিজয়কৃষ্ণ ঘোষের জন্মশতবর্ষ পালন করল বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে শতাযু বিভূতিভূষণবাবু এসেছিলেন। ১৯৮৮ সালে প্রয়াত বিজয়বাবুর পরিজনেরাও উপস্থিত ছিলেন। ছিলেন হরিপদ মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনাদরে
ছবি: রামপ্রসাদ সাউ।
মেদিনীপুরের জেলাশাসক ‘ডগলাস হত্যা-কাণ্ডে’ জড়িত বছর কুড়ির প্রদ্যোৎ ভট্টাচার্যের ফাঁসি হয়েছিল ১৯৩০ সালে, ইংরেজ শাসনকালে। পরে তাঁর সম্মানে অবিভক্ত মেদিনীপুর জেলা পরিষদ সভাঘরের নাম রাখা হয় শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন। সেই ভবনের সামনে শহিদের পূর্ণাবয়ব মূর্তি এখন অনাদরে জীর্ণ। নজর নেই কারও।

মঙ্গলবার
কবি স্মরণ: রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদ্যাপন। আয়োজক: খড়্গপুর উৎসব কমিটি ও বালাজি মন্দির পল্লি উন্নয়ন সমিতি। বালাজি মন্দির উন্নয়ন সমিতির সভাগৃহে অনুষ্ঠান শুরু সন্ধে ৬টায়।

বুধবার
ফুটবল: মেদিনীপুরের মহাতাবপুর যুব সঙ্ঘের উদ্যোগে আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন। যোগ দেবে ১০টি দল।

Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.