টুকরো খবর

দাঁতনের স্কুলে অরণ্য সপ্তাহ
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দাঁতন শহরে পালিত হল অরণ্য সপ্তাহ। বৃহস্পতিবার অরণ্য সপ্তাহের প্রথম দিনে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সাতশো চারা বিলি করে দাঁতন ভাগবতচরণ হাইস্কুল। প্রধান শিক্ষক অরবিন্দ দাস জানান, স্কুলের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা বেরিয়ে শহর পরিক্রমা করে। শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল দাঁতন হাইস্কুল। প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ জানান, এই স্কুলেরই ছাত্র সূর্যেন্দুবিকাশ কর মহাপাত্রের নামাঙ্কিত ইকো ক্লাবের পরিচালনায় সঙ্গীত-আবৃত্তি-নাটিকা পরিবেশিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিজ্ঞান বিষয়ক সাহিত্যিক ভবানীশঙ্কর জোয়ারদার, অতীন্দ্রনাথ বেরা প্রমুখ। দাবি। জাতীয়তাবাদী প্রাণিবন্ধু সংগঠন রবিবার স্মারকলিপি দিল পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদাকে। কৃত্রিম গো-প্রজননে যুক্ত প্রাণিবন্ধুদের স্থায়ীকরণের দাবিতেই এই স্মারকলিপি পেশ। জেলায় মোট ২৯০ জন প্রাণিবন্ধু রয়েছেন।

অরণ্য সপ্তাহ পালন পূর্বে
বন দফতর ও পঞ্চায়েতের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তেই পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। শনিবার এগরা, হলদিয়া, তমলুক ও কাঁথি মহকুমাতেও স্কুলে-স্কুলে অনুষ্ঠান হয়। এগরা ১ ব্লকে প্রায় তিন হাজার চারা বিলি করে প্রশাসন। এই উপলক্ষে ট্যাবলো সহযোগে শোভাযাত্রা, আলোচনাসভার আয়োজন ছিল। উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক প্রশান্ত পাল, জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ।
এ দিনই চারা রোপণ ও পরিচর্যার কাজ হাতে-কলমে শেখানো হয় হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রমে। বিশ্ব উষ্ণায়ণ নিয়ে আলোচনা করেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক ভীমচরণ মণ্ডল। চারা রোপণ নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের পরামর্শ দেন শচীনন্দন সামন্ত। ছিল ক্যুইজ প্রতিযোগিতার আয়োজনও। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, স্বামী বিশ্বনাথানন্দ প্রমুখ। এ দিনই হলদিয়ায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশে পদযাত্রার আয়োজন করেছিল টাটা পাওয়ার। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণে উদ্যোগী হয়েছেন হলদিয়া বন্দর কর্তৃপক্ষও। বন্দরের জেনারেল কার্গো বার্থের পাশে পতিত জমিতে ছাতিম, বকুল-সহ হাজার পাঁচেক গাছ নাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বন্দরের আধিকারিক শশাঙ্ক পণ্ডিত।

বিষ্ণুপুরে বৃক্ষরোপণ
বাঁকুড়ার তিনটি বন বিভাগের ১৭টি বন সুরক্ষা কমিটির হাতে ১ কোটি ১৪ লক্ষ ৪৪৮ টাকা তুলে দিল বন দফতর। বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে শনিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানে ‘যৌথ বন পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন-বন্যপ্রাণী সংরক্ষণ’ বিষয়ক একটি আলোচনায় যোগ দেন রাজ্যের আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার এবং বন দফতরের কেন্দ্রীয় চক্রের বনপাল নীরজ সিঙ্ঘল প্রমুখ। বনপাল বলেন, “এ রাজ্যে চলতি বছরে সব থেকে বেশি, প্রায় ৫০ লক্ষ বৃক্ষরোপণ হবে বাঁকুড়া জেলায়।” তিনি জানান, এ ছাড়া জেলার মোট ৪০০টি বন সুরক্ষা কমিটির হাতে ৮ কোটি ৬৬ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। রবিবার বিষ্ণুপুর শহরের যমুনা বাঁধের পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল কৃষ্ণগঞ্জ ষোলোআনা কমিটি। আবাসন মন্ত্রীর উপস্থিতিতে ২০০টি গাছের চারা রোপণ করা হয় বাঁধের পাড়ে। শনিবার শহরের তিনটি উচ্চ বিদ্যালয়েও বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়।

সাপের ছোবলে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। মৃতার নাম মালতি কর্মকার (১৫)। বাড়ি পূর্বস্থলীর চাঁপাহাটিতে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তাঁকে একটি সাপে ছোবল দেয়। শুক্রবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রবিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়েছে।
Previous Story Jibjagat First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.