|
|
|
|
টুকরো খবর |
বিদ্যুৎস্পর্শে মৃত্যু |
হুকিং করতে গিয়ে রবিবার বিকেলে একবালপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম ইবরার আলি (২৩)। তিনি বিদ্যুৎ-মিস্ত্রি। বিকেল ৪টে নাগাদ এম এম আলি রোড ও একবালপুর রোডের মোড়ে টেলিফোনের একটি খুঁটির উপরে উঠেছিলেন ইবরার। ওই খুঁটির সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে অন্য একটি তার লাগাচ্ছিলে ওই যুবক। হঠাৎই তড়িদাহত হয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
দুর্ঘটনায় মৃত ১ |
অটোর ধাক্কায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। রবিবার সকালে, নিউটাউন থানার চকমাচুরিয়ায়। মৃতের নাম তাপসকুমার মণ্ডল (৩০)। পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময়ে নিউটাউন রোডের মুখে একটি অটো তাপসবাবুকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
|
|
|
 |
|
|