|
|
|
|
স্কুলবাসে দুর্ঘটনা এড়াতে |
নিজস্ব সংবাদদাতা |
বেপরোয়া গাড়ি চালানো, বিধি না-মানা ইত্যাদি কারণে প্রায়ই সমস্যা হয় স্কুলবাস নিয়ে। দুর্ঘটনাও লেগেই থাকে। কিছু দিন আগেই দুর্গাপুরে স্কুলবাস থেকে ছিটকে পড়ে সেই বাসের তলায় পিষ্ট হয়েছিল এক ছাত্রী। গত সপ্তাহে উত্তর শহরতলির বাগুইআটিতেও দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুলবাস। খুদে স্কুলপড়ুয়াদের নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে তোলা এবং বাড়ি পৌঁছে দেওয়ার সময়ে অনেক ক্ষেত্রেই যানজটে পড়তে হয় চালকদের। ফলে মাঝেমধ্যেই বাড়তি ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়। স্কুলবাস পরিষেবাকে আরও নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ করতে রবিবার শিশির মঞ্চে স্কুলবাসের চালক, সহ-চালক এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলকাতা ট্রাফিক পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল কন্ট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে ওই শিবির আয়োজিত হয়।
দক্ষিণ ২৪ পরগনার আঞ্চলিক পরিবহণ অধিকর্তা চপল বন্দ্যোপাধ্যায় বলেন, “চালকদের যেমন সচেতন করতে হবে, তেমন মানুষকেও সচেতন হতে হবে। ট্রাফিক আইনকে স্কুলের পাঠ্যক্রমে যুক্ত করতে হবে।” কলকাতা পুলিশের ট্রাফিক প্রশিক্ষণ স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন চক্রবর্তী বলেন, “বিশেষত স্কুলবাসের চালকদের শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। ট্রাফিক সিগনাল মেনে, অযথা ওভার টেক না করে গাড়ি চালাতে হবে তাঁদের।” কী করে সুরক্ষিত ভাবে গাড়ি চালানো যায়, তা যন্ত্রের সাহায্যে দেখানো হয় চালকদের। কন্ট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেন, “চালকদের নিয়মিত সচেতন করার ফলে স্কুলগাড়ির দুর্ঘটনা এখন আগের তুলনায় অনেক কম।”
|
|
|
 |
|
|