টুকরো খবর
|
স্টেশনে মিলল অস্ত্র |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
 |
নিজস্ব চিত্র। |
স্টেশন থেকে অস্ত্র উদ্ধার করল রেল পুলিশ। শনিবার ভোরে রামপুরহাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি নাইন এমএমপিস্তল, ১০ রাউন্ড এসএলআর গুলি এবং তিনটি ম্যাগাজিন। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে বিস্ফোরণের পর সম্প্রতি সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে নজরদারি শুরু হয়েছিল। প্রায় প্রতি রাতেই সাঁইথিয়া রেল পুলিশের অধীনস্থ বোলপুর থেকে ঝাড়খণ্ড সীমানার রাজগ্রাম পর্যন্ত নজরদারি চালাচ্ছে রেল পুলিশ। শুক্রবার গভীর রাতে সাঁইথিয়া জিআরপি’র ওসি সুরেশ ভৌমিক ও এএসআই ধ্রুব বন্দ্যোপাধ্যায় স্বাধীনপুর স্টেশনে হানা দেন। সেখানে কিছু না পেয়ে তাঁরা ফিরে আসেন রামপুরহাট স্টেশনে। শুরু হয় চিরুনি তল্লাশি। ভোর পৌনে পাঁচটা নাগাদ হাওড়াগামী বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি স্টেশন ছেড়ে যেতেই দেখা যায় এক নম্বর প্ল্যাটফর্মের কংক্রিটের বেঞ্চের নীচে একটি ব্যাগ পড়ে আছে। পুলিশ ওই ব্যাগ থেকেই উদ্ধার করে অস্ত্র। সুরেশবাবু বলেন, “তৎপরতার জন্যই অস্ত্র উদ্ধার সম্ভব হল। এগুলি কে কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত তিন, ভাঙচুর বোলপুরে |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর ও রামপুরহাট |
দু’টি দুর্ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ জনায়, মৃতদের নাম ঝিলিক হাজরা (১৫), প্রদ্যোত পাল (৪২)। দু’জনেরই বাড়ি বোলপুরের ভূবনডাঙায়। আর বিষ্ণু লেট (১৫) নামে কিশোরের বাড়ি রামপুরহাট থানার কুঠিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঝিলিক ও প্রদ্যোতবাবু বোলপুরের প্রভাত সরণি এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে প্রভাতসরণির দিকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক কবিগুরু ক্রীড়াঙ্গণের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। এর পরেই স্থানীয় বাসিন্দারা ট্রাক চালর ও খালাসিকে মারধর করে। ট্রাকে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অন্য দিকে, শনিবার সন্ধ্যায় বিষ্ণু সাইকেলে করে রামপুরহাট থেকে বাড়ি ফিরছিল। পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কে, বাটাইল মোড়ের কাছে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় প্রথমে বিষ্ণুকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বর্ধমানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, চালক-সহ গাড়িটিকে আটক করা হয়েছে।
|
রাস্তায় আটকে দোকানে হানা |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
অস্ত্র দেখিয়ে বা দরজা ভেঙে নয়। এ বার এক অভিনব কায়দায় একটি গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে দুবরাজপুর পুর-এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ইন্দিরা গাঁধী মার্কেট কমপ্লেক্স এলাকার ব্যবসায়ী কাঞ্চন দাস দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি দুবরাজপুর শহর থেকে ৫-৬ কিলোমিটার দূরে লোহাগ্রামে। পথেই তাঁর বাইক আটকায় ৫ দুষ্কৃতী। তাঁর কাছ থেকে দোকানের চাবি। শুধু তাই নয়, প্রায় ১ ঘণ্টা কাঞ্চনবাবুর মুখ, হাত বেঁধে দু’জন পাহারায় থাকে। বাকি তিন দুষ্কৃতী তাদের বাইক ও কাঞ্চনবাবুর বাইক নিয়ে মার্কেট কমপ্লেক্স এলাকায় দোকানে যায়। কাঞ্চনবাবু জানান, শুক্রবার বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় দু’কিমি দূরে নিরাময় যক্ষা হাসপাতাল পার হলেই ওরা পথ আটকায়। দু’টি বাইকে ৫ জন ছিল। তিনি বলেন, “প্রথমে ওরা রাস্তার পাশের জঙ্গলে আমাকে টেনে নিয়ে গিয়ে মারধর করে। দোকানের চাবি, মোবাইল, সঙ্গে থাকা নগদ টাকা কেড়ে নেয়। ভয়ে বাইকটিও দিয়ে দিই। প্রায় ১ ঘণ্টা দু’জন আমাকে আটকে রেখেছিল। ছাড়া পেয়ে গ্রামে ছুটে গিয়ে পড়শিদের জানিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ করি। দোকানে গিয়ে দেখি রূপোর সব গয়না নিয়ে গিয়েছে। কিন্তু লোহার সিন্দুক তারা ভাঙতে পারেনি।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
গণপিটুনিতে মৃত্যু, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কিশোর গোস্বামী (২৫)। সিউড়ির হাটজনবাজার এলাকায় তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে ওই এলাকার এক যুবক নৈশ প্রহরীর কাজ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হাটজনবাজার এলাকার বাসিন্দা কিশোর গোস্বামী ও কালু দাস পার্থকে মারধর করে মোবাইল ও টাকা কেড়ে নেন বলে বাসিন্দাদের অভিযোগ। এই অভিযোগে বাসিন্দারা কিশোর গোস্বামী ও কালু দাসকে মারধর করে। দু’জনকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় কিশোরের। সিউড়ি থানার আইসি অসিত ভট্টাচার্য বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকের পরিবারের তরফে ১৪ জনের অভিযোগ হয়েছে। কেউ ধরা পড়েনি।” বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন ধরে কিশোর ও কালুর বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ বাসিন্দারা। ওই দিন ভোরে কাজ সেরে বাড়ি ফেরার সময়ে পর্থকে তারা মারধর করে টাকা, মোবাইল কেড়ে নেয়। পরে পরিবারের লোকেরা পার্থকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
|
ডুবে মৃত্যু বালকের |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
জলে ডুবে মৃত্যু হল এক বালকের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, বছর দশেকের ওই মৃত বালকের নাম ইমরান খান। বাড়ি ওই ওয়ার্ডেই। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃকৃত্য সারতে বাড়ির পিছনের একটি ছোট পুকুরে যায় হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইমরান। বেশ কিছুক্ষণ পরেও বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ইমরানের বাবা গোলাম খান বলেন, “বাড়ির ছাদ থেকে আমার বড় মেয়ে দেখে পুকুরের পাড়ে তার চটিজোড়া পড়ে আছে। তবে ভাইকে সে দেখতে পায়নি। দেরি না করে আমরা ওই পুকুরে খোঁজ শুরু করি।” তিনি জানান, জলের তলায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ইমরানকে। সঙ্গে সঙ্গেই তাকে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুবরাজপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।
|
বিদ্যুৎ চুরি, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য |
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের করল বিদ্যুৎ বন্টন বিভাগ। শুক্রবার সন্ধ্যায় রাজনগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রাজনগর পঞ্চায়েতের সিপিএম সদস্য। নাম লক্ষ্মীন্দর মাল। বাড়ি স্থানীয় আবাদনগরে। পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর বাড়িতে তল্লাশি চালিয়েও গ্রেফতার করা যায়নি ওই ব্যক্তিকে। তিনি পলাতক। যদিও ওই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি সিপিএমের রাজনগর লোকাল কমিটির সম্পাদক কৃষ্ণ মাজি। তিনি বলেন, “আমি নিশ্চিত এ ধরনের কোনও কাজ ওই পঞ্চায়েত সদস্য করেননি। তবে সত্যিই যদি তিনি দোষি হন আইন নিজের পথেই চলবে।”
|
তৃণমূলে যোগ |
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
আগেই অনাস্থায় অপসারিত হয়েছিলেন সিপিএম প্রধান। এ বার সিপিএমের দুই নির্বাচিত সদস্যও যোগ দিলেন তৃণমূলে। শনিবার এই ঘটনা ঘটে পাড়ুইয়ের কসবা পঞ্চায়েতে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “কসবা পঞ্চায়েতের দু’জন সিপিএম সদস্য আমাদের দলে যোগ দিয়েছেন।” ওই দুই সদস্য ডলি বিবি ও নবকুমার বাগদি’র বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা তৃণমূলে যোগ দিয়েছি। যদিও, স্থানীয় সিপিএম নেতৃত্ব এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
গাঁজা-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
সাড়ে ১৭ কেজি গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল ইলামবাজারের পুলিশ। রবিবার দুপুরে একটি মোটরবাইকে করে দুই যুবক গাঁজা যাচ্ছিলেন। ধৃত বিকাশ ঘোষ ও দুখু ঘোষের বাড়ি সুঁড়িপাড়া এলাকায়।
|
সম্মেলন |
আইএনটিটিইউসি’র আওতাভুক্ত পশ্চিমবঙ্গ কপি রাইটার্স জীবন জীবিকা রক্ষা সমিতি’র বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। বোলপুরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল ও আইএনটিটিইউসি’র জেলা সভাপতিরা, বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ তৃণমূলের চার বিধায়ক প্রমুখ। |
|