গাড়িতে করে যাওয়ার সময়ে দুই অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহীর গুলিতে মৃত্যু হল পাকিস্তান পিপলস্ পার্টির নেতা আমির শাহ সহ চার জনের। আমির এক সময়ে বেনজির ভুট্টোর দেহরক্ষী ছিলেন। এর পরেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে জনতা। আর সেই প্রতিবাদ মিছিলে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী নির্বিচারে গুলি চালালে দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় অন্ততপক্ষে সাত জন নিহত হয়েছেন। করাচি পুলিশ প্রধান সাউদ মির্জা এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে এই ঘটনায় তানিবানদের হাত থাকার সম্ভাবনা ওড়াচ্ছেন না তিনি।
|
অ্যাবটাবাদের বাড়িতে বসে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন সেনা কম্যান্ডার জেনারেল ডেভিড পেট্রাউসকে হত্যার ছক করছিলেন বলে জানিয়েছে মার্কিন চ্যানেল। অ্যাবটাবাদের বাড়ি থেকে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে ওবামা ও পেট্রাউসের উপর হামলা চালানো নিয়ে কথা বলছেন ওসামা। পাক-আফগান সীমান্তে দু’জনের বিমানে হামলার ছক ছিল আল কায়দার। |