ব্রুকসের ইস্তফা
বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইবেন মার্ডক
বেড়ে চলা জনরোষ এবং রাজনৈতিক মহলের চাপের মুখে অবশেষে ব্রিটেনের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলেন রুপার্ট মার্ডক। তিনি আজ জানান, ব্রিটেনের সব খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইবেন। বিজ্ঞপ্তিতে ভুলের জন্য দুঃখপ্রকাশ করা হবে। তিনি এ-ও জানান, তাঁদের করা ভুলের জন্য শুধু ক্ষমা চাওয়াটাই যথেষ্ট নয়।
আজকের দিনটা মার্ডকের জন্য সত্যিই খারাপ গেল। তাঁর সংবাদ-সাম্রাজ্য ‘নিউজ ইন্টারন্যাশনালের’ এত দিনের বিশ্বস্ত সেনাপতি রেবেকা ব্রুকস আজ সিইও পদ থেকে ইস্তফা দিলেন। ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ (এনওডব্লিউ)-এর প্রাক্তন সম্পাদক রেবেকা অবশ্য আগেই দাবি করেছিলেন, ফোনে আড়ি পাতা বিষয়টি তাঁর অজান্তে ঘটেছিল। ‘স্কাই ইটালিয়া’-র সিইও টম মকরিজ নয়া সিইও হিসেবে নির্বাচিত হন।
এখানেই শেষ নয়। আমেরিকা থেকেও আজ খারাপ খবর এল মার্ডকের কাছে। অভিযোগ উঠেছে, ৯/১১-র সন্ত্রাসবাদী হামলায় ক্ষতিগ্রস্তদের ফোনেও আড়ি পেতেছিল মার্ডকের ‘নিউজ কর্পোরেশন’। মার্কিন গুপ্তচর সংস্থা এফবিআই-এর ডিরেক্টর রবার্ট মুলার জানিয়েছেন, মার্কিন আইনসভার বিভিন্ন সদস্যরা তাঁকে এই বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। এফবিআই এই মুহূর্তে প্রাথমিক তদন্ত করে বুঝতে চাইছে এই বিষয়ে পূর্ণাঙ্গ কোনও তদন্ত প্রয়োজন আছে কি না।
ব্রিটেনে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড-এর সাংবাদিকরা খবরের জন্য অন্তত চার হাজার লোকের ফোনে আড়ি পেতেছেন এবং পুলিশকে ঘুষ দিয়েছেন বলে জানাজানি হওয়ার পরে ট্যাবলয়েডটি বন্ধ করে দিয়েছেন মার্ডকরা। সেই সঙ্গে ব্রিটেনের বৃহত্তম স্যাটেলাইট চ্যানেল বিস্কাইবি অধিগ্রহণের সিদ্ধান্তও প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্ডক।
মার্ডকের সংবাদ-সাম্রাজ্য ‘নিউজ ইন্টারন্যাশনাল’ থেকে পদত্যাগ করে আজ রেবেকা তাঁর বিদায়ী বার্তায় বলেন, “কোম্পানির যে সুনামকে এত ভালবাসতাম, সাংবাদিকদের যে স্বাধীনতাকে আমরা এত মূল্য দিতাম তা সবই আজ বিপর্যয়ের মুখে। আমাদের কাজে যাঁরা আহত হয়েছেন তাঁদের জন্য আমি গভীর দুঃখ বোধ করছি। আর কোম্পানির সিইও হিসেবে আমি এই ঘটনার দায় এড়াতে পারি না।” তাঁর এই ইস্তফাকে ব্রিটেনের বিভিন্ন মন্ত্রী এবং সাংসদরা স্বাগত জানিয়েছেন। যদিও তাঁদের অনেকে মনে করেন, রেবেকার আরও আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল।
চাপের মুখেও এত দিন অটল ছিলেন সংবাদ-সাম্রাজ্যের ‘সম্রাট’ রুপার্ট। কিন্তু আজ অনেকটাই নরম হয়ে ক্ষমা চাওয়ার কথা জানালেন তিনি। যে দিন তাঁর পাশ থেকে সরে গেলেন এত দিনের বিশ্বস্ত সেনাপতিও। এখন দেখার সাম্রাজ্য ফের গুছিয়ে উঠতে পারেন কি না ‘বৃদ্ধ সম্রাট’ রুপার্ট মার্ডক।
First Page Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.