আবহাওয়া
|
পূর্বাভাস: সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বদ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির
সম্ভাবনা।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা: রবিবারের সর্বোচ্চ ৩৬.০ (+৪) এবং সর্বনিম্ন ২৮.১ (+২) ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা: সর্বাধিক ৯১% এবং সর্বনিম্ন ৫৭%।
বৃষ্টিপাত: সামান্য।
জোয়ার: সন্ধ্যা ৬টা ১৩ মিনিট এবং পরের দিন সকাল ৬টা ৩২ মিনিট।
ভাটা: সকাল ৯টা ৫২ মিনিট এবং রাত ১০টা ১৭ মিনিট।
সূর্য: উদয় ৫টা ২ মিনিট এবং অস্ত ৬টা ২২ মিনিট।
শ্বাসবাহিত ধূলিকণা: সহনমাত্রা ১০০-র নিরিখে
বৈষ্ণবঘাটায় ৩৩, গড়িয়াহাটে ২৯, শ্যামবাজারে ৪২। (মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে)। |
|
|
|
|
|