মন্ত্রী প্ল্যাটফর্মে, ষাঁড়ও, সাসপেন্ড ২ রেলকর্মী
ভীর রাতে ট্রেন ধরবেন রেল প্রতিমন্ত্রী মুকুল রায়। মালদহ টাউন স্টেশনে সে খবর জানানো হয়েছিল আগাম। কিন্তু মন্ত্রী যখন প্ল্যাটফর্মে, তখন ‘রীতি’ মেনে স্টেশনের ভারপ্রাপ্ত সব অফিসার-কর্মী সেখানে হাজির হননি। উল্টে, মন্ত্রী স্টেশনে গিয়ে দেখেছেন, প্ল্যাটফর্মে দাপাচ্ছে একটি ষাঁড়। তার দাপাদাপিতে বিপন্ন ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা।
বুধবার রাতের ঘটনা। তার পরেই দুই অফিসারকে সাসপেন্ড করেন মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমিশনার এন তাম্বে। রেল সূত্রের খবর, সাসপেন্ড করা হয়েছে মালদহ টাউন স্টেশনের মুখ্য টিকিট পরীক্ষক হৃদয়রঞ্জন দাস এবং এক টিকিট সংগ্রাহককে। এ ছাড়া, এক ‘কেটারিং বয়’ এবং রেলের বিদ্যুৎ বিভাগের এক কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, ‘ইন্সপেকশন’ চলাকালীন ‘কর্তব্যে গাফিলতি’র জেরেই এই সিদ্ধান্ত।
যদিও সিদ্ধান্তের পিছনে ‘অন্য ছায়া’ দেখছেন মালদহ ডিভিশনের কর্মী-আধিকারিকদের একাংশ। ‘সাসপেনশন’ প্রত্যাহার করার দাবিতে শুক্রবার মালদহ টাউন স্টেশনে স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান মালদহ ডিভিশনের টিকিট সংগ্রাহক ও পরীক্ষকেরা। তাঁদের ক্ষোভ, “প্ল্যাটফর্মে ষাঁড় ঢুকলে কি টিকিট পরীক্ষকেরা তাড়াবেন? মন্ত্রী হাজির থাকাতেই লঘু পাপে গুরুদণ্ড হয়েছে ওই দুই অফিসারের।” মুকুলবাবু অবশ্য দাবি করেছেন, “এ ব্যাপারে কিছুই জানি না। তা ছাড়া, আমি নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। সরকারি কাজে যাইনি। তাই রাতে আমার জন্য প্ল্যাটফর্মে সব রেলকর্মীকে হাজির থাকতে হবে, এটার কোনও মানে নেই।”
রেল সূত্রের খবর, বুধবার মুকুলবাবু পুর-নির্বাচনের প্রচারে রায়গঞ্জে গিয়েছিলেন। প্রচার সেরে কলকাতামুখী দার্জিলিং মেল ধরতে তিনি রাত পৌনে ১২টা নাগাদ মালদহ টাউন স্টেশনে যান। মালদহ ডিভিশনের ডিআরএম, সিনিয়র ডিসিএম-সহ রেলের পদস্থ কর্তারা স্টেশনে হাজির ছিলেন। মুকুলবাবু স্টেশনে পৌঁছনোর পরেই একটি ষাঁড় ১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাপাদাপি শুরু করে। শুধু তা-ই নয়, স্টেশনের যে ‘ভিআইপি রুম’-এ মুকুলবাবু বসেন, সেখানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চলছিল না। সব আলোও জ্বলছিল না। ভিআইপি রুমে কর্তব্যরত ‘কেটারিং বয়’ও হাজির ছিলেন না।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী অবশ্য বলেন, “বুধবার রাতে মালদহ টাউন স্টেশনে ডিআরএম এবং সিনিয়র ডিসিএমের ইন্সপেকশন ছিল। সেই সময় স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য পরীক্ষক ঘুমিয়ে ছিলেন। মেন গেটে দায়িত্বপ্রাপ্ত টিকিট সংগ্রাহক ডিউটি ছেড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কর্তব্যে গাফিলতির জন্য ওই দু’জনকে সিনিয়র ডিসিএম সাসপেন্ড করেছেন।”
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.