এই ভদ্রলোকের কাছে কখনও কেউ গানের গুঁতো খেয়েছেন কি না, জানা নেই, কিন্তু আজ
ভাল ভাবেই
স্পষ্ট ইট ছুঁড়লে পাল্টা পাহাড় ছোঁড়েন ইনি। ইটপাটকেল-এ রূপঙ্কর বাগচী
লটারিতে পেলেন ফাঁকা শাল পাতা। এ বার? ঘুগনিওয়ালাকে ডিসকাউন্ট দিতে বলব।
মদ যদি নিজেই মাতাল হতে চায়? চাঁদের গায়ে মাখিয়ে দেব, জ্যোৎস্না চেটে খাব আর হালকা হব।
আপনি দৌড় শুরু করলেই স্লো-মোশন হয়ে যান। কী হবে? আরে, প্রেমিকাকে তো আসলে ভিলেনের হাতেই ছেড়ে দিতে চাই...
বাড়ি থেকে পালাচ্ছেন তেড়ে, কিন্তু বারে বারে পথ ভুলে সেখানেই ফিরে আসছেন। কী করবেন? সকালবেলায় সাদা চোখে আবার ট্রাই দেব।
আপনার খুব প্রিয় একটা দুঃস্বপ্নের কথা বলবেন? প্রিয়তমা যদি সত্যিই রাতে মোমবাতি হাতে করিডর দিয়ে হাঁটতে হাঁটতে গান ধরে, ‘কঁহি দীপ জ্বলে কঁহি দিল...’
একটি ভিজে বেড়ালকে চাঙ্গা করার উপায়? ‘Rum’দেব ছাড়া আবার কী উপায়?
কাল সকাল থেকে যদি আপনি কার্বোন ডাইঅক্সাইড হয়ে যান? জলে নেমে জলকেলি করব। আসবেন?
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.