|
|
|
|
জামশেদপুরে গুলিকাণ্ডে ধৃত আরও এক দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরে মানগো বাসস্ট্যান্ডে গুলির লড়াইয়ে জড়িত দুষ্কৃতী দলের আর এক চাঁইকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ সকালে জামশেদপুরে ভুঁইয়াডিহিতে অভিযান চালিয়ে হরিরাম সিংহ নামে ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। জামশেদপুরের এসএসপি অখিলেশকুমার ঝা বলেন, “হরিরাম সিংহের বাড়িতে অভিযান চালাতে গেলে সে আগে থেকেই টের পেয়ে গিয়েছিল। কাছে একটি গাছে চড়ে হরিরাম পুলিশের উপরে গুলি চালায়। তবে হরিরামের চালানো গুলিতে কেউ জখম হননি। তবে বেশ কাঠখড় পুইয়ে ওকে গ্রেফতার করতে হয়েছে।” এসএসপি-র দাবি, হরিরামও গত মঙ্গলবার রাতে মানগো বাসস্ট্যান্ডে অন্য দুষ্কৃতীদের সঙ্গে খুনের মতলবে উপেন্দ্র সিংহের পানশালায় হামলা চালিয়েছিল। সে-যাত্রা তাকে ধরা যায়নি।
এসএসপি বলেন, “নিহত তিন দুষ্কৃতীর সঙ্গে হরিরামও ওই চক্রের মূল পান্ডা অখিলেশ সিংহের গোষ্ঠীর সদস্য। এর আগে টেলকোয় এক মহিলাকে খুন ও সিধগোড়ায় আর একটি খুনের ঘটনায় হরিরাম জড়িত। লুঠপাট, তোলাবাজি, খুন— সব কিছুতেই ওই দলটি জড়িত।”
অন্য দিকে, ওই রাতে গুলির লড়াইয়ে নিহতদের অন্যতম নীলেশ সিংহের বাবা রামানুজ সিংহের দাবি, তাঁর ছেলেকে পুলিশ অহেতুক গুলি করে মেরেছে। ওই দাবি জানিয়ে সীতারামবেড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। রেলের ঠিকাদার তথা পানশালা মালিক উপেন্দ্র সিংহ এবং জুগসলাই ও সিধগোড়া থানার ওসি-সহ কয়েকজন পুলিশকর্তা এই খুনের ঘটনায় জড়িত বলেও তাঁর অভিযোগ। এসএসপি বলেন, “ঘটনার তদন্তে সবই প্রমাণ হয়ে যাবে। তবে নীলেশও ওই রাতে হামলাকারীদের একজন বলেই আমরা তদন্তে জানতে পেরেছি।” |
|
|
|
|
|