স্বপনকুমার পাইন প্রথম একক প্রদর্শনী করলেন সম্প্রতি গ্যালারি ৭৯-এ। তাঁর কোনও প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা নেই। নিজের চেষ্টায় ছবি আঁকা শিখেছেন। প্রখ্যাত শিল্পী বলদেবরাজ পানেসর তাঁকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। আলোচ্য প্রদর্শনীতে তাঁর অ্যাক্রিলিকে আঁকা ছবিগুলিতে আদিমতার সংক্ষুব্ধ অভিব্যক্তি হয়ে উঠেছে প্রধান প্রকাশভঙ্গি। পিকাসোর কিউবিস্ট আঙ্গিকের প্রভাবও কোথাও কোথাও রয়েছে। যেমন ‘ফেস’ ছবিটি, যাতে তিনি মুখোশ সদৃশ একটি মুখ এঁকেছেন। একটি ছবিতে মা কালীর রূপারোপ দেখা গেল। সমতল রূপারোপে জ্যামিতিক সরল বিন্যাসে গড়ে তোলা ছবিটিতে তাঁর নিজস্বতার পরিচয় রয়েছে। অন্যান্য অনেক ছবিতেই এই সংহতি আসেনি। |