টুকরো খবর

পুরসভা অশেষের পাশেই
নতুন চেয়ারম্যান পরিষদে যাঁর অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক, সেই অশেষ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিধাননগর পুর-কর্তৃপক্ষ শুক্রবার জানান, নির্বাচনে দাঁড়ানোর প্রয়োজনীয় অনুমতিপত্র অশেষবাবু বোর্ডের কাছে জমা দিয়েছেন। অশেষবাবুও বলেন, “আমার ভোটে দাঁড়ানোর অনুমতিপত্র চেয়ারপার্সনের কাছে জমা দিয়েছি। যা বলার তিনিই বলবেন।” কিন্তু রাজ্য সরকার অধিগৃহীত সংস্থার স্থায়ী কর্মী অশেষবাবু চেয়ারম্যান পারিষদ হওয়ার জন্য বেতনহীন ছুটি নিয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করেছিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই দাবির সমর্থনে কোনও তথ্য অবশ্য এখনও পুরসভার পক্ষ থেকে দেখানো হয়নি। পুর-চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “অযথা বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে। অশেষবাবু চেয়ারম্যান পারিষদের আগে এক জন জন-প্রতিনিধি। ফলে পুরসভায় সর্বক্ষণ থাকাটা তাঁর বাধ্যতামূলক নয়। পুর পরিষেবার কাজ তাঁকে যা দেওয়া হবে, তিনি তা করে দিলেই হল।” এ দিন চেয়ারম্যান পারিষদ এবং কাউন্সিলরদের নিয়ে আলোচনাও করেন কৃষ্ণাদেবী। পরে তিনি বলেন, “এ বার থেকে বাসিন্দাদের পুর পরিষেবা সংক্রান্ত অভিযোগ শোনার জন্য প্রতিটি ওয়ার্ড অফিসে একটি বাক্স থাকবে। বাসিন্দাদের জমা দেওয়া অভিযোগ সরাসরি চেয়ারপার্সনের টেবিলে আসবে। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।”

আদালতের নির্দেশ
তিলজলা এলাকায় মুক্তিপণের জন্য এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগে ধৃত প্রতিবেশী শাহিদা খাতুনকে ২২ জুলাই পর্যন্ত শুক্রবার জেল হাজত দিল আলিপুর আদালত। আদালতে পুলিশের জানায়, বৃহস্পতিবার তপসিয়া রোডে বাড়ির কাছ থেকে দেড় বছরের আন্না ইসলাম অপহৃত হয়। আন্নার বাবা পুলিশকে জানান, একটি এসটিডি বুথ থেকে ফোনে তাঁকে বলা হয়েছে, মেয়েকে ফেরত পেতে ওই দিন বিকেল ৫টা নাগাদ ই এম বাইপাসে একটি হাসপাতালের সামনে ৭ লক্ষ টাকা নিয়ে যেতে। ওই বুথে গিয়ে সন্ধান মেলে, ফোনটি করেছিল আন্নাদের প্রতিবেশী শাহিদা খাতুন। শাহিদাকে জেরা করে বেনিয়াপুকুরে একটি বাড়ি থেকে আন্নাকে উদ্ধার করে পুলিশ।

সরল বাতিল আসবাবপত্র
নব মহাকরণ ভবনে স্তূপীকৃত বাতিল আসবাব নিয়ে গেলেন ক্রেতারা। প্রায় ২০-২২ বছর ধরে ওই ভবনের প্রতিটি তলায় ওই আসবাব জমে যাতায়াতের পথ প্রায় বন্ধ হতে বসেছিল। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা পরিদর্শনে গিয়ে সব সাফ করার নির্দেশ দেন। ২৭ জুন নিলামে বাতিল আলমারি, ভাঙা চেয়ার-টেবিল প্রায় ৬ লক্ষ টাকায় বিক্রি হয়। শুক্রবার নিউ সেক্রেটারিয়েট ও সিভিল কোর্টের মাঝের অং শ থেকে ভাঙাচোরা জিনিসপত্র তুলে নিয়ে যান ক্রেতা সংস্থার কর্মীরা। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরে প্রতি তলার লবি থেকে পূর্তকর্মীরা অব্যবহার্য আসবাব ও কাগজপত্র সরিয়ে দেন। তুলে দেওয়া হয় প্রায় ৪০টি খাবারের দোকান। রাতে ওই বহুতলে বহিরাগতেরা থাকেন বলে অভিযোগ ছিল। তা বন্ধ করা হয়েছে বলে পূর্ত দফতর সূত্রে খবর।

সোনার মূর্তি-সহ ধৃত
রাধাকৃষ্ণের দু’টি সোনার মূর্তি-সহ দু’জনকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার যাদবপুর থানার পোদ্দারনগর থেকে গোলে নূর মহম্মদ ও মাধব সাউ নামে ওই দু’জনকে ধরা হয়েছে। নূর মহম্মদের বাড়ি বীরভূমে। মাধবের বাড়ি কলকাতার মুচিপাড়ায়। ওই মূর্তি দু’টি কত দিনের পুরনো, তা পরীক্ষা করা হচ্ছে বলে জানান ডিআইজি (সিআইডি) অনুজ শর্মা। গোয়েন্দা পুলিশ সূত্রে খবর, নূর মহম্মদ মূর্তি দু’টি বৌবাজার এলাকায় বিক্রির জন্য এনেছিল। এক গোয়েন্দা কর্তা বলেন, “ধৃতদের জেরা করে ওই এলাকায় মূর্তি পাচার চক্রের খোঁজ করা হচ্ছে।”

ছবি-গ্যালারি
উত্তমকুমারের ৩৩টি ছবিতে সাজল মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ছবি-গ্যালারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা সিনেমার দৃশ্য ও নায়কের বিভিন্ন মুডের ছবিতে সেজেছে করিডর থেকে প্ল্যাটফর্ম। গোটা গ্যালারিটিকে আকর্ষণীয় করে তুলতে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা।
Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.