যে আবাসন প্রকল্পগুলি ঘিরে জমি অধিগ্রহণের সমস্যা রয়েছে, সেগুলিকে ঋণ দেবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ফাঁকে এ কথা জানান এসবিআইয়ের সিএমডি প্রতীপ চৌধুরী। উত্তর প্রদেশ সরকারকে গ্রেটার নয়ডার জমি তার মালিককে ফিরিয়ে দিতে বুধবারই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরই বিতর্ক এড়াতে এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
|
ন’সপ্তাহের সর্বোচ্চ অঙ্ক থেকে নামল শেয়ার বাজার। শুক্রবার ২২০ পয়েন্ট পড়ে সেনসেক্স থামে ১৮,৮৫৮ অঙ্কে। এর অন্যতম কারণ ছিল ধাতু-খনন সংস্থাগুলির শেয়ার দরে পতন। কয়লা খনির সর্বোচ্চ ২৬% মুনাফা স্থানীয় মানুষের মধ্যে ভাগ করে দেওয়া সংক্রান্ত বিলে সায় দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। তা চূড়ান্ত হলে ওই সংস্থাগুলির আয় কমবে, এই আশঙ্কাতেই পড়ে দর। এইচডিএফসি-র প্রথম ত্রৈমাসিকের ফলাফল আশানুরূপ না-হওয়াও বাজার পড়ার একটি কারণ। এ দিকে, জুনে ৪৬.৪% রফতানি বৃদ্ধির হাত ধরে প্রথম ত্রৈমাসিকে দেশের রফতানি বৃদ্ধি ছুঁয়েছে ৪৫.৭%।
|
গুজরাতের কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৯% হাতে নিতে ১,৭০০ কোটি টাকা ঢালবে নালকো। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনও প্রকল্পের অন্যতম অংশীদার বলে জানান সংস্থার সিএমডি বি এল বাগরা। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রটির উৎপাদন দাঁড়াবে ১,৪০০ মেগাওয়াট।
|
লন্ডনের ইস্পাত ঢালাই সংস্থা ম্যাথার্স ফাউন্ড্রি-কে কিনল কলকাতার পাম্প নির্মাতা ডব্লিউপিআইএল। ম্যাথার্সের ঢালাই ইস্পাত সমুদ্র থেকে জল তোলা এবং পারমানবিক শিল্পে ব্যবহৃত পাম্প তৈরিতে লাগবে, দাবি সংস্থার। |