রাজ্য সরকার চুক্তি মতো জমি, জল ও কয়লার ব্যবস্থা করলেই শুরু হবে কারখানা গড়ার কাজ। রানিগঞ্জের জেকে নগরে প্রস্তাবিত অ্যালুমিনিয়াম কারখানা কর্তৃপক্ষ শুক্রবার এ কথাই জানিয়ে দিলেন বিক্ষোভ দেখাতে যাওয়া গ্রামবাসীকে।
আগে জেকে নগরে কারখানাটি ছিল ভারত অ্যালুমিনিয়াম কর্পোরেশনের অধীনে। ২০০১-এ কর্পোরেশনের ৫১ শতাংশ কিনে নেয় একটি শিল্প গোষ্ঠী। তার পরেই জেকে নগর বিধানবাগ ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ২০০৮-এ সংস্থার নতুন কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে ‘মৌ’ স্বাক্ষর করে। নতুন করে কারখানা গড়ার জন্য রাজ্য সরকার জমি, জল ও কয়লার ব্যবস্থা করবে বলে জানায়। স্থানীয় যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী সায়ন্তন মুখোপাধ্যায় দাবি করেন, এর পরেই পুরনো কারখানা ভবন ও আবাসন ভেঙে ফেলা হয়। যন্ত্রাংশ সরিয়ে ফেলা ও কিছু সামগ্রী নিলামে বিক্রিও করে দেওয়া হয়। কিন্তু নতুন কারখানা গড়ার কাজ হয়নি। অথচ, স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় সারা বছর এলাকায় সামাজিক দায়িত্ব পালনে বিভিন্ন কাজ করছে ওই সংস্থা।
শুক্রবার আইএনটিইউসি-র নেতৃত্বে সংস্থার কার্যালয়ে বিক্ষোভ দেখাতে যান স্থানীয়রা। সংগঠনের নেতা বাবলু সিংহ জানান, অবিলম্বে কারখানা গড়ার কাজ শুরু করতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে এ দিন বৈঠক করেন সংস্থার আধিকারিকেরা। তাঁরা জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে। জমি, জল ও কয়লার ব্যবস্থার ব্যাপারে নিশ্চয়তা পেলেই কাজ শুরু হবে।
|
একাধিক দাবির ভিত্তিতে পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে পাণ্ডবেশ্বরের বিডিও এবং পাণ্ডবেশ্ব থানার ওসি ঘটনাস্থলে গেলে তাঁদের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
বিক্ষোভকারীরা এ দিন পঞ্চায়েত প্রধানের কাছে একশো দিনের কাজ, ১৪টি সংসদে কোনও বৈঠক না হওয়ার বিষয়গুলি জানতে চাইলে প্রধানের সঙ্গে তাঁদের বচসা বাধে। এর জেরে বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন। এ দিন বেলা দেড়টা নাগাদ বিডিও এবং পাণ্ডবেশ্বরের ওসি ঘটনাস্থলে যান। প্রধান লিখিত প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। প্রধান বান্টি কুণ্ডু জানান, তথ্য জানার অধিকারের প্রেক্ষিতে দরখাস্ত করলে তবেই তিনি তা জানাবেন। তৃণমূল নেতা গুরুপ্রসাদ চক্রবর্তীর অভিযোগ, সংসদ বৈঠক হয় না। একশো দিনের কাজের হিসাবেও গরমিল রয়েছে। কাজ না করেই দলীয় কর্মীদের টাকা পাইয়ে দেওয়ার ঘটনা ঘটছে বলে তাঁর অভিযোগ।
|
অবৈধ ভাবে টিকিট বিক্রির অভিযোগে শুক্রবার ২ জনকে গ্রেফতার করল আসানসোল অ্যান্টি ফ্রড স্কোয়াড ও আরপিএফসিআইবি। স্কোয়াডের অধিকর্তা মলয় মজুমদার জানান, সিনিয়র ডিসিএম জানান, সংরক্ষণ কেন্দ্রে গিয়ে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন। বাধ্য হয়ে দালালদের কাছ থেকে টিকিট কিনতে হচ্ছে। শুক্রবার রানিগঞ্জ স্টেশনের সংরক্ষণ কেন্দ্রে গিয়ে তাঁরা রবি সিংহ ও বিকাশ কুমারকে ধরেন। তাঁদের কাছ থেকে ৪টি আসানসোল-রাজধানীর টিকিট ও বেশ কিছু আসন সংরক্ষণ করার ফর্ম পাওয়া গিয়েছে।
|
পানাগড়ের রেলপাড় এলাকার একটি রেশন দোকানে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রেশন ডিলার আদিত্য সামন্ত রেশন নিয়ে স্বজনপোষণ করেন। অনেকের কার্ড নেই। তাও তিনি রেশনের দ্রব্য পান। আবার বৈধ রেশন কার্ড থেকেও অনেকে রেশনের সামগ্রি পাওয়া থেকে বঞ্চিত থাকেন। অবিলম্বে এই পরিস্থিতির পরিবর্তন দাবি করে বাসিন্দারা ওই রেশন দোকানে বিক্ষোভ দেখান। ঘটনা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে কাঁকসার বিডিও’র দফতর সূত্রে জানানো হয়েছে।
|
ইস্পাত কারখানার ৫ কর্মী প্রধানমন্ত্রীর শ্রম পুরস্কার ‘শ্রমশ্রী’ পেয়েছেন। দেশের বিভিন্ন রাস্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের মধ্যে যোগ্যতমদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। দুর্গাপুর ইস্পাত থেকে পুরস্কার পেয়েছেন অভিজিৎ কুমার চন্দ, শশাঙ্ক রায়, সৌমেন মণ্ডল, অতনু সাঁই ও রথীন বন্দ্যোপাধ্যায়। কারখানার সিইও পঙ্কজ কুমার বাজাজ বলেন, “ওই পাঁচ কর্মী জাতীয় স্তরে পুরস্কার অর্জন করে দুর্গাপুর ইস্পাত কারখানাকে গর্বিত করেছেন।”
|
স্কুল চলাকলীনই অসুস্থ হয়ে পড়ল গুসকরা বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েক জন ছাত্রী। অভিযোগ, স্কুলের পানীয় জল খেয়েই এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রীদের আপাতত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। |